You are on page 1of 1

কিছু বিনিয়োগকারী আছেন, যারা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে। একপক্ষ শ্রম দেয় পাশাপাশি কিছু টাকাও বিনিয়োগ

করতে পারে আর অন্য পক্ষ শ্রম দেয় না কিন্তু বিনিয়োগ করে। তাদেরকে এঞ্জেল ইনভেস্টর বলে। এঞ্জেল ইনভেস্টরদের কাছে
বিজনেজ মডেল সাবমিট করে তাকে কনভিন্স করতে হয়, তাঁর আস্থা অর্জ ন করতে হয়। তাকে বোঝাতে হয় যে “আপনি
আমাকে হেল্প করেন, আমি পারবো ইনশাআল্লাহ”।

এমন না যে তোমাদেরকে মাছ চাষই করতে হবে। তোমারা যেটা লাভজনক মনে কর; সেটাই করবা। এঞ্জেল ইনভেস্টররা এই
প্রশ্ন গুলর উত্তর চাইতে পারে, সন্তোষজনক উত্তর পেলে তারা শর্ত সাপেক্ষে বিনিয়োগ করে থাকে।

মাছ চাষের বিজনেজ মডেল

1. কোন জাতের মাছ চাষ করবে?


2. মাছ চাষের পুকু রের আয়তন কত? এবং কয়টি?
3. আগে কখনো মাছ চাষ করেছো কি না?
4. এই ব্যাপারে কোন প্রশিক্ষন আছে কিনা? কোন অভিজ্ঞ মাছ চাষি পরামর্শদাতা আছে কিনা?
5. কত টাকা প্রয়োজন?
6. কত দিনের মধ্যে মূল টাকা রিটার্ণ আসবে?
7. লাভ হলে কত লাভ হবে এবং লস হলে কত লস হবে?
8. লস হলে আবার ঘুরে দাঁড়াতে এবং নতু ন করে শুরু করার সম্ভাবনা আছে কিনা?
9. মাছ কোথায় বিক্রি করবে?
10. কে বিক্রয় করবে?
11. শ্রমিক লাগবে কি না, নাকি উদ্যোক্তা নিজেই শ্রম দিবে?
12. এই ব্যবসার ঝুঁকি কতটু কু ?
13. এর চেয়ে কম ঝুঁকি নিয়ে অন্য কোন বিকল্প ব্যবসা করা যায় কিনা?
14. এর চেয়ে কম বিনিয়োগে বেশি রিটার্নের অন্য কোন ব্যবসা আছে কিনা?
15. এই ধরণের আরো প্রশ্ন থাকতে পারে….

You might also like