You are on page 1of 2

ডাক দিয়াছেন দয়াল আমারে,

রইবো না আর বেশী দিন


তোদের মাজারে।
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে,
রইবো না আর বেশী দিন তোদের মাজারে।
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে...

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম,


ভালোবাসার মালা খানি গলে পরিলাম,
আমি গলে পরিলাম। - [ ২ বার ]

আমার সাধের মালা,


আমার সাধের মালা যায় রে ছিড়ে,
রইবো না আর বেশী দিন তোদের মাজারে।

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে,


রইবো না আর বেশী দিন তোদের মাজারে।
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে...

ও আমি কত জনে কত কি দিলাম,


যাইবার কালে একজনারো
দেখা না পাইলাম,
আমি দেখা না পাইলাম।

ও আমি কত জনে কত কি দিলাম,


যাইবার কালে একজনারো
দেখা না পাইলাম।

আমার সঙ্গের সাথী


আমার সঙ্গের সাথী কেউ হলো না রে,
রইবো না আর বেশী দিন তোদের মাজারে।

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে,


রইবো না আর বেশী দিন তোদের মাজারে।
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে,
রইবোনা আর বেশী দিন তোদের মাজারে।
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।
][ সমাপ্ত ][

তুমি মোর জীবনের ভাবনা


হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
হাজার তারের বীণা তুমি
তুমি সুরের ঝংকার
তুমি আমার আষাঢ়-শ্রাবণ
তুমি বসন্ত বাহার
রাগ-রাগিনীর ফুল-কলিতে
কন্ঠে পড়াবো মালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তোমায় নিয়ে লেখা যেন
সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের ছোঁয়া তুমি
তুমি যে মান-অভিমান
সব কবিতার ছন্দ তুমি
দুঃখ সুখেরই ভেলা
তুমি মোর…

You might also like