You are on page 1of 2

IN THE COURT OF LEARNED CHIEF JUDICIAL MAGISTRATE

MURSHUDABAD AT BERHAMPORE

M.R. Case No.- /202

দরখাস্তকারী বনাম প্রতিপক্ষ


গীতা সরকার্(৩৩) গৌতম সরকার(৩৩)

হলফনামা
আমি গীতা সরকার, স্বামী- গৌতম সরকার, পিতা- সুনীল মণ্ডল, বয়স ৩৩ বছর,
জাতি- হিন্দু,পেশা- গৄহস্থলী, ধর্মত প্রতিজ্ঞা পূর্বক কহিতেছি যেঃ-
১) আমি উক্ত মোকোর্দ্দ মার দরখাস্তকারী হইতেছি।
২) উক্ত প্রতিপক্ষ আমার স্বামী হইতেছে।
৩) গত ইং ০৫/০২/২০১৭ তারিখে প্রতিপক্ষ আমাকে মারধোর করে একবস্ত্রে তাড়াইয়া
দেই।
৫) আমার নিজের কনো আয় রোজগাড় নাই। আমি নিজেকে ভরণপোষণ করিতে
অক্ষম। আমি কনো রকমে অর্ধাহারে আনাহারে দিনযাপন করিতেছি।
৬) প্রতিপক্ষের অবস্থা ভালো নিজস্ব পাকা বাড়ী আছে,নিজস্য গাড়ী আছে যা ভাড়া
খাটায় এবং ভু সি মালের ব্যবসা করে মাসে ৪০,০০০/- (চল্লিস হাজার) টাকা আয়
করে। প্রতিপক্ষ দরখাস্তকারীর কোন খোঁজখবর নেয় না এবং কোন ভরণপোষণ দেই
না।
৭) আমি নিজের জন্য মাসে ১৫,০০০/- টাকা মাস মাস খোরপোষ প্রতিপক্ষের থেকে
ভরণপোষণের জন্য চাহিয়াছি।
৮)আমি enclosour 1 দাখিল করিয়াছি।enclosure 2,3 আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
সত্যপাঠ
উপরোক্ত সকল বিবরণ সমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য জানিয়া নিজ নাম সহি
করিরিলাম।

You might also like