You are on page 1of 3

Physics Question Set Sep 2021

Chapter 2: গতি

1. 50 g ভরের এক খণ্ড পাথর 30 m/s বেগে খাড়া উপরে নিক্ষেরপ করা হল। এটি বাতাসের বাধার
দরুণ সর্বোচ্চ উচ্চতা অপেক্ষা 2 m কম উপরে উঠে।
1. বাতাসের বাধাজনিত মন্দন কত?
2. পাথর খণ্ডটি কত বেগে ভূ পতিত হবে?
3. যে সময়ে এটি সর্বোচ্চ উচ্চতার অর্ধেক অতিক্রম করে তা প্রকৃ ত সময় অপেক্ষা কত কম বা
বেশি তা নির্ণয় কর।

2. একটি গাড়ি 5 s এ 0-60 km/h বেগ অর্জ নে সক্ষম। গাড়ির সর্বোচ্চ বেগ 135 km/h এবং উক্ত বেগ
অর্জ নে প্রয়োজনীয় সময় 5 s হলে
a. ১ম 30 s এ গড় ত্বরণ
b. ১ম 5 s এ সরণ, মোট সরণের কত অংশ?
c. গতিশীল হয়ে 40 s পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে গেলে এটি তার সচল অবস্থার
সমান সরণ ঘটিয়ে থেমে যায়। গাড়ির মন্দন কত ছিল?

3. 30m উচ্চতা বিশিষ্ট একটি দালানের ছাদ থেকে একটি টেনিস বল 20 m/s বেগে খাড়া উপরে নিক্ষেপ
করা হলে এটি ভূ পতিত হয়।
a. কত সময় পর এটি দালানের ছাদ অতিক্রম করবে?
b. দালানের উচ্চতা অতিক্রমে কত সময় লাগবে?
c. একই সময় অপর একটি বল ছাদের কিনারা হতে ছেড়ে দেওয়া হলে কোনটি আগে ভূ পতিত
হবে? তাদের পতনকালের পার্থক্য নির্ণয় কর।
d. লেখচিত্রের সাহায্যে নিক্ষিপ্ত বলটির গতিকালীন অবস্থা ব্যাখা কর।
e. নিক্ষিপ্ত বস্তুটির বিচরণকাল থামা ঘড়িতে নির্ণীত সময় অপেক্ষা 2.5 s বেশি - এর সম্ভাব্য
গাণিতিক ব্যাখা উপস্থাপন কর।

4. 90 km/h বেগে গতিশীল একটি গাড়িকে 300 m পেছন থেকে 60 km/h বেগে গতিশীল একটি মোটর
বাই অতিক্রমের উদ্দেশ্যে ত্বারিত হয়
a. গাড়িটি এ অতিক্রম করতে হলে বাইক কত ত্বরণে ত্বারিত করতে হবে?
b. গাড়িটি পথের মধ্যে অতিক্রম করতে হলে কত ত্বরণে ত্বারিত করতে হবে?
c. বাইকের সর্বোচ্চ বেগ ও ত্বরণ হলে-
i. গাড়ি অতিক্রমে ব্যয়িত সময় ও উক্ত সময়ে গাড়িটির সরণ
ii. গাড়ি অতিক্রমের সময় বাইকের বেগ?
iii. লেখচিত্রের সাহায্যে গাড়ি ও বাইকের গতিকালীন বেগ ব্যাখা কর।
b. গাড়ির সর্বোচ্চ ত্বরণ ও সর্বোচ্চ বেগ বাইক গাড়ি অতিক্রম করার সময় গাড়ির চালক গাড়ি
সর্বোচ্চ বেগে ত্বারিত করেন
i. পুনরায় গাড়ির বাইক অতিক্রমে সময়।
ii. বাইক অতিক্রমের সময় গাড়ির বেগ।
iii. এই সময়ের গতিকালীন অবস্থার লেখচিত্র অংকন কর। 

Chapter 4 : কাজ, ক্ষমতা ও শক্তি

19.09.21
 
1. 10 kg ভরের একটি বাক্স অনুভূমিক তল বরাবর 200N বল প্রয়োগে 0.25 m/s সমবেগে টেনে 10 m
সরণ ঘটানো হলো।
1. ঘর্ষণ বল দ্বারা কৃ তকাজ কত?
2. বস্তুটি 0.1 m/s ত্বরণে ত্বারিত করে উক্ত সরণ ঘটাতে কীরূপ কাজ সম্পাদন করা হবে?
2

3.  
বাক্সটিকে চিত্রের ন্যায় বল প্রয়োগে টেনে সরণ ঘটাতে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয়
কর।

20.09.21

2. 560 g ভরের একটি ফু টবল 30 m/s বেগে খাড়া উপরে লাথি মারা হলো
a. কত উচ্চতার বলটির গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে?
b. দেখাও যে, h = h /2 এ বলটির গতিশক্তি ও বিভবশক্তি সমান
max

c. বলটির আদি গতি কীরূপ হলে 100 m উচ্চতায় E : E = 1:3 হবে?


k p

d. ফু টবলের আদি গতিশক্তির সমান গতিশক্তিতে 56 g ভরের একটি টেনিস বল নিক্ষিপ্ত হলে যে
উচ্চতায় উভয়ের  E : E = 1:2 হবে তার অনুপাত নির্ণয় কর।
  k p

3. 650 kg ভরের একটি গাড়ি স্থিরাবস্থা হতে 6 m/s ত্বরণে যাত্রা শুরু করে সর্বোচ্চ 165 km/h অর্জ ন
2

করে সমবেগে গতিশীল থাকে।


a. দেখাও যে, গাড়িটির ত্বরণে গতিকালীন গতিশক্তির পরিবর্ত ন ইঞ্জিন কর্তৃ ক মোট সম্পাদিত
কাজের সমান।
b. দেখাও, গাড়িটির ত্বরণে ও সমবেগে গতিকালীন মোট সম্পাদতি কাজ সমান হলেও 
একই হারে সরণের হার সমান নয়।
21.09.21

4.  2 HP ক্ষমতা বিশিষ্ট এক্তি পানির পাম্প ব্যবহার করে 10 m গভীরতা ও 0.6 m ব্যাসার্ধবিশিষ্ট একটি
কূপ হতে পানি উত্তোলন করা হয়। কূপটির ২/৩ অংশ পানি দ্বারা পূর্ণ। g = 9.81 m/s^2
a. কূপটি খালি হতে কত সময় লাগবে?
b.  ক এ নির্ণীত সময় অপেক্ষা পাম্পটির ২ মিনিট সময় বেশি লাগলে এর কর্মদক্ষতা নির্ণয়
কর।
c. ১ম পাম্পটি চালু করার ৩ মিনিট পর পানি দ্রুত উত্তোলনের লক্ষ্যে 4HP ক্ষমতাবিশিষ্ট
অপর একটি পাম্প চালু করা হলো। উভয় পাম্প সমান পরিমাণ পানি উত্তোলন করে কূপটি
খালি করে। প্রথম পাম্পের কর্মদক্ষতা অনুযায়ী ২য় পাম্পের কর্মদক্ষতা কত?
Chapter 8 : আলোর প্রতিফলন

23.09.21

1. ২০ সেমি. ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপরস্থ একটি বিস্তৃ ত বস্তুর
তিনগুন বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হয়।
1. লক্ষ্যবস্তুর অবস্থান নির্ণয় কর
2. লক্ষ্যবস্তুর অবস্থানে কীরূপ পরিবর্ত ন ঘটানো হলে বিবর্ধন দিগুণ হবে?
2. একটি অবতল দর্পণের সম্মুখে ৩০ সেমি. দূরে একটি বস্তুর ১০ সেমি. দূরত্বে বাস্তব প্রতিবিম্ব গঠিত
হয়। যে অবস্থানে বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন 1.
3. একটি ১৫ সেমি. ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল দর্পণের সম্মুখে ৫০সেমি. দূরত্বে একটি পর্দ া স্থাপিত
রয়েছে।(unfinished question)

You might also like