You are on page 1of 1

সাল ২০১৩

এইচএসসি এক্সাম দিয়ে উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং কোচিং করার জন্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম । এটাই ছিল আমার
প্রথম ঢাকার উদ্দেশ্যে যাত্রা।ঢাকায় যাবার আগে পর্যন্ত আমি তো এটাই ভাবতাম বড় শহর বলতে দুনিয়ায় আমাদের কু ষ্টিয়া
আর আমার ফু ফু র যশোর শহরই আছে । কিন্তু ঢাকায় ল্যান্ড করার পরে বুঝতে পারলাম ঢাকা শুধু বড়ই না বাংলাদেশের
সিংহভাগ মানুষ ঢাকার পেটে থাকে ।
ঢাকায় পশ্চিম নাখালপাড়ার একটা মেসে আমি অবস্থান নিয়েছিলাম। মেসের মালিক ছিল একপিস শিয়াল। এত ধূর্ত মানুষ
যে দুনিয়ায় আছে তা উনাকে না দেখলে জানতাম না।কিভাবে টাকা কু কৌশলে হাতিয়ে নিতে হবে এই ব্যাপারে তিনি রীতিমত
পোস্ট ডক্টরেট ডিগ্রী নিয়ে রেখেছিলেন। এখন ভাবি ওইসময়ে আমার রুমমেট যদি গোপাল ভাঁড় হত তাহলে এভাবে ঠকতাম
না ।
উদ্ভাসে আমার ব্যাচের নাম ছিল সায়াহ্ন ।এই সায়াহ্ন মানে কি তা আমি তখন জানতাম না ।পরে জেনেছিলাম এর মানে হল
সন্ধ্যা (এত কঠিন নাম না দিয়ে সরাসরি সন্ধ্যা রাখলেই পারত)।
উদ্ভাসের দ্বিতয় ক্লাসে একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। ওর নামটা ভু লে গেছি ,তবে ওর সাথে মজার একটা
আলাপচারিতা হয়েছিল সেটা নিম্নরুপঃ
আমিঃ তোমার কলেজের নাম কি ?
ওঃ NDC- নটরডেম কলেজ। তু মি কোন কলেজ থেকে আসছো?
আমিঃ KDC- কটরডেম কলেজ।কু ষ্টিয়ার সবচেয়ে বিখ্যাত কলেজ।
(ওকে হাসানোর উদ্দেশ্যেই বলেছিলাম ,আসল নাম Kumarkhali Degree College,সংক্ষেপে KDC।কিন্তু ও
পুরোপুরিভাবে বিশ্বাস করেছিল )
ওঃ এটা কি খুব বিখ্যাত ?
আমিঃ সুবিখ্যাত!
ওঃ আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা নটরডেমে পড়ার ,কিন্তু যদি না হয় তাহলে কটরডেমে দেখি ভর্তি করানোর চেষ্টা করবো।
(এইবার আমি বুঝলাম না যে ও সিরিয়াসলি বলল না মজা করল)

You might also like