You are on page 1of 5

ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।

বিষয়: বিশেষ পুনর্বাসন ঋণের আওতায় “রাজ ফ্যাশন” উদ্যোক্তা জনাব মোঃ রাজু আহম্মেদ এর ঋণ প্রস্তাব মঞ্জুরী
সংক্রান্ত।

অত্র ব্যাংকের রাজবাড়ী শাখার বিশেষ পুনর্বাসন ঋণের আওতায় “রাজ ফ্যাশন “ এর উদ্যোক্তা জনাব মোঃ
রাজু আহম্মেদ এর একটি ঋণ প্রস্তাব পাওয়া গিয়েছে। উল্লেখিত প্রস্তাবটি পরীক্ষান্তে মঞ্জুরী প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত
তথ্যাদি উপস্থাপন করা হলো:

০১ প্রকল্পের নাম : “রাজ ফ্যাশন”


০২ প্রকল্পের ধরণ : তৈরী পোশাক বিক্রয়
০৩ প্রকল্পের ঠিকানা : চরঝিকড়ী, কাচারীপাড়া, পাংশা, রাজবাড়ী।
০৪ উদ্যোক্তার নাম : মোঃ রাজু আহম্মেদ।
০৫ পিতার নাম : মোঃ আমিরুল ইসলাম
০৬ মাতার নাম : রাবেয়া বেগম
০৭ বর্ত মান ঠিকানা : গ্রামঃ চরঝিকড়ী, ডাকঃ কাচারীপাড়া, থানাঃ পাংশা, জেলাঃ
রাজবাড়ী।
০ স্থায়ী ঠিকানা : গ্রামঃ চরঝিকড়ী, ডাকঃ কাচারীপাড়া, থানাঃ পাংশা, জেলাঃ
০৯ ফোন নম্বর : ০১৭৬৫৬১৭১২৬

১০ যে দেশ হতে ফেরৎ ও পাসপোর্ট : সিঙ্গাপুর, পাসপোর্ট নম্বরঃ BH 0459161


নম্বর
১১ ঋণের প্রকৃ তি : প্রকল্প ঋণ (মেয়াদী ঋণ)

১২ ঋণ কেস নং :
১৩ চলতি হিসাব নং :
১৪ শিক্ষাগত যোগ্যতা : অক্ষরজ্ঞান সম্পুন́
১৫ জন্ম তারিখ ও বয়স : ০৩/০৩/১৯৮৫:, ৩৫ বছর ০৮ মাস ০৮ দিন।
১৬ প্রশিক্ষণ/অভিজ্ঞতা : বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
১৭ জামানতকৃ ত সম্পত্তির পরিমাণ : প্রযোজ্য নহে।
১৮ জামিনদারের নাম ও ঋণ গ্রহীতার : (ক) জামাল উদ্দীন, সম্পর্কে মামা , (খ) নাজমা সুলতানা,
সাথে সম্পর্ক (cÖ‡hvR¨ সম্পর্কে স্ত্রী।
†ÿ‡Î)
১৯ ব্যক্তিগত গ্যারান্টি : মোঃ রাজু আহম্মেদ।
২০ m¤úwËi gvwjKvbv¯^Z¡ : প্রযোজ্য নহে।
২১ m¤úwËi Zdkxj : প্রযোজ্য নহে।
২২ সম্পত্তির মূল্য : প্রযোজ্য নহে।
২৩ চেকের পাতার বিবরণ : ক) ঋণ আবেদনকারী জনাব মোঃ রাজু আহম্মেদ এর নিকট
হতে পুবালী ব্যাংক লিমিটেড, পাংশা শাখার তিনটি চেকের
পাতা (১৫৩৫৪৭৫,১৫৩৫৪৭৬,১৫৩৫৪৭৭) নেওয়া হয়েছে।
খ) গ্যারান্টর জনাব জামাল উদ্দীন এর নিকট হতে ব্যাংক
এশিয়া লিমিটেড, পাংশা শাখার তিনটি চেকের পাতা
(৯২৩৯৪৮৩,৯২৩৯৪৮৪,৯২৩৯৪৮৫) নেওয়া হয়েছে।
২৪ ব্যবসার প্রকৃ তি : আবেদনকারী বিগত ২৪/০৬/২০২০ খ্রিঃ তারিখে দেশে ফেরত
আসার পর দোকান ভাড়া নিয়ে “রাজ ফ্যাশন” নামে তৈরী
পোশাকের দোকান পরিচালনা করে আসছেন।বাজারে
ব্যবসায়িক চাহিদা এবং এর বিপরীতে যোগান সমানুপাতিক
হারে ব্যবস্থা করা সম্ভব হলে আবেদনকারী উক্ত ব্যবসার
মাধ্যমে প্রকৃ ত ভাবে লাভবান হবেন এবং দেশের অর্থনীতিতে
উন্নয়নমূলক অবদান রাখতে পারবেন।

২৫) প্রকল্প আয়- ব্যয় বিবরণী :

(ক) মূলধন ব্যয় :

ক্রম বিবরণ বিদ্যমান মোট ব্যয়


০১ ইলেক্ট্রনিক সংযোগ ও ইলেক্ট্রনিক্স সামগ্রী ৩০,০০০/- ৩০,০০০/-
০২ আসবাবপত্র ও ডেকোরেশন ৭০,০০০/- ৭০,০০০/-
মোট মূলধন ব্যয় ১,০০, ১,০০,০০০/-
০০০/-

পৃষ্ঠা ০২

(খ) চলতি মুলধন (প্রস্তাবিত) :

µ weeiY we`¨gvb bM` e¨vsK FY ‡gvU e¨q


bs
০১. এটিএম গোল্ড লুঙ্গি, আমানত, শাহ ১,০০,০০০/ 2,00,000/= ৩,০০,০০০/=
লুঙ্গি,জিন্স প্যান্ট (বড়দের), গ্যাভাডিং প্যান্ট =
(বড়দের), থ্রী-কোয়ার্টার (বড়দের), থ্রী-
কোয়ার্টার (ছোটদের), জিন্স প্যান্ট
(ছোটদের), ফু লহাতা, হাফহাতা শার্ট
(বড়দের), ফু লহাতা, হাফহাতা শার্ট
(ছোটদের), টি-শার্ট (বড়,ছোট), বিছানার
চাদর, লেডিজ ব্যাগ, পাঞ্জাবী
(বড়,ছোট),আন্ডার গার্মেন্টস, বাচ্চাদের
পোশাক, গামছা, তোয়ালেসহ অন্যান্য।
‡gvU= ১,০০,০০০/ - 2,00,000/= ৩,০০,০০০/=
=

সর্বমোট প্রকল্প ব্যয় (ক+খ) : (১,০০,০০০ + ৩,০০,০০০) = ৪,০০,০০০/-


২৬. প্রকল্পের অর্থায়নের উৎস : ব্যাংক ঋণ =২০০,০০০/- টাকা।
নিজস্ব = ২,০০,০০০/- টাকা।
সর্বমোট বিনিয়োগ = ৪,০০,০০০/- টাকা।
২৭. ঋণ ও ইক্যুইটি অনুপাতঃ ৫০ : ৫০
(গ) মাসিক পরিচালন ব্যয় :

ক্রমি বিবরণ পরিমাণ একক মূল্য মাসিক মোট ব্যয়


ক নং (মাসিক)
০১ বিদ্যুৎ বিল ১ ২,০০০/- ২,০০০/-
০২ কর্মচারীর বেতন ১ ৫,০০০/- ৫,০০০/-
০৩ অন্যান্য ১ ৫,০০০/- ৫,০০০/-
মাসিক ব্যয়= ১২,০০০/-

বাৎসরিক পরিচালন ব্যয় : = (৩৩,০০০*১২)=৩,৯৬,০০০ (তিন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা মাত্র ।

(ঘ) দৈনিক আয় বিবরণী:


ক্রমি বিবরণ পরিমান একক একক একক মোট বিক্রয় মোট লাভ

ক গড় ক্রয় গড় গড় মূল্য

নম্বর মূল্য লাভ বিক্রয়মূ

ল্য
০১. এটিএম গোল্ড লুঙ্গি ১ পিস ৪৫০/- ৫০/- ৫০০/- ৫০০/- ৫০/-
০২. আমানত শাহ লুঙ্গি ১ পিস ৫০০/- ৫০/- ৫৫০/- ৫৫০/- ৫০/-
০৩. জিন্স প্যান্ট (বড়দের) ১ পিস ৭৫০/- ১২০/- ৮৭০/- ৮৭০/- ১২০/-
০৪. গ্যাভাডিং প্যান্ট (বড়দের) ১ পিস ৫০০/- ৫০/- ৫৫০/- ৫৫০/- ৫০/-
০৫. থ্রী-কোয়ার্টার (বড়দের) ২ পিস ৩০০/- ৫০/- ৩৫০/- ৭০০/- ১০০/-
০৬. থ্রী-কোয়ার্টার (ছোটদের) ২ পিস ২৫০/- ৪০/- ২৯০/- ৫৮০/- ৮০/-
০৭. জিন্স প্যান্ট (ছোটদের) ২ পিস ৩০০/- ৫০/- ৩৫০/- ৭০০/- ১০০/-
০৮. ফু লহাতা, হাফহাতা শার্ট ২ পিস ৬০০/- ৫০/- ৬৫০/- ১৩০০/- ১০০ /-

(বড়দের)
০৯. ফু লহাতা, হাফহাতা শার্ট ২ পিস ৩০০/- ৫০/- ৩৫০/- ৭০০/- ১০০/-

(ছোটদের)
১০. টি-শার্ট (বড়,ছোট) ২ পিস ৪০০/- ৪০/- ৪৪০/- ৮৮০/- ৮০/-
১১. বিছানার চাদর ১ পিস ৫০০/- ৫০/- ৫৫০/- ৫৫০/- ৫০/-
১২. লেডিজ ব্যাগ ১ পিস ৩৫০/- ৫০/- ৪০০/- ৪০০/- ৫০/-
১৩. পাঞ্জাবী (বড়,ছোট) ১ পিস ৭০০/- ৫০/- ৭৫০/- ৭৫০/- ৫০/-
১৪. আন্ডর গার্মেন্টস ২ পিস ৪০/- ২০/- ৬০/- ১২০/- ৪০/-
১৫. বাচ্চাদের পোশাক ২ পিস ২০০/- ৫০/- ২৫০/- ৫০০/- ১০০/-
১৬. গামছা, তোয়ালেসহ অন্যান্য ৩ পিস ৫০/- ১৫/- ৬৫/- ১৯৫/- ৪৫/-
৯৮৪৫/- ১১৬৫/-

পৃষ্ঠা ০৩

২৮ মাসিক বিক্রয়মূল্য (যদি ২৫ দিন ব্যবসা প্রতিষ্ঠান : (৯৮৪৫*২৫)= ২,৪৬,১২৫/-


. খোলা থাকে)
২৯ মাসিক লাভ : (১১৬৫*২৫)= ২৯,১২৫/-
:
. মাসিক wbU লাভ (মাসিক মোট আয় -মাসিক (২৯,১২৫ - ১২,০০০)=১৭,১২৫/-
পরিচালন ব্যয়)
৩০ বাৎসরিক লাভের পরিমাণ : (১৭,১২৫ *১২)=২,০৫,৫০০/-
.
৩১ নগদ তহবিল : (২,৪৬,১২৫ -১২,০০০)=২,৩৪,১২৫/-
.
৩২ আবেদনকৃ ত ঋণের পরিমাণ : =২,০০,০০০/-
.

৩ শাখা কর্তৃ ক সুপারিশকৃ ত ঋণ : =২,০০,০০০/-


৩.

ব্যবসা পরিচালনার সক্ষমতা লভ্যাংশ ও নগদ তহবিল দ্বারা ঋণ


৩৪ : গ্রহীতা ব্যাংকের কিস্তি এবং প্রকল্প
. পরিচালনা করতে সক্ষম ।
৩৫ তহবিলের উৎস : নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণ
.
৩৬ সুদের হার : বার্ষিক ৪% সরল সুদে। সার্ভি স চার্জ
. ০২%
৩৭ ঋণের মেয়াদ : ০৩ বছর।
.
৩৮ ঋণের পরিমাণ : =২,০০,০০০/-
.
৩৯ ঋণ পরিশোধ পদ্ধতি : ০১ মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে ৩৫ টি
. মাসিক কিস্তিতে আদায়যোগ্য। প্রতি
কিস্তিতে সার্ভি স চার্জ ও গ্রেস পিরিয়ডের
সুদসহ সর্বমোট=৬,১৯৭/- টাকা পরিশোধ
করতে হবে।

৪০. মতামত:
ক) বাছাই কমিটির মতামত ও সুপারিশ : গত ১২.১০.২০২০ তারিখে কমিটির সদস্য সচিব ও ব্যবস্থাপক, প্রবাসী
কল্যাণ ব্যাংক রাজবাড়ী শাখা, ০৫ (পাঁচ)টি আবেদন পত্র কমিটির নিকট উপস্থাপন করলে নিম্নবর্নিত সিধান্ত গৃহীত
হয়ঃ
০১.জনাব মোঃ রাজু আহম্মেদ, পিতার নামঃ মোঃ আমিরুল ইসলাম, মাতার নামঃ রাবেয়া বেগম । ঠিকানাঃ গ্রামঃ
চরঝিকড়ী, ডাকঃ কাচারীপাড়া, থানাঃ পাংশা, জেলাঃ রাজবাড়ী।
কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ অভিবাসী কর্মী জনাব মোঃ রাজু আহম্মেদ এর প্রস্তাবিত ঋণ প্রদানের জন্য কমিটির
সভাপতি মহোদয় সহ অন্যান্য সদস্যবৃন্দ সর্বসম্মতি জ্ঞাপন করেন এবং “রাজ ফ্যাশন”এর মাধ্যমে তার উত্তরাত্তর
সফলতা কামনা করেন। এছাড়া ঋণ আদায়ের জন্য সভাপতি মহোদয়ের সাথে কমিটির সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা
করবেন বলে আশ্বাস প্রদান করেন।
খ) শাখা ব্যবস্থাপকের মতামত : রাজবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মিঠু ন সরদার ০৮/১২/২০২০ তারিখে ঋণ
আবেদনকারীর প্রকল্প স্থানে সরজমিনে গিয়ে তার রাজ ফ্যাশন নামক তৈরী পোশাকের দোকান দেখতে পান। বিশেষ পুনর্বাসন ঋণ
আবেদনকারীর (ক) জামাল উদ্দীন, সম্পর্কে মামা , (খ) নাজমা সুলতানা, সম্পর্কে স্ত্রী সেচ্ছায় জামিনদার হতে সম্মত হন।
আবেদনকারীর দোকানের জায়গাটি তার নিজস্ব বিধায় জায়গার সত্যতা প্রমাণের জন্য উক্ত জায়গার মুল দলিল পরীক্ষা করার
পরেও প্রকল্প স্থানের পার্শ্ববতী ব্যবসায়ী জনাব আজাদ, মোবাইল নং- ০১৭১০৪০৯৪৫৮ সাথে কথা বলে তারা জানান যে, মোঃ
রাজু আহম্মেদ, বিদেশ থেকে দেশে এসে প্রকল্পের জায়গা (রাজ ফ্যাশন) ভাড়া নিয়ে তৈরী পোশাক ব্যবসা শুরু করেন। ঋণ
আবেদনকারী নিজেই এ ঋণ পরিশোধ করতে সক্ষম বলে মন্তব্য করেন। আবেদনকারীর অনুকূ লে প্রকল্প সম্প্রসারণের লক্ষ্যে
পুনর্বাসন ঋণ প্রস্তাবটি মঞ্জুরীর জন্য শাখা ব্যবস্থাপক সুপারিশ করছেন।

৪১. শাখা ব্যবস্থাপকের প্রত্যয়নঃ আমি এই মর্মে প্রত্যয়ণ করছি যে, ঋণ আবেদনকারী ও জামিনদার সম্পর্কি ত উপরে
উল্লেখিত তথ্যাবলী সঠিক। আমি আরো প্রত্যয়ন করছি যে, ঋণ প্রস্তাব সংশ্লিষ্ট এতদসংগে প্রেরিত চেক এবং অন্যান্য
দলিলপত্রাদি ও কাগজপত্র যাচাই ও পরীক্ষা করে সঠিক পাওয়া গেছে। ঋন গ্রহীতা ও জামিনদার সম্পর্কে প্রদানকৃ ত
তথ্যাবলী এর পাশাপাশি অত্র প্রস্তাব সম্পর্কীয় যে কোন তথ্য/দলিল/কাগজ পত্রাদি পরবর্তীতে অসত্য বা ভূঁ য়া
প্রমানিত বা নীতিমালা বহির্ভূ ত হলে এর জন্য আমি ব্যক্তিগত ভাবে দায়ী থাকব। এক্ষেত্রে কোনো অনিয়ম পরিলক্ষিত
হলে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃ পক্ষ আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে পারবে।

৪২. বাছাই কমিটি এবং শাখা ব্যবস্থাপকের সুপারিশক্রমে, উপর্যুক্ত তথ্যাদি পর্যালোচনা করে “রাজ ফ্যাশন” প্রকল্পের
প্রোপাইটার জনাব মোঃ রাজু আহম্মেদ কে বিশেষ পুনর্বাসন ঋণের আওতায় =২০০,০০০/- (দুই লক্ষ) টাকা ঋণ মঞ্জুর
করা যেতে পারে।

৪৩. এমতাবস্থায়, “রাজ ফ্যাশন” প্রকল্পের প্রোপাইটার মোঃ রাজু আহম্মেদ কে বিশেষ পুনর্বাসন ঋণের আওতায়
=২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ঋণ, ১টি কিস্তিতে তার ব্যবসা প্রতিষ্ঠান “রাজ ফ্যাশন” প্রকল্পের নামে একাউন্ট পেয়ী
চেকের মাধ্যমে প্রদান করা যেতে পারে।

৪৪. সদয় অনুমোদনের জন্য নথিসহ পেশ করা হলো। অনুমোদিত হলে মঞ্জুরিপত্র অঞ্চল প্রধান ও উপস্থাপনকারী
কর্মকর্তার যৌথ স্বাক্ষরে শাখায় জারী করা যেতে পারে। মঞ্জুরিপত্রের খসড়া সদয় দেখা যেতে পারে (পতাকা-ক)

শামীমা আক্তার মোহাম্মদ আবুল কালাম


এসইও আঞ্চলিক প্রধান (পিইও)

You might also like