You are on page 1of 2

নামঃ বক্তব্যঃ

জনাব এম এ মান্নান এমপি, আসসালামুয়ালাইকু ম, শুভ অপরাহ্ন সবাইকে।

পরিকল্পনা মন্ত্রী, পরিকল্পনা আমি আমার সকল সরকারি সহকর্মীদের ব্যক্তিগত শ্রদ্ধা জানিয়ে
আজকের অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষণা করছি। সম্মানিত
মন্ত্রনালয়।
উপস্থিতি, ই-গর্ভ মেন্ট ই আরপি (জিআরপি) প্রকল্পটি দেশে
সরকারি কাজে গতি ও স্বচ্ছতা আনতে ব্যাপক ভূ মিকা রাখবে
বলে আমি আশা করি। আমার বিশ্বাস, আমাদের সরকারী
অফিসগুলোতে পূর্ণাঙ্গরূপে এই সফটওয়্যারের বাস্তবায়ন হলে
আমাদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এর অধিকাংশ কাজই
অনেকাংশে সহজ হয়ে যাবে এবং সরকারি সম্পদের অপচয়
কমবে। এর বেশ কিছু মডিউল তৈরি হয়েছে যা অনেক গুলো
অফিসেই চালু হয়েছে এবং উক্ত মডিউলের দ্বারা বিভিন্ন কাজ ও
হচ্ছে।
জুনাইদ আহমেদ পলক এমপি, আইসিটি ডিভিশনের মূল উদ্দেশ্য ডিজিটালাইজেশন যা অফিস
মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও অটোমেশন ছাড়া চিন্তা করা যায় না। আর এই অফিস অটোমেশন
ইআরপি প্ল্যাটফর্মের মাধ্যমেই সম্ভব। বাংলাদেশ ই-গভর্ণমেণ্ট
যোগাযোগ প্রযুক্তি।
ইআরপি প্রকল্পটি এই কারনে আমাদের কাছে গুরুত্ববপূর্ণ।তিনি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সকল সংস্থা প্রধানকে
জিআরপি এর মডিউল গুলো ব্যবহার করার নির্দে শনা প্রদান
করেন। এ সফটওয়্যারে মোট ৯টি মডিউল থাকছে। এগুলা হচ্ছে
ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, বাজেটিং, অ্যাকাউন্টস,
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অডিট, প্রজেক্ট মনিটরিং অ্যান্ড
ম্যানেজমেন্ট। অর্থাৎ প্রকল্প বাস্তবায়ন হলে সরকারি অফিসে যত
বিভাগ সব ধরনের বিভাগের কাজ সফটওয়্যারে সম্পাদন করা
যাবে। সরকারি কাজের ধরন ভিন্ন হওয়ায় তা প্রচলিত ইআরপি
তে সম্ভব নয়। তাই জিআরপি বাস্তবায়নের মাধ্যমে সকল
কার্যক্রম পরিচালনা করার অনুরোধ করা যাচ্ছে।

You might also like