You are on page 1of 2

বাসা ভাড়ানামা (চু ক্তিপত্র)

এ. আর. কে. চৌধুরী, কবিরাজ লেন, ঢাকা, ডাকঘর- ঢাকা সদর-১১০০, থানা- কোতয়ালি, জেলা- ঢাকা,
জাতীয়তা- বাংলাদেশি……………………………………………….১ম পক্ষ/ বাড়ির মালিক

বুদ্ধদেব কর্মকার, হরিপ্রশন্ন মিত্র রোড, ডাকঘর- ঢাকা সদর-১১০০, থানা- কোতয়ালী, জেলা- ঢাকা, জাতীয়তা-
বাংলাদেশি…………………………………………………...২য় পক্ষ/ ভাড়াটিয়া

অদ্য ভাড়ানামা পত্র মিদং ১ম পক্ষের স্বত্ব দখলীয় নিম্ন তফশীল বর্ণিত গৃহ মাসিক মং ১৫০০০/- (পনেের হাজার
টাকা) ভাড়া সাব্যস্থে ২য় পক্ষ ভাড়া নিতে সম্মত হওয়ায় নিম্ন লিখিত শর্তে উভয় পক্ষ সম্মত ও বাধ্য থাকিয়া অত্র
ভাড়ানামা সম্পাদন করা হইল।

ইহার মূলকপি ১ম পক্ষের (মালিক) নিকট থাকিবে এবং একমাত্র ফটোকপি ২য় পক্ষ (ভাড়াটিয়া) সমজিয়া নিবেন।

শর্ত সমূহ

১. অত্র ভাড়ানামা ২০/০৫/২০২০ ইং হইতে ২০/০৫/২০২৩ ইং পর্যন্ত তিন বছর মেয়াদ ধার্য করা হইল।

২. ২য় পক্ষ অত্র বাসা ভাড়ার জামানত স্বরূপ ৩০০০০ ( ত্রিশ হাজার টাকা ) টাকা সমজাইয়া দিলেন।

৩. ২য় পক্ষ প্রতি মাসের ভাড়া পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে ১ম পক্ষকে সমজাইয়া দিবেন।

৪. ভাড়া নেওয়া বাসার বিদ্যুৎ ও গ্যাস বিল ২য় পক্ষ নিজ হইতে নিজ দায়িত্বে আদায় করিবেন। তাহা ভাড়া হইতে
কর্ত ন যাবে না। কোন অবস্থাতেই বিদ্যুৎ ও গ্যাস বিল বকেয়া রাখা যাবে না। কোন কারনে বিদ্যুৎ বিল বকেয়া থাকিলে
তাহার ক্ষতিপূরণ সহ ২য় পক্ষ দিতে বাধ্য থাকিবেন।

 ৫. ২য় পক্ষ ভাড়া নেয়া বাসায় অবৈধ কোন কার্যকলাপ হইতে বিরত থাকবেন।

৬. ২য় পক্ষ ভাড়া নেওয়া বাসার কোনরূপ- পরিবর্ত ন, পরিবর্ধন করিতে পারিবেন না। উট্ত ভাড়া বাসায় কাউকে
শেয়ার বা উপ-ভাড়াটিয়া নিয়োগ দিতে পারবেন না। তাহা করিলে চু ক্তিনামা বাতিল বলিয়া গণ্য হবে।

চলমান পাতা-০২
পাতা নং-০২

৭. ভাড়া নেওয়া বাসার পানির ট্যাপ, বেসিন, কিচেন সিঙ্ক, গ্যাসের চু লা,দেয়ালের রং সহ অন্যান্য আসবাবপত্রের
কোনোরূপ পরিবর্ত ন করিলে মালিক পক্ষকে অবগত করিয়া ২য় পক্ষ নিছ খরচে তাহা মেরামত করিবেন।

৮. মেয়াদ শেষে নতু ন করে চু ক্তিতে আবদ্ধ না হইলে ২য় পক্ষ ভাড়া নেওয়া বাসার কোনোরূপ পরিবর্ত ন না করে ১ম
পক্ষকে বিনা আপত্তিতে সমজাইয়া দিবেন।
তফশীল

কবিরাজ লেন, ঢাকা। থানা- কোতয়ালী, জেলা- ঢাকা। হোল্ডিং নং: ০৮, ০৪ টি রুম, ১টি কিচেন, ২টি বাথরুম
বিশিষ্ট ৫ম তলায় পাকা বাসা।

তারিখ-২০/০৫/২০২০

উপরোক্ত শর্ত সাপেক্ষে আমরা উভয়েই সম্মত হইয়া স্ব-জ্ঞানে নিম্নে নিজ নিজ নাম স্বাক্ষরের মাধ্যমে অত্র ভাড়ানামা
চু ক্তি সম্পাদন করিলাম।

সাক্ষীগণের স্বাক্ষর:

১. নাম: ………………………………………………
পিতার নাম: ………………………………………. ১ম পক্ষের স্বাক্ষর

২. নাম: ……………………………………………...
    স্বামীর নাম: ………………………………………  ২য় পক্ষের স্বাক্ষর

You might also like