You are on page 1of 5

Sunday, 30 May 2021, 3:33:28 PM

2
https://www.khaboronline.com/news/national/jailed-activist-stan-swamy-to-be-taken-to-
mumbai-hospital-thursday/?
utm_source=izooto&utm_medium=push_notifications&utm_campaign=stan%20swami

জামিন আবেদনের শুনানি শুক্রবার,


আগের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হবে
জেলবন্দি সমাজকর্মী স্টান স্বামীকে
May 19, 2021

খবর অনলাইন ডেস্ক: আদিবাসী অধিকারকর্মী, ৮৪ বছরের জেসুইট মিশনারি স্টান


স্বামীকে (Stan Swamy) স্বাস্থ্যপরীক্ষার জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া
হবে আগামী বৃহস্পতিবার। শুক্রবার তাঁর জামিন আবেদনের শুনানি বম্বে হাইকোর্টে
(Bombay High Court)। তার আগে তাঁর স্বাস্থ্য-সম্পর্কি ত রিপোর্ট জমা করার কথা।
জেলবন্দি সমাজকর্মী এখন পার্কি নসনে ভু গছেন। মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁও হিংসার
ঘটনায় (Koregaon-Bhima case) জড়িত থাকার অভিযোগে তাঁকে গত বছরের
অক্টোবর মাসে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। নবি মুম্বইয়ের তালোজা জেলে
বর্ত মানে অসুস্থতার বিরুদ্ধে লড়াই করছেন তিনি।

Loading videos...

তালোজা জেলে যথোপযুক্ত চিকিৎসা সুবিধা না পাওয়ার অভিযোগ করেছিলেন স্বামীর


আইনজীবী মিহির দেশাই। চিকিৎসা পরিষেবার অভাব, অতিরিক্ত ঘিঞ্জি হওয়ায়
কোভিড-১৯ মহামারির মধ্যে শারীরিক দূরত্বের অভাব এবং সার্বিক ভাবে তাঁর শারীরিক
অবনতির বিবরণ জমা দেওয়া হয়েছিল উচ্চ আদালতে।

হাইকোর্টে গত ৪ মে-র শুনানিতে দেশাই বলেছিলেন, সাত মাস আগে স্বামীকে


গ্রেফতারের পর থেকে তাঁকে তালোজা জেল হাসপাতালে রাখা হয়েছে। যেখানে মাত্র
তিন জন আয়ুর্বেদ চিকিৎসক রয়েছেন এবং অন্য কোনো চিকিৎসক বা প্রশিক্ষিত
মেডিক্যাল কর্মী নেই।

প্রসঙ্গত, প্রায় ডজনখানেক সমাজকর্মীকে ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত হিসাবে


জড়ানো হয়েছিল। যা পরে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) হাতে স্থানান্তর করা হয়।
বিশেষ এনআইএ আদালত এই মামলার শুনানিতে স্বা

আরও পড়তে পারেন: ধৃত মিশনারি স্টান স্বামীকে মাওবাদী সদস্য বলল এনআইএ

মীর জামিন আবেদন খারিজ করেছিল। এনআইএ বলেছে, স্বামী মাওবাদী গোষ্ঠীর
সদস্যদের নিয়ে দেশে অশান্তি তৈরির জন্য একটি “গুরুতর ষড়যন্ত্র” করার পরিকল্পনা
করেছিলেন। এ ব্যাপারে তদন্তকারীদের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে।

গত অক্টোবরে সংস্থার এক আধিকারিক জানিয়েছিলেন, ‘‘মাওবাদী কার্যকলাপ ছড়িয়ে


দেওয়ার জন্য তিনি তহবিলও পেতেন।’’

আরও পড়তে পারেন: ধৃত মিশনারি স্টান স্বামীকে মাওবাদী সদস্য বলল এনআইএ

3:59:07 PM
1
https://www.khaboronline.com/news/national/the-nia-called-the-arrested-missionary-stan-swamy-
a-maoist-member/

Home  খবর  দেশ  ধৃত মিশনারি স্টান স্বামীকে মাওবাদী সদস্য বলল এনআইএ

ধৃত মিশনারি স্টান স্বামীকে মাওবাদী সদস্য


বলল এনআইএ
October 9, 2020

খবর অনলাইন ডেস্ক : ঝাড়খণ্ডের আদিবাসী অধিকারকর্মী, ৮৩ বছরের জেসুইট


মিশনারি স্টান স্বামীকে গ্রেফতার করল এনআইএ। মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁও হিংসার
ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।
কিছুদিন আগেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে এনআইএ। তার পরই তিনি
মানবাধিকার সংগঠন ‘পিইউসিএল’কে চিঠি লিখে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন
স্টান স্বামী।

এনডিটিভি জানিয়েছে তদন্তকারী সংস্থার দাবি, তিনি সিপিআই মাওবাদী দলের সদস্য।


সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘মাওবাদী কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি
তহবিলও পেতেন।’’

সংস্থার দাবি, স্টান স্বামীর বাড়ি থেকে বিভিন্ন মাওবাদী পত্রপত্রিকা ও কাগজপত্র উদ্ধার
হয়েছে।

দিল্লি থেকে তদন্তকারী সংস্থার একটি দল রাঁচি পৌঁছায়। ফাদার স্টান স্বামীর বাড়ি থেকে
তাঁকে গ্রেফতার করে এনআইএ। প্রায় ২০ মিনিট তাঁর বাড়িতে ছিল তদন্তকারী দলটি।

গ্রেফতারির প্রতিবাদে সরব রামচন্দ্র গুহ


স্টান স্বামীকে গ্রেফতারির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ঐতিহাসিক
রামচন্দ্র গুহ। তিনি টু ইটে লেখেন, ‘‘স্টান স্বামী আজীবন আদিবাসীদের অধিকারের লড়াই
করেছেন। সেই কারণেই নরেন্দ্র মোদী সরকার নিপীড়ন করে তাঁর মুখ বন্ধ করার চেষ্টা
চালাচ্ছে। কারণ, এই সরকারের আমলে আদিবাসীদের জীবন ও জীবিকার চেয়ে খনি
সংস্থাগুলির মুনাফা বেশি গুরুত্বপূর্ণ।’’

আইনজীবী প্রশান্ত ভূ ষণও মোদী সরকারকে নিশানা করে টু ইট করেছেন। তিনি লেখেন,
‘‘বিজেপি সরকারের আমলে এনআইএ-র হিংসা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে।’’

এর আগেও এই মামলায় একাধিক সমাজকর্মী, বুদ্ধিজীবী এবং আইনজীবীকে গ্রেফতার


করা হয়েছে। ফাদার স্বামী হলেন এই মামলায় গ্রেফতার হওয়া সব চেয়ে বয়স্ক ব্যক্তি।
এনআইএ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পর গত ৬ অক্টোবর একটি ভিডিও বার্তায়
ফাদার জানান, তাঁর নানা রকম শারীরিক সমস্যা রয়েছে। কোভিড পরিস্থিতিতে তাঁর
বাইরে বেরোনোটা ঠিক নয়। তিনি জানান ভীমা-কোরেগাঁও-এ কখনও তিনি যাননি।

পড়তে পারেন : জিডিপি নিম্নমুখী, সুদের হার নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিল আরবিআই

You might also like