You are on page 1of 1

ড্রাকু লা শহর

সূর্যকিরণের ভয়ে লুকিয়ে থাকো


অন্ধকার কফিন ভেতর,
এ নিষ্ঠু র ড্রাকু লা শহর ,
শুষে নেয় শেষ রক্তবিন্দুটু কু
তবু , তু মি বেঁচে থাকো কিভাবে যেন !
ভ্যাম্পায়ার শরীর তোমার,
খুঁজে খুঁজে হয়রান,
রাতের আঁধার, এক শহর জোড়া এই
হাহাকার, বয়ে নিয়ে তু মি হেঁটে হেঁটে
উঠে যাও ওই দূরের পাহাড়,
দিগন্তের ওপার !

You might also like