You are on page 1of 1

প্রাচীন পীড়ার কারণ ও তাহার চিকিৎসা।

১ম ভাগ--পীড়ার নাম, রূপ, এবং কারণ।

প্রথম পরিচ্ছেদ । "


নূতন ও পুরাতন, গীড়া ।
প্রাচীন পীড়া কাহাকে বলে, তাহা অতি পরিষ্কাররপে হৃদয়ঙগম কর!
কর্তণ্য। প্রাচীন গীড়। বলিলে সাধারণতঃ লোকে “পুবাতন রোগ,”__যে
রোণে কোনও রোগী অনেক দিন হইতে ভূগিতেছে, তাহাই বুঝে।
€প্রাচীন” বলিলেই লোকে মনে করে, অনেক দিন ধরিয়া রোগ ভোগ
করিলে, গেই রোগ "প্রাচীন* ব। পুরাতন, বা অল্পদিন হইতে কোনও
রোগ হইলে, তাহা “নূতন”| সাধারণ লোকে এবং হোমিওপ্যাথি
ব্যতীত অন্ত মতের চিকিৎসকগণ, রোগ যতদিন হইতে হইয়াছে
সেই সময়ের তারতম্য অনুসারে বাদিনের সংখ্যানুসারে
রোগকে তিন শ্রেণীতে ভাগ করিয়৷ থাকেন। যথা
- ছয় সপ্তাহ পর্যন্ত
কোনও রোগকে “নৃতন” ছয় সপ্তাহের অধিক হইলে তাহাকে
“হবল্প-পুরাতন”, এবং ছুই, চারি বা ছয়মাস ধরিয়া ভোগ হইতে থাকিলে,
তাহাকে “পুরাতন” নাম দিয়! থাকেন। এই কিন শ্রেণীতে বিভাগ
করিবার অন্য কোনও কারণ মাই,*কেবলমাত্র ভোগ হিসাবে সময়ের
কমরেমীই একমাত্র কারণ।
এক্ষণে দেখা কর্তব্য যে. আমরা অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ,
নুন রোগ, ও পুরাতন রোগ কাহাকে বলি, এবং কি হিসাবে

You might also like