You are on page 1of 7

SYLLABUS FOR BCS (WRITTEN) EXAMINATION 6

BANGLADESH AFFAIRS
(COMPULSORY)
Subject Code: 005
Total Marks: 200
This paper is designed to cover various issues/topics concerning Bangladesh affairs which include history, geography,
environment, society, culture, economy and politics.
The topics/areas that should be covered are stated below:

টপিক

1. Geography of Bangladesh that should include topographical features ১. বাংলাদেশের ভূ গোল যেখানে বিভিন্ন অঞ্চল/অঞ্চলের টপোগ্রাফিক বৈশিষ্ট্য এবং সময়ের সাথে তাদের
of different areas/regions and their developments over time. বিকাশের ধারা।

2. Demographic features including ethnic and cultural diversity. ২. জাতিগত এবং সাংস্কৃ তিক বৈচিত্র্য সহ জনসংখ্যাতাত্ত্বিক বৈশিষ্ট্য।

3. History and culture of Bangladesh from ancient to recent times. ৩. প্রাচীন থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃ তি।

4. Economy, society, literature and culture of Bangladesh with


particular emphasis on developments including Poverty ৪. দেশের উত্থানের পর দারিদ্র্যসহ উন্নয়নের উপর বিশেষ জোর দিয়ে বাংলাদেশের অর্থনীতি, সমাজ,
সাহিত্য ও সংস্কৃ তি এলিভিয়েশন, ভিশন- ২০২১, জিএনপি, এনএনপি, জিডিপি ইত্যাদি।
Alleviation, Vision- 2021, GNP, NNP, GDP etc. after the emergence of
the country.

5. Bangladesh’s environment and nature and challenges and prospects


with particular emphasis on conservation, preservation ৫. বাংলাদেশের পরিবেশ, প্রকৃ তি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলি, আলাদা গুরত্বারোপ দেয়া সংরক্ষণ,
রক্ষণাবেক্ষন এবং স্থায়িত্বের উপর।
and sustainability

6. Natural resources of Bangladesh with focus on their sustainable ৬. বাংলাদেশের প্রাকৃ তিক সম্পদকে টেকসই ভাবে কাজে লাগানোর ব্যবস্থাপনার উপর দৃষ্টি নিবদ্ধ করা।
harnessing and management.

7. The Constitution of the People’s Republic of Bangladesh: Preamble,


Features, Directive Principles of State Policy, ৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান: প্রস্তাবনা, বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় নীতির নির্দে শমূলক নীতি, সাংবিধানিক
সংশোধন।
Constitutional Amendments

8. Organs of the Government:


সরকারের অঙ্গ:
a) Legislature: Representation, Law-making, Financial and Oversight
functions; Rules of Procedure, Gender Issues,
ক) আইনসভা: প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন, আর্থিক ও তদারকি কাজ, পদ্ধতির নিয়ম, লিঙ্গ সংক্রান্ত
Caucuses, Parliament Secretariat.
সমস্যা, আইনসভার পরিষদ/পার্লামেন্টারি পার্টি , সংসদ সচিবালয়।  
b) Executive: Chief and Real executive e.g., President and Prime
Minister, Powers and Functions; Cabinet, Council of
খ) নির্বাহী: প্রধান ও বাস্তব নির্বাহী যেমন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, ক্ষমতা ও কার্যাবলী, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ,
Ministers, Rules of Business, Bureaucracy, Secretariat, Law enforcing
agencies; Administrative setup- National and ব্যবসার নিয়ম, আমলাতন্ত্র, সচিবালয়, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসনিক সেটআপ- জাতীয় এবং

Local Government structures, Decentralization Programmes and Local স্থানীয় সরকার কাঠামো, বিকেন্দ্রীকরণ কর্মসূচি এবং স্থানীয় স্তরের পরিকল্পনা।  
Level Planning.
c) Judiciary: Structure: Supreme, High and other Subordinate Courts, গ) বিচার বিভাগ: কাঠামো: সুপ্রিম, হাই এবং অন্যান্য অধস্তন আদালত, সংগঠন, ক্ষমতা এবং সুপ্রিম এর
Organization, Powers and functions of the Supreme কার্যাবলী। আদালত, নিয়োগ, মেয়াদ এবং বিচারকদের অপসারণ, সাব-অর্ডি নেট আদালতের সংগঠন,
Court, Appointment, Tenure and Removal of Judges, Organization of বিচার বিভাগ থেকে পৃথকীকরণ নির্বাহী, বিচারিক পর্যালোচনা, বিচার, গ্রাম আদালত, বিকল্প বিরোধ নিষ্পত্তি
Sub-ordinate Courts, Separation of Judiciary from
(এডিআর)।
the Executive, Judicial Review, Adjudication, Gram Adalat, Alternative
Dispute Resolution (ADR).

9. Foreign Policy and External Relations of Bangladesh:


৯. বাংলাদেশের বৈদেশিক নীতি এবং বহিরাগত সম্পর্ক : 
Goals, Determinants and policy formulation process; Factors of
লক্ষ্য, নির্ধারক এবং নীতি প্রণয়ন প্রক্রিয়া, জাতীয় শক্তির কারণসমূহ, নিরাপত্তা কৌশল, ভূ -রাজনীতি
National Power; Security Strategies; Geo-Politics and
এবং
Environment Issues; Economic Diplomacy; Man-power exploitation, পরিবেশগত সমস্যা, অর্থনৈতিক কূ টনীতি, মানবশক্তি শোষণ।
Participation in International Organizations; UNO and UN Peace আন্তর্জাতিক সংস্থায় অংশগ্রহণ, ইউএনও এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, নাম, সার্ক , ওআইসি,
Keeping Missions, NAM, SAARC, OIC, BIMSTEC, D-8 etc, বিমসটেক, ডি-8 ইত্যাদি,
and International Economic Institutions, এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান,
বৈদেশিক সাহায্য,
Foreign Aid, আন্তর্জাতিক বাণিজ্য।
International Trade.

10. Political Parties: Historical development; Leadership; Social Bases;


Structure; Ideology and Programmes; Factionalism;
১০. রাজনৈতিক দল: ঐতিহাসিক উন্নয়ন, নেতৃ ত্ব, সামাজিক ভিত্তি, গঠন, মতাদর্শ এবং প্রোগ্রাম, জোটের
Politics of Alliances; Inter and Intra-Party Relations; Electoral রাজনীতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক , নির্বাচনী আচরণ, সরকার পক্ষ এবং বিরোধীদলীয় পক্ষ।
Behavior; Parties in Government and Opposition.

11. Elections in Bangladesh. Management of Electoral Politics: Role of


১১. বাংলাদেশের নির্বাচন।
the Election Commission; Electoral Law; Campaigns;
নির্বাচনী রাজনীতির ব্যবস্থাপনা: নির্বাচন কমিশনের ভূ মিকা, নির্বাচনী আইন, প্রচারণা, গণআদেশের
Representation of People’s Order (RPO); Election Observation Teams. প্রতিনিধিত্ব (RPO), নির্বাচন পর্যবেক্ষণ দল।

12. Contemporary Communication; ICT, Role of Media; Right to


Information (RTI), and E-Governance. ১২. সমসাময়িক যোগাযোগ, আইসিটি, মিডিয়ার ভূ মিকা, তথ্য অধিকার (RTI), এবং ই-গভর্নেন্স।

13. Non-formal Institutions; Role of Civil Society; Interest Groups; and


NGOs in Bangladesh.
১৩. অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান, নাগরিক সমাজের ভূ মিকা, স্বার্থান্বেষী দল, এবং বাংলাদেশে এনজিও।

14. Globalization and Bangladesh: Economic and Political Dimensions; ১৪. বিশ্বায়ন এবং বাংলাদেশ: অর্থনৈতিক ও রাজনৈতিক মাত্রা; WTO, World Bank, IMF, ADB,
Roles of the WTO, World Bank, IMF, ADB, IDB and IDB এবং অন্যান্য উন্নয়ন অংশীদার এবং মাল্টি ন্যাশনাল কর্পোরেশন (এমএনসি)।
other development partners and Multi National Corporations (MNCs).

15. Gender issues and Development in Bangladesh. ১৫. বাংলাদেশে লিঙ্গ সমস্যা এবং উন্নয়ন।

16. The Liberation War and its Background:


১৬. মুক্তিযুদ্ধ এবং তার পটভূ মি: 
 Language Movement 1952,
 ভাষা আন্দোলন ১৯৫২,
 1954 Election,
 ১৯৫৪ নির্বাচন,
 Six-Point Movement, 1966,
 ছয় দফা আন্দোলন ১৯৬৬,
 Mass Upsurge 1968-69,
 গণউত্থান ১৯৬৮-৬৯,
 General Elections 1970,
 Non-cooperation Movement, 1971,  সাধারণ নির্বাচন ১৯৭০,

 Bangabandhu’s Historic Speech of 7th  অসহযোগ আন্দোলন, ১৯৭১,


 March. Formation and Functions of Mujibnagar  বঙ্গবন্ধু র ৭ মার্চে র ঐতিহাসিক ভাষণ।
government,  মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী, জাতিসংঘের প্রধান দেশগুলোর ভূ মিকা,
 Role of Major Powers and of the UN,  পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ,
 Surrender of Pakistani Army,  স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু র প্রত্যাবর্ত ন।
 Bangabandhu’s return to liberated Bangladesh.  বাংলাদেশ থেকে ভারতীয় সশস্ত্র বাহিনী প্রত্যাহার।
 Withdrawal of Indian armed forces from Bangladesh.
50

মোট নম্বর ২০০

বিসিএস লিখিত প্রস্তুতি (বাংলাদেশ বিষয়াবলি) বুকলিস্ট


১। ভূ গোল – মাধ্যমিক বোর্ড বই। 

২। বাংলাদেশ ও বিশ্বপরিচয় – নবম-দশম শ্রেণি। 

৩। সংবিধান – আরিফ খানের বই। 

৪। অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়াচীন বই দুইটি পড়তে হবে। 

৫। বাংলাদেশের ম্যাপ ভালো করে স্টাডি করতে হবে। 

৬। অর্থনৈতিক সমীক্ষা ভালো করে পড়তে হবে। 

৭। প্রতিটি টপিক উইকিপিডিয়া, বাংলাপিডিয়া এবং সরকারি ওয়েবসাইট থেকে পড়ে নিবেন।

যেমনঃ মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাসের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই পিডিএফটি পড়বেন। 

এভাবে অন্য টপিকের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নোট করে নিবেন। 

৮। সবশেষে একটা গাইড বই রাখবেন। এসিউরেন্স এর টা পড়তে পারেন। 

৯। বিগত বিসিএস লিখিত সমাধান – প্রফেসরস প্রকাশন।

বিসিএস লিখিত প্রস্তুতি (বাংলাদেশ বিষয়াবলি) কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে? 

সংবিধানঃ এই পার্ট ভালো করে পড়লেই ৩০ মার্ক কমন পাবেন। 


মুক্তিযুদ্ধঃ মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিসংঘের বিষয়গুলো পড়লেই ৫০ মার্ক পেয়ে যাচ্ছেন। 

ভু গোল ও অর্থনীতিঃ ৯-১০ এর ভূ গোল ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় পড়লেই ৫০-৬০ মার্ক কমন পাবেন। 

তাহলে শুধু বিগত বছরের প্রশ্ন, সংবিধান,  উন্নয়ন প্রকল্প, বাংলাদেশের ভৌগলিক পরিচয়, বাংলাদেশের অর্থনীতি শুধু এইগুলা ভালোভাবে শেষ করতে পারলে (১৩০
থেকে ১৫০) কমন পাবেন ইনশাআল্লাহ।

 গুরুত্বপূর্ণ কিছু টপিক দিচ্ছি

 বাংলাদেশের ভূ -প্রকৃ তি (টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, বিভিন্ন সোপান এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূ মি), জলবায়ু ও আয়তন বিষয়গুলোর স্বচ্ছ
ধারণা রাখতে হবে।
 ভূ -কৌশলগত অবস্থান (দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কৌশলগত অবস্থান যেমন—বঙ্গোপসাগর, সেন্ট মার্টি ন দ্বীপ, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর এবং
ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোর বিভিন্ন করিডর ও ট্রানজিট সম্পর্কে ধারণা রাখবেন।
 জিডিপি, ফরেন ইনভেস্টমেন্ট, পার ক্যাপিটা ইনকাম, রেমিট্যান্স ও জিএনপি নিয়ে গত পাঁচ বছরের একটি তালিকা তৈরি করে মুখস্থ করবেন। এর ফলে
উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কি ত প্রশ্নের উত্তরে সুযোগ বুঝে দরকারি তথ্যজুড়ে দিতে পারবেন।
 সমাজব্যবস্থা, রাজনৈতিক দল, এ ছাড়া সরকারের নীতিনির্ধারণ, ভিশন-মিশন (রূপকল্প-২০২১, ভিশন-২০৪১ প্রত্যাশা ও চ্যালেঞ্জ), ডেল্টা প্ল্যান ২১০০
সম্পর্কে বিশদ জানার চেষ্টা করবেন।
 তৈরি পোশাক নিয়ে বিস্তর জানবেন, যেমন—অর্থনীতিতে অবদানসহ এই শিল্পের ভবিষ্যৎ ও করণীয়।
 বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ সরকারের উন্নয়নমূলক কাজ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিশ্বের বিভিন্ন সংস্থার উক্তিসহ আমাদের গর্বের
বিষয়গুলো নোট করে ব্যবহার করতে পারেন।
 বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংবিধানের অনুচ্ছেদ-২৫ (রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারত, চীন ও মিয়ানমারের সম্পর্ক ; মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন,
রাশিয়া ও আমেরিকার সঙ্গে সম্পর্ক ) বিষয়ে স্বচ্ছ ধারণা রাখা জরুরি।
 ইতিহাস (১৯০৫-১৯৪৭), বঙ্গভঙ্গ ও স্বাধীনতা (১৯৪৭-১৯৭১) সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ঘটনা ও সাল জানা থাকতে হবে। ভাষা আন্দোলন নিয়ে লেখার জন্য
১৯৫২ সালের পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বাংলা ও অন্যান্য ভাষাভাষী লোকজনের একটা পরিসংখ্যান প্রস্তুত করে মুখস্থ করবেন। এর সঙ্গে ১৯৭০ সালের
নির্বাচনে বিভিন্ন দল ও তাদের প্রাপ্ত আসনসংখ্যা নিয়েও চার্ট তৈরি করতে পারেন। এ ছাড়া স্বাধীনতার ঘোষণা ও ৭ই মার্চে র ভাষণ পড়লে মুক্তিযুদ্ধসংশ্লিষ্ট
প্রায় প্রশ্নের উত্তরে সেগুলো উক্তি হিসেবে ব্যবহার করতে পারবেন।
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, মতাদর্শ ও অবদান ভালোভাবে পড়বেন। এ ক্ষেত্রে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘আমার দেখা নয়াচীন’ বই দুটি
অবশ্যপাঠ্য।
 বাংলাদেশের সংবিধান যেমন—প্রজাতন্ত্র অনুচ্ছেদ (১-৭), রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক অধিকার; এ ছাড়া নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার
বিভাগ ও নির্বাচন কমিশনের অনুচ্ছেদ-১১৮, ১১৯, ১২১, ১২২, ১২৫, ১২৬ পড়বেন। এর সঙ্গে সংবিধান সংশোধন (১৪২) ও একাদশ ভাগের অনুচ্ছেদ
১৪৫, ১৪৫ (ক), ১৪৭, ১৪৮, ১৫০ ভালোভাবে পড়বেন।
 সংবিধানকে রেফারেন্স হিসেবে ব্যবহারের চেষ্টা করবেন, যেমন—পরিবেশ ও জীববৈচিত্র্য প্রসঙ্গে সংবিধানের অনুচ্ছেদ ১৮ (ক) ব্যবহার করবেন। নারীর
অধিকার বা ক্ষমতায়নের ক্ষেত্রে ২৮ (২), উপজাতি ও নৃগোষ্ঠী সম্পর্কি ত প্রশ্নে ২৩ (ক) ব্যবহার করবেন।
 সংবিধানের তফসিল ৫ম, ৬ষ্ঠ, ৭ম অবশ্যই পড়বেন। এর সঙ্গে বিভিন্ন সময়ের সংশোধনীগুলো জেনে যাবেন।

You might also like