You are on page 1of 1

ঘুমের পর্দা ও সুরা কাহাফ

....আমি কয়েক বছর তাদের কানে ঘুমের পর্দা দিয়ে


দিলাম।...তুমি মনে করবে তারা জাগ্রত, কিন্তু তারা ছিল নিদ্রিত।
আমি তাদের পার্শ্ব পরিবর্তন করাতাম ডান দিকে ও বাঁ দিকে।
...সুরা : কাহফ

জীবনের একটা বড় অংশ নানাবিধ গ্রন্থ পড়ে কাটিয়ে দিয়েছি।


এতটা পড়া যদি পাঠ্যবইয়ে পড়তাম আজ শুধু বোর্ড সেরা না,
দেশসেরা বা বিদেশ সেরাও হতে পারতাম। কিন্তু সমস্যা হল
প্রচুর পড়তে পারলেও ইচ্ছার বিরুদ্ধে এক অক্ষর পড়াও আমার
কম্ম না। মানে মন যা চাইবে, যখন চাইবে তখনই পড়বো-- এই
হল আমার আজীবনের পাঠাভ্যাস। সবাই ভাবে আমি বুঝি টুপ
করে ইসলাম গ্রহণ করেছি৷ আসলে হেদায়েত বিষয়টা সত্যিই
সেকেন্ডে আসে৷ কিন্তু এর আগে পরের নানান ঘটনা, জীবন
মানুষকে ইসলামে স্থায়ী হতে সাহায্য করে। সমাজ, পরিবার,
পরিজন, পরিবেশ সর্বোপরি বৈশ্বিক ইসলাম্ফোবিয়ার যুগে
ইসলাম গ্রহণের চেয়ে তাতে স্থায়ী হওয়াটা বেশি কঠিন মনে
হয়েছে আমার কাছে। আমি একদম ম্যাচিউরড একটা বয়সে
এসে ইসলাম গ্রহণ করেছি। আমার মনে হয়, আল্লাহ আমাকে
বহু বছর ধরেই ইসলামের জন্য তৈরি করেছিলেন। তাই তো
আজকে এসে পেছনের জীবনকে যখন দেখি আমার স্মৃতিতে
জমানো প্রতিটা ঘটনা আমাকে ইসলামের পথে প্রতিমুহূর্তে একটু
একটু করে অগ্রসর করছে দেখতে পাই, আলহামদুলিল্লাহ।

আমি খুব ছোট থেকেই মোটামুটি মৃত মানুষের মতো ঘুমাতাম।


বাসার সবাই বলতো, বাড়িতে ডাকাত পড়লেও আমি নাকি টের
পাবো না। তখন মাত্র হলে উঠেছি। প্রথম রাতেই আমি আমার
টাইম মতো রাত সাড়ে আটটায় ঘুমের দেশে হারিয়ে গেলাম।

You might also like