You are on page 1of 21

বিষয়ঃ ইংরেজি ২য় পএ।

অধ্যায়ঃ এক ( Parts of Speech)

আসসালামু আলাইকুম, শিক্ষার্থীবন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো।‘Parts of


Speech’ হয়তো তোমরা চতু র্থ বা পঞ্চম শ্রেণি থেকেই করে আসছো। কিন্তু, অষ্টম
শ্রেণিতে এসে তোমাদের ‘Parts of Speech’ সম্পর্কে খুঁটিনাটি জেনে বিষয়টি ভালোভাবে
আয়ত্ত করার চেষ্টা করতে হবে। কারণ কোন word কোন Parts of Speech এটা
নির্ণয় করতে পারলে তোমাদের meaningful sentence তৈরি করতে আশা করি কোনো
সমস্যা হবে না। এমনকি এ বিষয়টি পরবর্তীতে সঠিক মানসম্মত paragraph বা essay
লিখতে ও তোমাদের সহায়ক উপাদান হিসেবে কাজ করবে।

‘Parts of Speech’

Word বা শব্দকে বিভিন্ন শ্রেণিতে বা বিভাগে ভাগ করা হয় তাদের কাজ বা

ব্যবহার অনুযায়ী Sentence এ , এই জন্য তাদেরকে Parts of Speech বলে। Parts of

Speech আট প্রকার। যথা: 1) Noun 2) Pronoun 3) Adjective 4) Verb

5) Adverb 6) Preposition 7) Conjunction 8) Interjection.

NOUN

Person, place or thing এর পরিবর্তে noun use করা হয়।

Example

1) Akbar was a great king .

2) The sun shines bright.


উপরের প্রথম example এ Akbar এবং King Noun. দ্বিতীয় example এ The sun

noun.

KINDS OF NOUNS

Common Noun

Common noun হলো সাধারণ noun বা নাম যা প্রত্যেক মানুষ, একই জাতীয় জিনিস

বা শ্রেনির সাথে যায়।

Example

1) Hary is an intelligent boy .

2) Dhaka is a large city.

উপরের প্রথম Example এ Hary নামের boy টি specific বা নির্দি ষ্ট হলেও boy কিন্তু
common বা সাধারণ। তাই boy এখানে Common Noun।একইভাবে দ্বিতীয় Example
এ Dhaka একটি নির্দি ষ্ট city বা শহর হলেও city কিন্তু Common Noun বা সাধারণ
নাম।

Proper Noun

Proper Noun হলো নির্দি ষ্ট বা particular person বা place এর নাম।

Example

1) Asoka was a wise king.


2) Rose is a beautiful flower.

উপরের প্রথম example এ সব King কে নয়, Asoka কে Wise King বলা হয়েছে।

দ্বিতীয় example এ অনেক flower এর মধ্যে rose কে beautiful flower বলা হয়েছে।

তাই, Asoka এবং Rose Proper Noun .

Collective Noun

Persons or things এর সমষ্টি হলো Collective Noun|

Example

1) There is a crowd in the market.

2) The jury found the prisoner guilty.

উপরের প্রথম example এ a crowd বলতে a collection of people (কিছু সংখ্যক

মানুষের সমষ্টি) কে বোঝায়। একইভাবে দ্বিতীয় example এ ও the jury বলতে শুধু

একজন judge কে না বুঝিয়ে judge panel এর সকলকে বোঝানো হয়েছে। তাই, a

crowd এবং the jury হলো Collective Noun.

কিছু সংখ্যক collective noun এর word হলো crowd, mob, team, herd, flock, army,

fleet, jury, family, nation, parliament, committee etc.

Abstract Noun
কোনো quality, action or state যা খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়

তাকে Abstract Noun বলে।

Example

1)Her wisdom brings success in her life.

2) He has a hatred for selfishness.

উপরের example এ wisdom এবং hatred খালি চোখে দেখা যায় না, তাই wisdom

এবং hatred Abstract Noun.

তোমাদের সুবিধার জন্য নিচে আমি কিছু abstract noun এর example দেখালাম-

Quality- Goodness, Kindness, Darkness, Hardness, Honesty, Wisdom, Bravery.

Action- Laughter, Movement, Judgement, Theft.

State- Childhood, Boyhood, Youth, Poverty, Sickness.

Concrete Noun

Concrete Noun হলো যা স্পর্শ করা যায় এবং খালি চোখে দেখা যায়।

Example

1) My laptop is not working properly.


2) There is a shop in our locality.

উপরের example এ laptop এবং shop খালি চোখে দেখা যায়, তাই এরা Concrete

Noun.

Noun কে countable noun এবং uncountable noun এই দুই ভাগেও ভাগ করা যায়|

Countable Nouns

Countable Noun হলো objects or people, যা count করা যায়। For example-

book, pen, apple, boy, sister, doctor, horse etc আমরা count করতে পারি।

Uncountable Nouns

Uncountable Noun হলো ঐ সকল noun বা নাম, যা count করা যায় না। তারা

প্রধাণত substances এবং abstract things গুলো হয়। For example- milk, oil, sugar,

gold, honesty etc we can not count.

আবার Countable Nouns এর plural forms আছে কিন্তু Uncountable Nouns এর

plural forms নেই। For example, আমরা ‘books’ বলতে পারি কিন্তু ‘milks’বলতে

পারি না।

Pronoun
Noun এর পরিবর্তে যে Word ব্যবহার করা হয়, তাকে Pronoun বলে।[ Pronoun

means for a noun]

Types of Pronouns

Personal Pronoun

I, we, you, he, she, it, they কে Personal Pronoun বলা হয়। তোমাদের সুবিধার

জন্য আমি Personal Pronoun এর different forms নিয়ে একটি চার্ট দিলাম।

First Person( Masculine or Feminine)

Singular Plural

Nominative I We

Possessive My, Mine Our,Ours

Accusative Me Us

Second Person( Masculine or Feminine)

Singular Plural

Nominative You You

Possessive Your,Yours Your, Yours

Accusative You You

Third Person
Singular Plural

Masculine Feminine Neuter All Genders

Nominative He She It They

Possessive His Her,Hers Its Their, Theirs

Accusative Him Her It Them

Example

1) Rafsan loves his dog and he can not spend his days without it.

উপরের example এ Rafsan এর পরিবর্তে ‘his’ and ‘he’ use করা হয়েছে pronoun

হিসেবে এবং dog যেহেতু নিরপেক্ষ gender, তাই dog এর পরিবর্তে ‘ it’ use করা

হয়েছে।

Reflexive Pronoun

যখন self কে my, your, him, her, it and selves কে our,your, them এর সাথে

add করা হয়, তখন তাকে Reflexive Pronoun বলে।

Example

1) I hurt myself.

2) You hurt yourself.

3) They hurt themselves.


Demonstrative Pronoun

This, That, these etc দের Demonstrative Pronoun বলে।

Example

1) This is a gift from my uncle.

2) That is the red fort.

Indefinite Pronoun

All, some, none, one , few, anybody, nobody etc his, That, these etc দের Indefinite

Pronoun বলে।

Example

1) His words are in everybody’s mouth.

2) Some are born great.

Distributive Pronoun

Each, either, neither etc দের Distributive Pronoun বলে। তারা সবসময় Singular

হয়।

Example

1) Each of the men received a reward.


2) Neither of the accusations is true.

Relative Pronoun

Who, whose, whom, which, what etc যারা noun এর পরিবর্তে ব্যবহৃত হয় তাদের

Relative Pronoun বলে।

Example

1) I met Hari who had just returned .

2) I have found the pen which I had lost.

ADJECTIVES

একটি Word যা Noun কে describe করতে or point out করতে এবং person, animal,

place or thing এর quality or quantity describe করে তাকে Adjectives বলে।

Adjectives of Quality

Adjectives of Quality person or thing এর quality describe করে |

Example

1) The foolish crow tries to sing.

2) He is an honest man.
উপরের example এ crow টি কেমন foolish এবং মানুষটি honest অর্থাৎ, জন্তু এবং

মানুষের দোষ বা গুণ প্রকাশ পেয়েছে।

Adjectives of Quantity

Adjectives of Quantity তে কোন জিনিস কি পরিমাণ আছে তা বোঝায় অর্থাৎ

how much of a thing is meant |

Example

1) She has showed much patience .

2) There has not been sufficient rain this year.

কয়েকটি adjectives of quantity হলো some, much, little, enough, all, no, any,

great, sufficient, whole, half etc.

Adjectives of Number / Numeral Adjectives

Adjectives of Number / Numeral Adjectives এ কতজন persons or things আছে

এবং কততম ক্রমে আছে এমন বুঝায়।

Example

1) Sunday is the first day of the week.

2) There are several mistakes in your exercise.


Demonstrative Adjectives

Demonstrative Adjectives point out করে কোন person or thing কে বুঝায়।

Example

1) This boy is stronger than Kabir.

2) These mangoes are sour.

Interrogative Adjectives

What, which and whose, when যখন noun এর সাথে কোনো question ask

করতে use করা হয় তখন তাকে Interrogative Adjectives বলে।

Example

1) What manner of man is he?

2) Whose book is this?

VERBS

Sentence এ কোনো person or thing কি করে, person or thing এর সাথে কি হচ্ছে

এরূপ বুঝালে বা কোনো কাজ করা বোঝালে তাকে Verb বলে।

Example
1) Hari laughs.

2) Glass is brittle.

3) The window is broken.

উপরের example গুলোতে যথাক্রমে Hari হাসতেছে, Glass টি ভঙ্গুর এবং Window

টি ভাঙ্গা হয়েছে। অর্থাৎ কোনো না কোনো কাজ হচ্ছে।

Verb কে Transitive এবং Intransitive এই দুইভাগে ভাগ করা যায়।

Transitive Verbs

Transitive Verbs হলো এমন Verbs যেখানে doer বা subject এর action বা কাজে

object থাকে।

Example

1) The boy kicks the football.

2) The girl cut her hand with a knife.

উপরের প্রথম example এ ছেলেটি কি kick করে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে

ফু টবল। এবং দ্বিতীয় example এ মেয়েটি কি দিয়ে তার হাত কেটেছে প্রশ্ন করলে

উত্তর পাওয়া যাবে knife দিয়ে। তাই, এখানে kick এবং cut Transitive Verb.

Intransitive Verbs
Intransitive Verbs হলো এমন Verbs যেখানে doer বা subject এর action বা কাজে

object থাকে না এবং যা state or being প্রকাশ করে।

Example

1) The baby sleeps.

2) Birds fly.

উপরের erxample গুলোতে যথাক্রমে baby কোথায় ঘুমায় এবং পাখিরা কোথায়

উড়ে, প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, তাই sleep এবং fly Intransitive Verb|

Auxiliary Verbs

Auxiliary verbs হলো helping verbs বা সাহায্যকারী verbs । Am, is, are, was, were,

have, has, had, modal verbs ইত্যাদি হলো Auxiliary Verbs.

Example

1) I am helping the old man .

2) She has taken the decision just now.

ADVERBS

একটি Word যা verb, adjective or another adverb কে modify বা বিশেষায়িত করে

তাকে Adverb বলে।


Example

1) Rita reads clearly.

2) Shipon runs quickly.

উপরের example গুলোতে যথাক্রমে ‘read’ verb কে modify করছে ‘clearly’

adverb এবং‘run’ verb কে modify করছে ‘quickly’ adverb ।

Types of Adverbs

Adverbs of Time( Which show when)

এখানে কখন কোন সময়ে কাজটি করা হয় বা হবে তা জানা যায়।

Example

1) I had a letter from him lately.

2) Wasted time never returns.

Before, after, now, lately, daily, already, late, soon, never ইত্যাদি কোনো

sentence এ থাকলে sentence এর meaning অনুযায়ী তা Adverbs of Time হতে

পারে।

Adverbs of Frequency ( Which show how often)


কোনো কাজ পুনরাবৃত্তি হওয়ার প্রবণতা থাকলে এবং কাজের মধ্যে গতি থাকলে,

তাকে Adverbs of Frequency বলে।

Example

1) The postman called again.

2) He often makes mistakes.

Adverbs of Place ( Which show where)

কোনো কাজ কোথায় হচ্ছে অর্থাৎ জায়গা বুঝালে, তখন Adverbs of Place হয়।

Example

1) The little lamb followed Mary everywhere.

2) Walk backward.

Adverbs of Manner( Which show how or in what manner)

1) The child slept soundly.

2) I was agreeably disappointed.

Position of Adverbs

 Main verb এর আগে adverb বসে।

Example
1) I always go to school by rickshaw.(এখানে main verb হলো ‘go’)

 Auxiliary verb এবং main verb এর মাঝখানে adverb বসে।

Example

1) She has recently received a gift from her father. (এখানে Auxiliary verb

‘has’ এবং’ Main verb ‘receive’ এর মাঝখানে adverb ‘recently’ বসেছে। )

 সবসময় ‘used to’ verb এর আগে adverb বসে।

Example

1) I never used to drink coffee.

PREPOSITIONS

Prepositions সাধারণত কোনো object এর আগে বসে।[The word ‘Preposition’

means ‘that which is placed before’]

Example

1) There is a cow in the field.

2) She is fond of tea.

3) The cat jumped off the chair.


উপরের প্রথম example এ ‘in’ word টি ‘cow’ এবং‘field’ এর মধ্যে সম্পর্ক

সৃষ্টি করেছে। দ্বিতীয় example এ ‘of’ word টি adjective ‘fond’ এবং noun

‘tea’ এর মধ্যে সম্পর্ক সৃষ্টি করেছে। তৃ তীয় example এ ‘off’ word টি verb

‘jump’ এবং noun ‘chair’ এর মধ্যে সম্পর্ক সৃষ্টি করেছে।

যখন object Relative Pronoun হয় তখন sentence এর শেষে preposition

বসে।

Example

1) Here is the watch that you asked for.

2) What are you thinking of ?

Types of Prepositions

Prepositions of Place

In, at, on, behind, below, under, around , outside, inside etc হলো Prepositions

of Place .

Example

1) I was outside the home when you reached my home.

2) There is a book on the table.


Prepositions of Time

কোনো একটি নির্দি ষ্ট সময়,বছর, দিন, মাস এবং long period of time হলে সাধারণত

on, at, in হয়।

Example

1) His birthday is on 18 November, 2009.

2) I will meet you at lunch time.

CONJUNCTIONS

Conjunctions words, phrases and clauses কে সংযুক্ত করে এবং একাধিক

sentence কে ও সংযুক্ত করতে পারে।

Example

1) The girl is poor but honest.

2) He eats butter and bread.

কিছু কিছু Conjunctions যাদের pair আকারে use করা হয় তাদের Correlative

Conjunctions বলে। নিচে কিছু example এর মাধ্যমে তা দেখানো হলো-

1) Either....or- Either take it or leave it.


2) Neither....nor- It is neither useful nor harmful.

3) Both....and- We both love and honour our teachers.

4) Whether....or- I do not care whether you go or stay.

Not only....but also- Not only he is foolish, but also he is obstinate (জেদী )

বিভিন্ন Conjunctions যেমন in order that, so that, as though, as well as, as soon

as, as if etc দের Compound Conjunctions বলা হয়।

Example

1) We eat foods so that we may live.

2) He looks as if he were weary.

INTERJECTIONS

Interjections feeling or emotion express করতে use করা হয়। তারা sentence

এ grammatically কোনো word এর সাথে related না । নিচে কিছু Interjections

দেওয়া হলো-

1) Joy: Hurrah!

2) Grief: Alas!

3) Surprise: Ha!, What!

4) Approval: Bravo!
Example

1) Hurrah! We have won the game.

2) Hush! Do not make a noise.

3) Alas! He is no more.

আশা করি, শিক্ষার্থীবন্ধুরা তোমরা সকলে মনোযোগ দিয়ে উপরের আলোচনাটি

কয়েকবার পড়লে ‘Parts of Speech’ নিয়ে তোমাদের ধারনা ক্লিয়ার হবে। শুধু

শুধু মুখস্থ না করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। Sentence এ কোন word

কোন parts of speech এটা নির্ণয় করতে পারলে তোমাদের লিখিত অংশে অনেক

সুবিধা হবে এবং সঠিক sentence গঠন করতে পারবে।

Keep Learning & Keep Sharing

নাম: মরিয়ম আক্তার।

ডিপার্ট মেন্ট: ইংরেজি।

প্রতিষ্ঠান: ঢাকা বিশ^বিদ্যালয়।

You might also like