You are on page 1of 2

বরাবর

নির্বাহী প্রকৌশলী

বিক্রয় ও বিতরন বিভাগ বিউবো,জামালপুর।

বিষয়ঃ ব্যাটারী দূর্বল হওয়ায় তাহা পরিবর্ত ন চাহিয়া আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী। আপনার দপ্তরের আওতাধীন একজন বিদ্যুৎ গ্রাহক বিগত
৩০/০৭/২০২১ইং তারিখে আমার মিটারে সমস্যা হয় এবং মিটারে Al দেখাচ্ছে। তাই আমার দূর্বল ব্যাটারী
পরিবর্ত নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জন্য অনুরোধ করছি।

অতএব,মহোদয়ের নিকট আবেদন এই যে, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে
আপনার মর্জি হয়।

তারিখ ঃ ৩১/০৭/২০২১ ইং

সংযুক্তিঃ

০১। ভোটার আইডি কার্ডে র ফটোকপিঃ

০২। হেজিং ফরম

০৩। মিটারের যে সমস্যা হয়েছে তার ছবিঃ

০৪। রিচার্জের প্রতিবেদনঃ

নিবেদক
মোছাঃ সুফিয়া খাতু ন

সাং-জিয়া কলেজ রোড, জামালপুর। মিটার নং-10110315057 মোবাইল নং

You might also like