You are on page 1of 2

 

তারিখ:

বরাবর

পরিচালক (প্রশাসন)
সিপিপি, ঢাকা ।

বিষয়ঃ জুনিয়র সহকারী পরিচালক পদের জন্য আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শণ পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১৫.০৬.২০২০ইং তারিখ “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মা
রফত জানতে পারলাম যে, সিপিপি ঢাকাতে বিভিন্ন পদে বেশ কিছু  সংখ্যক জনবল নিয়োগ করা হবে। আমি ‘‘জুনিয়র সহকারী
পরিচালক
’’ পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম।

প্রার্থীর নাম         : মোঃ আব্দুল্লাহ আল মামুন


পিতার নাম         : এম. এ. হাছান
মাতার নাম         : আফরোজা পারভীন
বর্ত মান ঠিকানা   : ২৮৭/১বি,বাড়ির মালিক: মোসাম্মৎ জিন্নাতু ন্নেসা,নয়াটোলা, আমবাগান, মগবাজার
পোঃ শান্তিনগর, থানাঃ হাতিরঝিল, ঢাকা-১২১৭।
স্থায়ী ঠিকানা       : প্রযত্নে- হাছান সরদার, : গ্রাম- হাসনহাটি , পোঃ লস্করদিয়া , উপজেলা- নগরকান্দা , জেলা- ফরিদপুর ।
নিজ জেলা         : ফরিদপুর

জন্ম তারিখ         : ০১.০৭.১৯৯৩ইং
বয়স (১৫.০৬.২০২০ইং) : ২৬ বছর ১১ মাস ১৪ দিন।
জাতীয়তা            : বাংলাদেশী।

ধর্ম : ইসলাম
শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নাম  বিভাগ/বিষয় পাসের সাল জিপিএ বোর্ড / বিশ্ববিদ্যালয়

এস.এস.সি বিজ্ঞান ২০০৮ ৫.০০ ঢাকা  বোর্ড


এইচ.এস.সি বিজ্ঞান ২০১০ ৪.০০ ঢাকা বোর্ড

বি.এস.সি (অনার্স) প্রাণিবিদ্যা ২০১৫ ৩.৪০ চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়

এম.এস প্রাণিবিদ্যা ২০১৬ ৩.৭১ চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়

মোবাইল নং  : ০১৭১৬৮০২৪১২
ব্যাংক ড্রাফট বা পে-অর্ড ার নং :  

তারিখঃ  /০৬/২০২০ইং
ব্যাংকের নাম  :  ব্যাংক লিমিটেড,   শাখা।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমার উলেখিত তথ্যাবলী বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক

 মোঃ আব্দুল্লাহ আল মামুন

সংযুক্তি সমূহঃ

ক) পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি।

খ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ।


গ) শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি।
ঘ) নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
ঙ) চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
চ) ২০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট

You might also like