WPS Office

You might also like

You are on page 1of 4

ম্যাস্ট্রো ক্রাউন কলেজ

বিষয়ঃ অর্থনীতি

[যেকোনো ০৫ টি প্রশ্নের উত্তর দাও। সকল প্রশ্নের মান সমান]

০১. মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা ৩টি। প্রতিটি সমাজের মানুষকে এসব সমস্যার সম্মুখীন হতে হয়।
বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় এসব সমস্যার বিভিন্ন সমাধান রয়েছে। তবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দামব্যবস্থার
মাধ্যমে এসবের সমাধান করা হয়।

ক.দুষ্প্রাপ্যতা কী?

খ. সুযোগ বায়ের উদ্ভব ঘটে কেন?

গ. উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা কর।

ঘ.উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থায় যে পদ্ধতির সাহায্যে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তা কি যথেষ্ট?
তোমার মতামত দাও।

০২। জহির ‘ক’ দেশে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন। সম্প্রতি তিনি দেশে বেড়াতে এসে তাঁর বন্ধুদের
বলেন, তিনি যে দেশে বাস করেন সে দেশের মাথাপিছু আয় অনেক বেশি। সে দেশের সমস্ত উৎপাদন কার্য
বেসরকারি খাতে পরিচালিত হয়। যেকোনো ব্যক্তি স্বাধীনভাবে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে এবং এর জন্য
সরকারি অনুমতির প্রয়োজন হয় না। ওই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দ্রব্য ভোগ করতে পারে।

ক. অর্থনৈতিক ব্যবস্থা কী?

খ. মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশের অর্থব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।

ঘ. উক্ত 'ক' দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে দাম ব্যবস্থার ভূ মিকা বিশ্লেষণ কর।

০৩. A, B ও C তিনটি দেশ। A দেশে সকল কিছু ব্যক্তিমালিকানায় উৎপাদন ও বিক্রি করা হয়। ফলে দ্রব্যাদির
দাম বেশি। এই দেশে ক্রমশই ধনী মানুষের সংখ্যা বাড়ছে। দেশটি আবার একেবারেই বিপরীত। অত্যন্ত
প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাহাজ সমস্ত কিছু ই সরকারের নিয়ন্ত্রণে উৎপাদন ও বিক্রি হয়। ফলে
দেখা যায়, একটি সুচ কিনতে গোলেও লাইন ধরে কিনতে হয়। তবে B দেশে সরকারি ও ব্যক্তিগত উভয়
খাতে দ্রব্যসামগ্রী উৎপাদিত ও বিক্রি হয়। এই দেশে ব্যক্তিগত উৎপাদনকারীরা কোনো প্রব্যের দাম বাড়ালে
ভোক্তারা দ্রব্যটি সরকারি খাত থেকে কেনে।

ক. অভাব কী?

খ. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়?


গ. উদ্দীপকের দেশ তিনটিতে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাসমূহ কী?

ঘ. দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম"- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

০৪. আরিফ দোকান থেকে ৫টি লিচু কিনল। তিনি ১ম একক থেকে ১২ ইউটিল, দুই একক থেকে ২০ ইউটিল,
তিনি একক থেকে ২৬ ইউটিল, চার একক থেকে ৩০ ইউটিল এবং ৫ একক থেকে মোট ৩২ ইউটিল
উপযোগ লাভ করেন।

ক. উপযোগ কী?

খ. স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন?

গ.উদ্দীপকের আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন কর ।

ঘ. উদ্দীপকের বক্তব্য ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে কিনা তা ব্যাখ্যা কর।

০৫. A ও B দুটি দেশ। A দেশের কৃ ষক রহিম সাহেব নিজ উদ্যোগেই বিভিন্ন ধরনের কৃ ষিজ পণ্য উৎপাদন
করেন। তিনি ধান ও মশুর ডাল উৎপাদনের সিদ্ধান্ত নিলেন। এক্ষেত্রে রহিম সাহেব শুধুমাত্র মশুর ডাল
উৎপাদন করলে ৮০ একর উৎপাদন করতে পারেন। পরবর্তীতে প্রতি এককে ধান উৎপাদন বৃদ্ধির জন্য
মশুর ডাল উৎপাদন করতে হলো যথাক্রমে ৭০, ৫০, ২০ একক। ধান উৎপাদন ৪ একক হলে মশুর ডাল
উৎপাদন করতে পারে না। কিন্তু B দেশের কৃ ষক করিম সাহেব নিজ উদ্যোগে রহিম সাহেবের মতো উৎপাদন
সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। এক্ষেত্রে রাষ্ট্র উৎপাদন সিদ্ধান্ত গ্রহণে ভূ মিকা রাখে। এছাড়া B দেশে সুদ, ঘুষ
ও মজুতদারি ব্যবস্থা নেই। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা খুবই মজবুত কোনা প্রকার অপচয় ও বিলাসকে এখন
সমর্থন করা যায় না। তদুপরি, উপার্জ ন ও উৎপাদনে হালাল ও হারামের বিধিনিষেধ এখানে অনুসৃত হয়।

ক.PPC-এর পূর্ণরূপ কী?

খ. অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন?

গ. 'A' দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়া অন্য তিনটি বৈশিষ্ট্য লেখ।

ঘ. 'A' ও 'B' দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি একই? বিশ্লেষণ কর।

০৬. কোনো দ্রব্যের দাম ২৫ টাকা হলে যোগানের পরিমাণ ২০,০০০ একক। দাম বেড়ে ৩০ টাকা হওয়ায়
গোলের পরিমাণ বেড়ে ২৪,০০০ একক হয়।

ক. চাহিদার জয় স্থিতিস্থাপকতা কী?

খ. সময় কীভাবে কোনো দ্রব্যের যোগানকে প্রভাবিত করে?

গ. উদ্দীপক থেকে সংশ্লিষ্ট দ্রব্যটির যোগান সমীকরণ নির্ণয় কর।


ঘ. দ্রব্যটির যোগান স্থিতিস্থাপকতার মান নির্ণয় কর এবং ফলাফলের ওপর মন্তব্য কর।

০৭। বর্ত মান বিশ্ববাজারে যে কয়েকটি মোবাইল কোম্পানি আধিপত্য বিস্তার করেছে নোকিয়া তাদের
অন্যতম। জনগণের চাহিদা ও রুচির সাথে সামঞ্জস্য রেখে কোম্পানিটি নতু ন নতু ন মডেলের মোবাইল তৈরি
করছে। সম্প্রতি কোম্পানিটি ‘লুমিয়া-৯০০’ ও ‘লুমিয়া-৮০০' মডেলের দুটি ফোন বাজারে এনেছে। উক্ত
মডেলের ৫,০০,০০০ মোবাইল তৈরি করে কোম্পানিটি নির্দি ষ্ট সময়ের একটি নির্দি ষ্ট দামে ৪,০০,০০০ মোবাইল
বিক্রি করে।

ক. অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে?

খ. চাহিদা বিধি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে নোকিয়া কোম্পানির ৪,০০,০০০ মোবাইল বিক্রয়ের বিষয়টি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা
কর। ঘ. উক্ত বিষয়টির সাথে মজুদের সম্পর্ক বিশ্লেষণ কর।

০৮. মি. X একজন কৃ ষক। তিনি ২ একর জমিতে ৫ জন শ্রমিক দি য়ে ধান চাষ করেন ৫০ মণ। পরবর্তী তে শ্রমিক
বাড়িয়ে যথাক্রমে ৬ ও ৭ জন হলে ধানের উৎপাদন দাঁড়ায় ৬৫ ও ৭২ মণ। এই প্রক্রিয়ায় তিনি লাভবান হতে পারছিলেন না।
তাই তিনি ধান চাষে র জন্য শ্রমিক বৃ দ্ধি র পাশাপাশি জমির পরিমাণ বৃ দ্ধি ও ট্রা ক্ট রে র ব্যবহার শুরু করেন। এর হলে
তার ধান উৎপাদনে র পরিমাণ বৃ দ্ধি পেল এবং লাভবান হলে ন।

ক. AVC নির্ণয়ের সূত্রটি লেখ।

খ.উৎপাদনেরকোন উপকরণকেতু মি সবচেয়েবেশি গতিশীল মনে কর? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের আলোকেশ্রমের MP রেখা অঙ্কন কর।

ঘ. উদ্দীপকে ট্রাক্টরেরব্যবহার ও মাত্রাগত উৎপাদনেরমধ্যে কি কোনোসম্পর্ক আছে? ব্যাখ্যা কর।

০৯। জনা ব নাসরিনের শিল্পকারখানায় বিভিন্ন ধরনের উৎপাদন ব্যয় হয় এগুলো হলো- কারখানা ভাড়া, স্থায়ী কর্মচারীর বেতন,
কাঁচামাল ক্রয়ের ব্যয়, অস্থায়ী শ্রমিকের মজুরি, জ্বালানি ব্যয়, অবচয় বায়, পরিবহণ বায় , প্যাকিং খরচ দীর্ঘকালীন ঋণে র
সুদ ইত্যাদি। Covid-19 এর কারণে লকডাউনে কিছুদিন তার কারখানা বন্ধ থাকে। কিন্তু তিনি রক্ষা করেন তখনো তাকে
কিছু ব্যয় বহন করতে হচ্ছে। আবার কিছু ব্যয় উৎপাদন বন্ধের সাথেই বন্ধ হয়ে গেছে।

ক. মাত্রাগত উৎপাদন কী?

খ. সংগঠনকে উৎপাদন ব্যবস্থার কান্ডারি বলা হয় কেন?

গ. উদ্দীপক ব্যবহার করে স্থি র ও পরিবর্ত নশীল ব্যয়ে র একটি তালিকা প্রস্তুত কর ।

ঘ. দীর্ঘকাল বিবেচনা করা হলে উক্ত শিল্পকারখানার ব্যয়ের ক্ষেত্রে কোনো পরিবর্ত ন হবে কি? তোমার মতামত দাও।
১০. গাজীপুরের কামারগাঁও এলাকার চাষি নজরুল ইসলামের ২ একর জমি আছে। ২০১০ সালে উক্ত জমিতে
১ জন শ্রমিক নিয়োগ করে স্ট্রবেরী চাষ করে উৎপাদন করে ৮ মণ। এটি লাভজনক বিবেচিত হওয়ায়
পরবর্তী প্রতি বছর ১ জন কর শ্রমিক নিয়োগ বৃদ্ধি করে একই জমিতে পরবর্তী বছর ৪ বছর উৎপাদন
হলো যথাক্রমে ১৪, ১৮, ২০ ও ২১ মণ।

ক. অর্থনীতিতে উৎপাদন কী?

খ. গড় ব্যয় (AC) কী সর্বদাই প্রান্তিক ব্যয়ের (MC) সমান? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের ভিত্তিতে স্ট্রবেরীর মোট উৎপাদন রেখাটি অঙ্কন কর।

ঘ. উদ্দীপকের স্ট্রবেরী চাষের ক্ষেত্রে কোন বিধি কার্যকর হয়েছে এবং তা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়?
আলোচনা কর।

You might also like