You are on page 1of 3

ফারাজ খান

ভারতীয় অভিনেতা

ফারাজ খান (জন্ম: ২৭ মে ১৯৭০) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি বলিউডের ১৯৭০ এবং
২০০০ শতকের কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রে কাজ করেছেন।[২] তিনি অভিনেতা ইউসুফ খানের সন্তান (অমর
আকবর এন্থনি চলচ্চিত্রে জেবিস্কো চরিত্রে অভিনয়ের সুবাদে সুপরিচিত)।[৩] প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ১৯৮৯
সালে অভিষেক হওয়ার কথা ছিল ফারাজের রোমান্টিক ধাচের চলচ্চিত্র ম্যায়নে প্যায়ার কিয়ার মাধ্যমে কিন্তু
গুরুতর অসুস্থ্য থাকার কারণে শুটিংয়ে উপস্থিত হতে পারেননি, যার ফলে সালমান খানকে দিয়ে উক্ত চলচ্চিত্রটি
সম্পন্ন করা হয়।[৪]

ফারাজ খান

Faraaz Khan

জন্ম ২৭ মে ১৯৭০

মুম্বাই, ভারত[১]

জাতীয়তা ভারতীয়

পেশা অভিনেতা,

কর্মজীবন ১৯৯৬–বর্ত মান

পরিচিতির কারণ হঠাৎ ৩৭ বছর পর

আত্মীয় ইউসুফ খান (পিতা)

চলচ্চিত্রের তালিকা
ফারিব (১৯৯৬) – ড. রোহান ভার্মা
প্রিথবি (১৯৯৭) – বিনোদ কু মার
লাভ স্টোরি ৯৮ - ১৯৯৮
মেহেন্দী (১৯৯৮) – নিরাঞ্জন চৌধুরী
দুলহান বানু ম্যায় তেরি (১৯৯৯) – দীপক রায়
দিল নে ফির ইয়াদ কিয়া (২০০১) – সঞ্জীব ভার্মা
বাজার: মার্কে ট অব লাভ, লাস্ট এন্ড ডিজায়ার (২০০৪)
চান্দ বুজ গায়া (২০০৫) – আদর্শ

টেলিভিশন
ওয়ান প্লাস ওয়ান - ১৯৯৭
হঠাৎ ৩৭ বছর পর (২০০২-২০০৩) – অজয়
কারীনা কারীনা
সিন্দুর তেরে নাম কা - ড. শান্তনু

তথ্যসূত্র
1. Features, Express। "Best wishes for bangalore — Rahil Azam" (http://www.newindianexpress.com/cities/
bangalore/article21512.ece) । Newindianexpress.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-২৭।
2. "Fareb - Starring Ashok Lath, Faraz Khan, Milind Gunaji, Suman Ranganathan, Vishwajeet Pradhan"।
Ibosnetwork.com। ১৯৯৬-০৬-২৮।

3. "Faraz Khan in Mid-Day" (https://www.mid-day.com/photos/10-khans-who-couldnt-make-it-in-bollywood/


5719/54379) । Mid-Day। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২০।
4. "Maine Pyar Kiya, 25 Years Later: 10 Things You Didn't Know" (http://movies.ndtv.com/bollywood/maine-
pyar-kiya-25-years-later-10-things-you-didnt-know-719438) । NDTV। ২০১৪-১২-২৯। সংগ্রহের তারিখ
২০১৮-০৭-২০।

বহিঃসংযোগ
ইন্টারনেট মুভি ডেটাবেজে Faraaz Khan (https://www.imdb.com/name/nm0998953/) (ইংরেজি)
'https://bn.wikipedia.org/w/index.php?
title=ফারাজ_খান&oldid=5046214' থেকে আনীত


Waraka Saki দ্বারা ৮ মাস আগে সর্বশেষ সম্পাদিত

উইকিপিডিয়া

You might also like