২০২১ সাজ্ঞা

You might also like

You are on page 1of 2

০১। 

২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে-নাসা।


০২। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? ২০২৩ সালে।
০৩। ছেড়া দ্বিপে মানুষ যাতায়াত নিষিদ্ধ হয়ঃ ২ জানুয়ারী ২০২১।
০৪। মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা দেয়ঃ ১ ফেব্রুয়ারি ২০২১।
০৫। মিয়ানমারে জরুরী অবস্থা- ১২ মাসের জন্য।

০৬। অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি?- এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।
০৭। অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? – সেপ্টেম্বর, ১৯৮৮ সাল।
০৮। মিয়ানমারের সেনা সমর্থিত দল- USDP- union soliderity and development party.
০৯। ১৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর
করে’ – ভুটান।
১০। কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয়েছে? – হালদা নদী।

১১। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? ৮টি।
১২। ১৭ ডিসেম্বর ২০২০ কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়?- মরিশাসের রাজধানী
পাের্ট লুইস-এ; সড়কের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট’।
১৩। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?- কমলা হ্যারিস।
১৪। বিশ্বের দীর্ঘতম ট্রাস (TruSS) ও গভীরতম পাইলের সেতু কোনটি? -পদ্মা সেতু ।
১৫। ভাসানচর কোথায় অবস্থিত? -নােয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।

১৬। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা ও হংসমিথুন কীসের নাম? -বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি নতুন
উড়ােজাহাজের নাম।
১৭। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? ২৯ নভেম্বর ২০২০;
দৈর্ঘ্যঃ ৪.৮ কিমি।
১৮। দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? ১৭ ডিসেম্বর
২০২০।
১৯। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি?- ‘ন, ডরাই’ ও ‘ফাগুন হাওয়া
(যৌথভাবে)।
২০। ৯ ডিসেম্বর ২০২০ বেগম রােকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কী?
-আলােকবর্তিকা।

২১। দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কোথায়? -কক্সবাজারে।


২২। তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হবে? -SEA-ME-WE-6
২৩। ২০২০ সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির ‘হলুদ পদ্ম’ ফুলের নামকরণ করা হয় কী? -গােমতী।
২৪। গােমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কী? -Nelumbo nucifera gomoti,Bangladesh
২৫। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত প্রকারের নাম কী?- বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর
এক্সিলেন্স।

২৬। বাংলাদেশে চাষ করা “অমৃত” নামক আমের জাত কোন দেশের? -ভিয়েতনাম।
২৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (TSC) নকশা করেছিলেন কে?- গ্রিক স্থপতি ২৮. কনস্ট্যান্টিনস এ.
ডক্সিয়াডিস (Constantinos A. Doxiadis)।
২৯। ২০২০ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশন কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়? ৬টি- কুষ্টিয়া,
পাবনা, পঞ্চগড়,শ্যামপুর (রংপুর), রংপুর (গাইবান্ধা) ও সেতাবগঞ্জ (দিনাজপুর) চিনিকল।
৩০। ১৩ ডিসেম্বর ২০২০ দেশের প্রথম ‘থ্রিডি মিউজিক্যাল ফোয়ারা’ উদ্বোধন করা হয় কোথায়? – বরগুনা।

৩১। মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত ?- চট্টগামের সীতাকু ণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়।
৩২। ১ ডিসেম্বর ২০২০ চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কী? – Change’c-5
৩৩। ৫ ডিসেম্বর ২০২০ প্রথমবার কোনাে গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কী?
– Hayabusa-2।
৩৪। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? – গ্যাল নরটন।
৩৫. যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে? – ডেব হাল্যান্ড।

৩৬। ২০২০ সালে কোন দেশের পার্লামেন্ট ‘তিনটি কৃষি আইন পাশ হলে কৃষক ব্যাপক আন্দোলন শুরু করে? –
ভারত।
৩৭। ১৪ ডিসেম্বর ২০২০ কোন দেশ ” যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালাে তালিকা থেকে মুক্ত হয়? -সুদান।
৩৮। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে? ২২ নভেম্বর ২০২০।
৩৯। প্রকাশিতব্য The Presidential Years নামক আত্মজীবনীর লেখক কে?- ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব
মুখার্জি।
৪০। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? ২৫-৩১ অক্টোবর ২০২১।
৪১। মানব উন্নয়ন রিপোর্ট ২০২০ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত? ৪,৯৭৬ মার্কিন ডলার।
৪২। বাংলাদেশের গড় আয়ু কত? ৭২.৬ বছর।
৪৩। সার্কভুক্ত দেশের গড় আয়তে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ (৭৮.৯ বছর)।
৪৪। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটা? – আফগানিস্তান (৬৪.৮ বছর)।

You might also like