You are on page 1of 5

Course Name: TFS- 406 (Television Journalism: Health, Disaster and

Environment)
Course Teacher: Mir Masrur Zaman
Submitted by: Asrafun Naher
Assignment topic: “Story generator and script on eradication of illegally seized
river”
Submission Date: 09-01-2021
Group members: Asrafun Naher (RK-048-001)
Shajib Ghosh (JG-048-034)
Md. Imran Hossen (JH-048-007)
Md. Sohel Hossain (BE-048-003)

Story Generator
Topic Angle Content
বুড়িগঙ্গা নদীর অবৈধ দখল উচ্ছেদ। দখলকৃ ত নদীর উচ্ছেদ কার্যক্রমে ১) বুড়িগঙ্গা নদীর ফু টেজঃ নদীতে
বিআইডব্লিউটিএ ও সামাজিক চলমান নৌকা, জাহাজের ছবি।
সংগঠন নোঙর।
২) নদীর দখলকৃ ত জমি থেকে
উচ্ছেদের ফু টেজ।

৩) আমেন মোমেন হাউজিং


কোম্পানির দখলকৃ ত একটি
চ্যানেলের উচ্ছেদ পরবর্তী ফু টেজ।

৪) বিআইডব্লিউটিএ এর যুগ্ম
পরিচালকের সাক্ষাৎকার।

৫) নোঙরের জাহাজের ফু টেজ।

৬) নোঙরের সভাপতির
সাক্ষাৎকার।

৭) সরেজমিনে প্রদর্শন করতে


আসা শিক্ষার্থীদের ফু টেজ।

৮) শিক্ষার্থীর সাক্ষাৎকার।

৯) পিটিসি

স্ক্রিপ্ট
প্রতিবেদনের বিষয়ঃ দখলকৃ ত নদীর উচ্ছেদ কার্যক্রমে বিআইডব্লিউটিএ ও সামাজিক সংগঠন নোঙর।
প্রতিবেদনের ধরণঃ ফলো আপ।
লিংকঃ অব্যাহত রয়েছে বুড়িগঙ্গা নদীর উভয় তীরের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে
গত ৩০ শে জানুয়ারি থেকে এ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। এ পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে প্রায়
১৯০ টি অবৈধ স্থাপনা। বিস্তারিত দেখুন আশরাফু ন নাহার এর প্রতিবেদনে।

ভিডিও অডিও ডিউরেশন


Wide Shot: নদীতে নৌকা এম্বিয়েন্স ৫ সেকেন্ড
চলাচলের দৃশ্য।
তু লনামূলক মানচিত্র বুড়িগঙ্গা নদীর নৌ রুটের দৈর্ঘ্য ছিল ৯ সেকেন্ড
প্রায় ১৪ কিলোমিটার। আর বর্তমানে
তার দাঁড়িয়েছে প্রায় তিন
কিলোমিটারে।
Mid Long Shot: নদীর তীরের এর অন্যতম কারণ নদী দখল। ৫ সেকেন্ড
ধারের দখলকৃ ত এলাকা।
দখলকৃ ত নদীর তালিকা জাতীয় নদী রক্ষা কমিশনের ৭ সেকেন্ড
প্রকাশিত দখলকৃ ত নদীর তালিকা
মেলে এর প্রমাণ।
Mid Long Shot: ক্রেন দিয়ে করা তবে সরকারি পরিকল্পনার বাস্তবায়ন ৮ সেকেন্ড
উচ্ছেদ কার্যক্রম করতে গত বছর থেকেই
অবৈধভাবে দখলকৃ ত নদীর উচ্ছেদ
কার্যক্রম চলছে।

Long Shot: উদ্ধারকৃ ত চ্যানেল ফলাফল হিসেবে দেখা যায় আমেন ৭ সেকেন্ড
মোমেন হাউজিং কোম্পানির
দখলকৃ ত একটি চ্যানেল যা উদ্ধার
করে বিআইডব্লিউটিএ।

Medium Closeup Shot: আমাদের উচ্ছেদ অভিযান এবং ১০ সেকেন্ড


(সাক্ষাৎকারী) আমাদের কার্যক্রম এগুলো সব
মোঃ আব্দুস সালাম কিছুই মানুষের জন্য এবং নদী
যুগ্ম পরিচালক, বিআইডব্লিউটিএ বাঁচানোর জন্য। আমরা জানি যে নদী
বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে।
Mid Long Shot: নোঙরের পাশাপাশি এ উদ্ধার কার্যক্রমে ৫ সেকেন্ড
সহায়তা করছে সামাজিক সংগঠন
জাহাজের ফু টেজ। নোঙর।
Mid Shot: (সাক্ষাৎকারী) আমরা যে কারণে নোঙর করেছি ৪৫ সেকেন্ড
সুমন শামস, সভাপতি, নোঙর সেটি হচ্ছে মানুষকে নিরাপত্তা
দেওয়া এবং সেই দক্ষিণবঙ্গের
লঞ্চগুলো সব বুড়িগঙ্গা নদীতে
আসে। বড়ি ু গঙ্গা নদীর মাধ্যমে মানষু
কিন্তু শহরে যাতায়াত করে তাদের
কাজকর্মের জন্য। তো তখন
আমাদের চোখে পড়েছে যে
আমাদের একটি প্লাটফর্ম তৈরি করা
জরুরি যে প্লাটফর্ম থেকে নদীমাতৃ ক
দেশের কথা বলা যাবে এবং
মানুষকে নিরাপত্তা দেয়ার কথা বলা
যাবে। তার আলোকে আমাদের
নোঙরের অ্যাচিভমেন্ট কিন্তু এই যে
জীবন্ত সত্তা ঘোষণা করা কিংবা
এখন নৌপথে যেরকম নিরাপত্তা
নিশ্চিত হয়েছে, নৌ-পুলিশ হয়েছে।
এবং আমরা যা বলেছিলাম যা যা
চেয়েছিলাম আধুনিক উদ্ধারকারী
জাহাজ চেয়েছিলাম সেগুলো
প্রধানমন্ত্রী দিয়েছে। দুটি আধুনিক
জাহাজ চেয়েছিলাম সেগুলো
দিয়েছে। এখন আমাদের আরও
এগারোটা দাবির মধ্যে প্রায় নয়টি
দাবি পূরণ হয়ে গিয়েছে।
Long Shot: শিক্ষার্থীদের গতিবিধি সম্প্রতি এ উচ্ছেদ কার্যক্রম ৯ সেকেন্ড
সরেজমিনে প্রদর্শন করে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম
ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীরা।
Medium Closeup Shot: আজকে সরেজমিনে এসে আমরা ২২ সেকেন্ড
(সাক্ষাৎকারী) বুঝতে পারলাম যে আসলে
শিক্ষার্থী কতটু কু জমিতে আসলে কিভাবে
ব্যাকগ্রাউন্ড এ পরিদর্শনে আসা নদীর জায়গাগুলো কিভাবে দখল
অন্য শিক্ষার্থীদের ও দেখা যাবে। হয়েছিল এবং কিভাবে এ
উচ্ছেদগুলো হয়েছে এবং কতটু কু
আমরা সফল হয়েছি এবং যে
সীমানা পিলার গুলো স্থাপন করা
হয়েছে সেগুলো সরেজমিনে
দেখতে পারলাম। ত আমরা বঝ ু তে
পারলাম যে কাজ হচ্ছে এবং
সমস্যাগুলো কি সেগুলো আমরা
একদম প্রাকটিক্যালি দেখার সুযোগ
হলো আরকি।
Long Shot: বুড়িগঙ্গা সেতু (নদী এম্বিয়েন্স ৫ সেকেন্ড
আমাদের মা। আসনু আমাদের মা কে
বাঁচিয়ে রাখি।)
Mid Shot: (পিটিসি) নদী রক্ষার্থে নদীর অবৈধ দখল ১৫ সেকেন্ড
রিপোর্টার, ব্যাকগ্রাউন্ড এ নদী উচ্ছেদ একটি সময়োপযোগী
পদক্ষেপ। তবে শুধু সরকার বা
সামাজিক সংগঠনগুলো এ নয়,
সাধারণ জনগণের এ ব্যাপারে
এগিয়ে আসা প্রয়োজন। তবে ঢাকা
ত স্বরূপে ফিরতে পারবে।
আশরাফু ন নাহার, ডি ইউ টিভি।

২ মিনিট ৩৫ সেকেন্ড

You might also like