You are on page 1of 4

Class- 3

Bangla Weekly Practice Worksheet-1


Date:06-10-21

আনসিন কম্প্রিহেনসন
এক মাস রোজা রাখার পর ইদ – উল ফিতর উদযাপিত হয় ।আজ ঈদ । শিহাব নতু ন
পায়জামা এবং পাঞ্জাবি পরেছে । শিহাবের বন্ধু আসিফ শিহাবের বাড়িতে এসেছে ।ছেলেরা
সবাই ঈদের নামাজ পড়তে ঈদগাহে যাবে । শিহাব ১৫ দিন রোজা রেখেছে এবং আসিফ
২১ দিন রোজা করেছে । শিহাবের ছোট বোন নাফিসা ২২ দিন রোজা করেছে ।

নাফিসা আসিফের সাথে সাক্ষাৎ করতে এসেছে । ছেলেমেয়েরা একে অপরকে বলল , ‘ঈদ
মুবারাক ‘ । নাফিসা একটি সবুজ পোশাক পরেছে । তাকে খুব খুশি মনে হচ্ছে । ছেলেরা
ঈদ গাহে যাওয়ার আগে সবাই খির , পায়েশ , সেমাই খেয়ে ঈদ গাহে গেল । শিহাবের মা
ঈদের দিন খুব মজার খাবার রান্না করেছে ।

যেমন: পোলাও , মুরগির রোস্ট , বিফ সিজলিং, ভেজি টেবিল ইত্যাদি ।

তারা ঈদের নামায আদায় করার পর সবাই একে অপরের সাথে কোলাকুলি করল ।

বিকেলে শিহাব ও তার বোন তাদের বড় চাচার বাসায় বেড়াতে গেল । তারা দুই জন
অনেক টাকা সালামি পেয়েছিল । এরপর বিকেলে শিহাব , তার বোন নাফিসা এবং তাদের
চাচাতো বোন সবাই মিলে পার্কে বেড়িয়ে এল ।ঈদের দিন তাদের সবার খুব আনন্দে কাটল

Page 1 of 4
Page 1 of 4
১। নিচের বাক্য গুলি পড়ে সত্য হলে (স ) এবং মিথ্যা হলে ( মি )
লিখ ।

ক) শিহাবের বন্ধুর নাম আতিক ।

খ) শিহাবের বন্ধু এগার টি রোজা রেখেছিল ।

গ) শিহাব ও তার বোন নাফিসা ঈদের দিন বিকেলে বড় চাচার বাসায় বেড়াতে গেল ।

ঘ) ছেলে মেয়েরা একত্রে ঈদ গাহে গেল ।

ঙ) শিহাব , নাফিসা ও তাদের চাচাতো বোন একত্রে চাচার সাথে বেড়াতে গেল ।

২। শূন্যস্থান পূরণ কর ।

ক । শিহাবের বন্ধু ___________________ শিহাবের বাড়িতে ঈদের দিন বেড়াতে

এল ।

খ । নাফিসা _____________________ দিন উপবাসে ছিল ।

গ । শিহাবের ___________________ ঈদের দিন মজার খাবার রান্না করেছে ।

Page 2 of 4
Page 2 of 4
ঘ । বিকেলে তারা ________________________ বাসায় বেড়াতে গেল ।

ঙ । তারা সবাই মিলে __________________ বেড়িয়ে এল ।

৩। মিল কর ।

বাম পক্ষ ডান পক্ষ

এক মাস রোজা রেখে ২১ টি রোজা করল ।

ঈদগাহে যাওয়ার আগে এক টি সবুজ পোশাক পরল ।

শিহাবের ছোট বোন পার্কে বেরিয়ে এল ।

শিহাবের বন্ধু ঈদুল –ফিতর উদযাপিত হয় ।

সবাই মিলে ফিরনি , সেমাই খেল ।

Page 3 of 4
Page 3 of 4
৪। নিচের প্রশ্ন গুলোর উত্তর দাও ।

ক । ছেলেরা সবাই ঈদের নামাজ পরতে কোথায় যাবে ?

উঃ

খ । শিহাবের ছোট বোন কি পোশাক পরেছিল ?

উঃ

গ। শিহাবের বন্ধু আসিফ কয়টি রোজা রেখেছিল ?

উঃ

ঘ । বিকেলে তারা কোথায় বেড়াতে গিয়েছিল ?

উঃ

ঙ। ঈদের দিন শিহাবের মা কি কি খাবার রান্না করেছিলেন ?

উঃ

Page 4 of 4
Page 4 of 4

You might also like