You are on page 1of 2

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ


আইসিটি টাওয়ার, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ফোনঃ ০২-৫৫০০৬৮৪৮, ফ্যাক্স: ৮৮০-২-৫৫০০৬৭৯১, ই-মেইল: bccinfo@bcc.net.bd, Web: www.bcc.net.bd
০৪ কার্তি ক ১৪২৭
বঙ্গাব্দ
স্মারক নং- ৫৬.০১.০০০০.০০৭.১৩.০০১-২০- তারিখঃ
২০ অক্টোবর ২০২০
খ্রিষ্টাব্দ

বিষয়ঃ যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য “ জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২০” আয়োজনের নিমিত্ত গঠিত
সাংগঠনিক কমিটির সভায় অংশগ্রহণ প্রসংগে।

উল্লেখিত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইসিটি
বিভাগের সার্বিক তত্ত্বাবধানে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য “ জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২০” আয়োজন
করতে যাচ্ছে। এ আয়োজন সষ্ঠু ুভাবে সম্পাদনের নিমিত্ত গঠিত সাংগঠনিক কমিটির ২য় সভা বিসিসি’র নির্বাহী পরিচালক জনাব
পার্থপ্রতিম দেব এর সভাপতিত্বে নিম্নলিখিত সময়সূচি মোতাবেক অনলাইনে অনুষ্ঠিত হবেঃ
সভার তারিখ : ২৭ অক্টোবর ২০২০ খ্রিঃ
সময় : সকাল ১১:০০ ঘটিকা

২। উক্ত সভায় অংশগ্রহণের জন্য নির্দে শক্রমে অনুরোধ জানানো হলো।

Time: Oct 7, 2020 11:00 AM Astana, Dhaka


Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82025880049?pwd=WTJOR25FdTBtT29heER4YTZRdlFXdz09
Meeting ID: 820 2588 0049
Passcode: 625493

(মোহাম্মদ এনামুল কবির)


পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন)
বিতরণ (প্রয়োজনীয় কার্যার্থে):
১। জনাব মোঃ রেজাউল করিম, সদস্য (সক্ষমতা উন্নয়ন ও মানব সম্পদ), বিসিসি।
২। ড. আশরাফী আহমদ, যুগ্নসচিব ও প্রকল্প পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
৩। পরিচালক (বিকেআইআইসিটি), বিসিসি (বিশেষ আমন্ত্রণে সভায় অংশগ্রহণের অনুরোধসহ)।
৪। প্রকল্প পরিচালক, তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন প্রকল্প,
বিসিসি।
৫। জনাব শবনম মুস্তারী রিক্তা, উপসচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৫। ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক, সিএসই বিভাগ, ইউনাইটেড ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি,
ঢাকা।
৬। জনাব শেখ মোহাম্মাদ মোতালিব, উপ-পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, মিরপুর-১৪, ঢাকা।
৭। ড. বিলকিস জামাল ফেরদৌসি, বিভাগীয় প্রধান, সিএসই বিভাগ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক,
ফার্মগেট, ঢাকা।
৮। জনাব মোঃ শরিফলু ইসলাম, সিস্টেম এনালিস্ট (ই-সার্ভি স অপারেশন শাখা), আইসিটি বিভাগ, ঢাকা।
৯। জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, সিএসই বিভাগ, সাউথ-ইস্ট ইউনিভার্সিটি, ঢাকা।
১০। জনাব মোঃ শরিফলু ইসলাম, সহকারী পরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
১১। জনাব মোঃ গোলাম রববানী, এনালিষ্ট (ফরেনসিক), বিসিসি।
১২। জনাব মোঃ নাহিদ আলম, ইনোভেশন ফান্ড এক্সপার্ট , এটু আই প্রোগ্রাম, আইসিটি বিভাগ, আগারগাঁও, ঢাকা।
১৩। জনাব সিরাজসু সাদেকিন চৌধরু ী, প্রোগ্রাম কো-অর্ডি নেটর, সূচনা ফাউন্ডেশন, ধানমন্ডি, ঢাকা।
১৪। নির্বাহী পরিচালক, সিএসআইডি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা।
১৫। সভাপতি, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভি সেস (বেসিস)।
১৬। জনাব মোঃ শহীদ-উল-মনির, সভাপতি, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ধানমন্ডি, ঢাকা।
১৭। জনাব জয়ন্ত কুমার বর্মণ, নির্বাহী, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো)।
১৮। প্রধান নির্বাহী, প্রয়াস, ঢাকা।

You might also like