You are on page 1of 1

পাশ্চাত্যের প্রচারণায় এটা জোর দেয়া হয় যে মুসলিমরা ছিল অনগ্রসর। আসলে কি তাই??

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির


ভিত্তির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ,এক্ষেত্রে মুসলিম বিজ্ঞানীরা অনন্য ভূ মিকা পালন করেছিল। তারমধ্যে
ইসমাইল আল জাজারি অন্যতম। আধুনিক রোবটিক্সের গোড়াপত্তন ঘটেছিল ইসলামের স্বর্ণযুগ মধ্যযুগে আল জাজারির
হাত ধরে। আজকের এই আধুনিক যুগে বিভিন্ন হোটেলে রোবট ওয়েটার দেখা যায় ।কিন্তু পৃথিবীতে এর সূচনা হয় আল
জাজারির হাত ধরে। গঠনে, যান্ত্রিক কৌশলে অনেক পিছিয়ে থাকলে তৎকালিন সময়ের প্রেক্ষিতে তা ছিল বিস্ময়কর!! তার
আবিষ্কৃ ত রোবটটি ছিল ওয়েট্রেস বা পরিচারিকা যা স্বয়ংক্রিয়ভাবে চা, পানি পরিবেশন করত। ভাবা যায় ৮০০ বছর আগের
এই বিস্ময়ক্র উদ্ভাবন সম্বন্ধে!!!
ইসমাইল আল জাজারি ১১৩৬ সালে আতু র্কি দ নামক প্রদেশে জন্মগ্রহণ করে যা বর্ত মানে তু রস্কে অবস্থিত। তিনি তার পিতার
মতই আরতু ক্লু নামক রাজপ্রাসাদে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলনে।মূলত এখানেই তার প্রতিভার বিকাশ ঘটে।তার
আবিষ্কার এবং কলাকৌশলগুলো যদিও জগতে নতু ন দিক উন্মোচন করেছে কিন্তু তিনি এবং তার কাজ রয়ে গেছে
বিস্মৃতিতে!!!
তিনি ইতিহাসে স্থান পেয়েছেন তার অসাধারণ বই ‘’বুক অব নলেজ অব ইনজেনিয়াস মেকানিক্যাল ডিভাইসেস ‘’এর জন্য।
এই বইয়ে তিনি অসংখ্য যন্ত্রের যান্ত্রিক কৌশল এবং প্রস্তুত করার কার্যপ্রণালী উল্লেখ করেছেন। বইটিতে প্রকাশিত তার
আবিষ্কারসমূহের যে হদিস পাওয়া যায় তা হল ক্রাংক ম্যাকানিজম, ক্যামশাফট, প্রোগ্রামেবল অটোমেশন, পিস্টন
ইঞ্জিন,সাকিয়া নামক পানি উত্তোলন যন্ত্র, সাকশন পাম্প, ডাবল এক্টিং পাম্প, পানি এবং ভার দ্বারা চালিত প্রথম যান্ত্রিক ঘড়ি
ইত্যাদি। তিনি শুধু একজন দক্ষ প্রকৌশলীই ছিলেন না, ছিলেন একজন দক্ষ চিত্রশিল্পীই। তার সৃষ্ট যন্ত্রপাতি সমূহের নকশা
লিপিবদ্ধ করেছিলেন তার বিখ্যাত বইটিতে। লিওনার্দো দ্যা ভিঞ্চির প্রতিভা সম্বন্ধে সবাই জানলেও তিনি যে আল জাজারি
দ্বারা অনুপ্রাণিত ছিলেন তা খুব মানুষই জানেন!! আল জাজারিকে যদি “Do it yourself” দর্শনের জনক বলা হয় তাহলে তা
বাড়িয়ে বলা হবে না।ইতিহাসের পাতায় তাই তিনি “ফাদার অব রোবোটিকস” নামে আখ্যায়িত। এই মহান মনিষী ১২০৬
সালে পৃথিবী ত্যাগ করেন। আমাদের উচিত উনার মত আরো যারা বিস্মৃত আছেন , তাদের ইতিহাস উন্মোচন করে তাদের
পথে জগতকে আলোকিত করা।
তথ্যসূত্র
উইকিপিডিয়া
Muslimheritage.com
University Library, Iowa State University.

You might also like