You are on page 1of 1

এক নজরে

আরও খবর, পৃঃ ২


 }
} পুজ�োর বরাতের অপেক্ষায় ঢাকি।
বর্ধমান কাট�োয়া কালনা n n

a
} একাধিক দাবিদার, দেহ মর্।গে
 }

মাহাতায় ফুটবল
খেলার মাঠে ক৪
n তরুণীকে লক্ষ্মী সাজিয়ে বসান�ো ১৯ ভাদ্র ১৪২৮ রবিবার ৫ সেপ্টেম্বর ২০২১ BKBE

হল ‘দুয়ারে সরকারে’। কালনার


ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ে ‘লক্ষীর

জেলায় দূষণ অর্থাভাবে মেধা নষ্ট নয়,


ভাণ্ডার’ প্রকল্পের কিছু ফর্ম পূরণ
করে দেন ওই তরুণী। নিজস্ব চিত্র

ধৃত ২ সশস্ত্র
সর্ষের তেলের দামে
মহিলা
}}
বর্ধমান: আগ্নেয়াস্ত্র-সহ দুই মাপতে বসান�ো হাত পুড়ছে গৃহস্থের পাশে ‘স্কলারশিপ স্যর’ স�ৌমেন দত্ত
মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

হচ্ছে ‘মনিটর’
এক বছর আগে পাইকারি দর ছিল ১২০-১২৫
ধৃত র�োশনি মালি ও রাধা মালির
বাড়ি হুগলির ব্যান্ডেলের শিবমন্দির টাকা প্রতি লিটার। এখন তা ১৮০ টাকা। প্রায় ২৫
মেমারি
র�োড এলাকায়। বর্ধমান থানা শতাংশ বিক্রি কমেছে। অনেকের কাছেই তিনি ‘স্কলারশিপ
সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্যর’। কারণ, প্রায় দু’দশক ধরে
বর্ধমানের তেলিপুকুরে সন্দেহজনক কামদেব সাউ (পাইকারি ব্যবসায়ী) এলাকার বহু দুঃস্থ-মেধাবী পড়ুয়াকে
ভাবে ঘুরতে দেখে টহলদার পুলিশ নিজস্ব সংবাদদাতা চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, উচ্চশিক্ষার জন্য সাহায্যের ব্যবস্থা
তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দাঁড়াতে বর্ধমান, মেদিনীপুর ও পুরুলিয়া সর্ষের তেলের দাম প্রতি মাসেই বাড়ছে। কম তেল করে দিয়েছেন তিনি, যা তাঁদের
বলে। তাঁরা পুলিশ দেখে পালান�োর
চেষ্টা করলে তাড়া করে ধরা হয়
বর্ধমান জেলায় বিশ্ববিদ্যালয় চত্বরে ‘এয়ার
ক�োয়ালিটি মনিটর’ বসান�ো হয়েছে।
কিনে সংসার খরচ সাশ্রয় করার চেষ্টা করছি। কাছে ‘স্কলারশিপ’ বা বৃত্তি পাওয়ার
সমান। অর্থের অভাবে যাতে কারও
বলে দাবি পুলিশের। ধৃতদের কাছে কলকাতা, হাওড়া বা আসানস�োল তাঁর কথায়, ‘‘বিশ্ববিদ্যালয়-কলেজ
মানস মাইতি (শিক্ষক) পড়াশ�োনা বন্ধ না হয়ে যায়, সে
একটি পাইপগান ও এক রাউন্ড শিল্পাঞ্চলের দূষণ নিয়ে ধারণা রয়েছে চত্বরে এই যন্ত্র বসান�োর মূল উদ্দেশ্য, লক্ষ্যেই পরিচিতদের সাহায্য নিয়ে
গুলি মিলেছে বলে জানায় পুলিশ। পরিবেশ দফতরের কর্তাদের। কিন্তু ছাত্রছাত্রীরা দূষণ সম্পর্কে সম্যক দেড় বছরে লিটারে ৭০ টাকা দাম বেড়েছে। সর্ষের এই কাজ করে চলেছেন, জানান পূর্ব n পড়ুয়াদের সঙ্গে চিন্ময় দাস (হলুদ টি-শার্ট)। ছবি: উদিত সিংহ
শনিবার আদালত ধৃতদের ১৩ দিন রাজ্যের অন্য জেলা শহর বা ছ�োট ধারণা পাবেন। ওই মনিটর থেকে তেলের বদলে অনেকে অন্য তেল কিনছেন। বর্ধমানের মেমারির শিক্ষক চিন্ময়
জেল হেফাজতে পাঠায়। শহরগুলি কতটা দূষিত, তা নিয়ে তথ্য সংগ্রহ করে গবেষণাও করতে দাস। পড়াশ�োনা করছেন। তাঁদের অনেকের মুখ�োপাধ্যায়। তিনি বলেন, ‘‘বর্ধমানের
ধন্দ রয়েছে। কারণ, জেলাগুলিতে সে পারবেন।’’ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চিত্তরঞ্জন মল্লিক (খুচর�ো ব্যবসায়ী) ইংরেজির শিক্ষক, বছর বাহান্নর থাকার ব্যবস্থাও করেছেন তিনি। এ এক ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে
ঝুলন্ত দেহ উদ্ধার ভাবে দূষণ মাপার পরিকাঠাম�ো ছিল
না। এই পরিস্থিতি পাল্টাতে এ বার
এক কর্তা বলেন, ‘‘আমাদের কাছে
জায়গা চেয়ে কল্যাণবাবু নিজে ফ�োন বাড়িতে ভাজাভুজি, মুখর�োচক খাবার তৈরি
চিন্ময়বাবু ২০০১ সালে মেমারির
পাহাড়হাটি গ�োলাপমণি হাইস্কুলে
ছাড়া, ভিন্‌-রাজ্যের বিশ্ববিদ্যালয়,
আইআইটি, ইঞ্জিনিয়ারিং কলেজ,
কমার্সে ভাল ফল করেছিলেন।
তার পরে কী হবে, সে ভাবনা নিয়ে
}}
বর্ধমান: ঝুলন্ত দেহ উদ্ধার হল দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত দেড়শ�ো করেছিলেন। আমরা বিশ্ববিদ্যালয়ের য�োগ দেন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, এমনকি, বিদেশেও অনেক ছাত্রছাত্রী চিন্ময় আমার কাছে আসেন। আমি
জায়গায় বায়ু ও শব্দ দূষণ মাপার ‘গ�োল্ডেন জুবিলি’ ভবনের সামনে কমিয়েছি। তরকারিতেও তেল কম দিচ্ছি। সর্ষের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশ�োনা রয়েছেন। অনেকে নার্সিংয়ের প্রশিক্ষণ দায়িত্ব নিয়েছি। ছাত্রটি এখন চাটার্ড
দু’জনের। পুলিশ সূত্রে খবর,
শনিবার সকালে বাবাই ঘরামি জন্য ‘ডিজিটাল এয়ার ক�োয়ালিটি জায়গা দিয়েছি। দু’-তিন দিন আগে তেলের স্বাদ কি আর অন্য তেলে পাওয়া যায়! তাঁর। তিনি জানান, শিক্ষকতা শুরু নিচ্ছেন। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্ট্যান্সি পড়ছেন।’’ উত্তর
(২৪) নামে মেমারির বিজরা মনিটর’ বসান�ো শুরু হয়েছে। এর ওই মনিটর বসান�ো হয়েছে।’’ মঞ্জুশ্রী দে (বধূ) করার পরে বুঝতে পারেন, গরিব কলেজের ছাত্র সুদীপ্ত দাসের কথায়, ২৪ পরগনার মধ্যমগ্রামের শিক্ষিকা
এলাকার এক যুবকের দেহ বেশিরভাগই বসছে নানা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ওই প্রশাসনিক পরিবারের বহু ছাত্রছাত্রী মেধাবী। কিন্তু ‘‘পারিবারিক অবস্থা ভাল নয়। তাই দেবযানী বন্দ্যোপাধ্যায় জানান, এক
উদ্ধার হয় বাড়ি থেকে। অন্য ও কলেজ চত্বরে। ভবনের সামনের রাস্তা জনবহুল। ওই সুয�োগের অভাবে ভ�োগে অনেকেই। স্যরের কাছে গিয়েছিলাম। উনিই পরিচিতের মারফত চিন্ময়বাবুর কথা
ঘটনায়, শুক্রবার রাতে দেবব্রত রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রাস্তাতেই রয়েছে বর্ধমান মেডিক্যাল সর্ষের তেল আর আমাদের মত�ো মানুষদের জন্য এর পরেই পরিচিত অনেককে ক�োনও ভর্তির ব্যবস্থা করে দেন। আমাদের জেনে তিনি নিজেই দেখা করেন। তাঁর
বারুই (২২) নামে এক যুবকের কর্তাদের দাবি, রাজ্যের দূষণ নিয়ে কলেজ হাসপাতাল, নার্সিং কলেজ, নয়। পেট্রলের মত�ো মহার্ঘ্য জিনিস হয়ে গিয়েছে। না ক�োনও দুঃস্থ-মেধাবী পড়ুয়ার কাছে উনি ভগবানতুল্য।’’ মেমারির সঙ্গে কথা বলে দু’-তিন জন পড়ুয়ার
ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি বারবার প্রশ্ন তুলছেন পরিবেশকর্মীরা। স্কুল, পার্ক। প্রতিদিন বহু গাড়ি উচ্চশিক্ষার ব্যয়ভার নেওয়ার জন্য শশীনাড়া গ্রামের স�োমেশ্বর দাসের দায়িত্ব নিয়েছেন তিনি। মেমারির
আদালতেও সমাল�োচনার মুখে পড়তে যাতায়াত করে। ফলে, দূষণের মাপ
প্রহ্লাদ সাহা (চায়ের দ�োকানদার) আবেদন জানাতে থাকেন। তাতে কথায়, ‘‘ষষ্ঠ শ্রেণি থেকে স্যর একটি স্কুলের শিক্ষক চিত্তরঞ্জন পাল
থেকে। তিনি মাধবডিহির আখিলা
এলাকার বাসিন্দা ছিলেন। দেহ দু’টি হয়েছে। পর্ষদের কর্তাদের মতে, দূষণ ভাল ব�োঝা যাবে বলে ধারণা পর্ষদের অনেকে এগিয়ে আসেন। তাঁদের আমাকে সাহায্য করছেন। শুধু আর্থিক বলেন, ‘‘চিন্ময় আমাদের গর্ব।’’
কমাতে গেলে আমজনতাকে এই কর্তাদের। সর্ষের তেলের বদলে অন্য তেলে রান্না করছি। স্বাদে সূত্রে বেড়েছে পরিচিতির গণ্ডিও। ভাবে নয়, মানসিক ভাবেও দৃঢ় করে পাহাড়হাটির ওই স্কুলের প্রাক্তন প্রধান
লড়াইয়ে শামিল করতে হবে। তাই যদিও পরিবেশকর্মীদের অনেকের ফারাক হলেও আর ক�োনও উপায় নেই। রান্নার গত কয়েকবছরে এ ভাবে ৭৮টি তুলেছেন।’’ এ বছর মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষক জনার্দন চট্টোপাধ্যায় বলেন,
জেলায় কর�োনা তাঁদের সচেতন করাও প্রয়�োজন। তা প্রশ্ন, এ ধরনের যন্ত্র বসিয়ে কি বৈচিত্র্যও কম হচ্ছে। ছেলেমেয়ের পড়শ�োনা চালান�োর মেমারির খাঁড়�ো গ্রামের সাবিয়া ‘‘উনি পড়ুয়াদের ভরসার জায়গা।’’
মাথায় রেখেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় দূষণ ঠেকান�ো সম্ভব? তাঁদের দাবি, বন্দোবস্ত করেছেন, দাবি চিন্ময়বাবুর। সরকার বলে, ‘‘আমার পড়া যাতে চিন্ময়বাবুর বাড়িতে রয়েছেন মা,
ও কলেজ চত্বরে ‘ডিজিটাল এয়ার প্রশাসনের তরফে কড়া ব্যবস্থাও রুমা চ�ৌধুরী (বধূ) শুধু পরিচিতদের দায়িত্ব দেওয়া নয়, বন্ধ না হয়, সে আবেদন নিয়ে ওঁর স্ত্রী ও ছেলে। মা চিত্রাদেবী বলেন,
ম�োট আক্রান্ত ক�োয়ালিটি মনিটর’ বসান�ো শুরু নিতে হবে। স্থানীয় পরিবেশকর্মী সন্তু প্রতি বছর দু’তিন জন এমন পড়ুয়ার কাছে গিয়েছিলাম। স্যর পাশে ‘‘প্রকৃত শিক্ষকের কাজ করছে
৩৯,২৩৬ হয়েছে। স্বয়ংক্রিয় এই যন্ত্রের মাধ্যমে দাসের মতে, ‘‘সচেতনতার সঙ্গে ভার নেন তিনি নিজেও। তাঁর ডাকে থাকবেন বলেছেন। আমাদের মত�ো ছেলে।’’ চিন্ময়বাবু অবশ্য বলছেন,

সেচখালে তরুণের
পড়ুয়ারা দূষণের মাত্রা সম্পর্কে সচেতন দূষণ নিয়ন্ত্রণও প্রয়�োজন। সেটাই এগিয়ে এসেছে দেশ-বিদেশের নানা ছেলেমেয়েদের কাছে স্যরই ভরসা।’’ ‘‘আর্থিক অবস্থার কারণে ক�োনও
অ্যাক্টিভ র�োগী ১৯০ হতে পারবেন। পর্ষদ-কর্তাদের দাবি, আসল পরীক্ষা।’’ পরিবেশকর্মী সুভাষ সংস্থাও। চিন্ময়বাবুর আবেদনে সাড়া মেধা যাতে নষ্ট না হয়, সেটাও এক
বেশিরভাগ জেলা শহরেই জনসংখ্যা দত্তের মতে, ‘‘ল�োকে দেখতে পায়, স্থানীয় সূত্রে জানা যায়, দিয়ে দুঃস্থ পড়ুয়ার সাহায্যে এগিয়ে জন শিক্ষকের দেখা প্রয়�োজন। যাঁরা
ইতিমধ্যে সুস্থ ৩৮,৫৮০ পাঁচ লক্ষের কম। কিন্তু জনঘনত্ব এমন জায়গাতেই ওই মনিটর বসান�ো চিন্ময়বাবুর সাহায্যে অনেক পড়ুয়া এসেছেন কলকাতার বালিগঞ্জের আমার আবেদনে সাড়া দেন, তাঁদের
মৃত ৪৬৬
২৪ ঘণ্টায় আক্রান্ত ০৭
রয়েছে। সে সব জায়গায় যানবাহনের
চাপও রয়েছে। তাতে দূষণের মাত্রা
বাড়ার সম্ভাবনা থাকে। তা মাথায়
উচিত। সচল যাতে থাকে, সেটাও
দেখতে হবে। দূষণের উৎস নির্মূল
করা প্রয়�োজন। কিন্তু সেটা হয় না।’’ দেহ, ধৃত দুই ‘সঙ্গী’ কলকাতায় নানা বিশ্ববিদ্যালয়ে বাসিন্দা, আয়কর আধিকারিক সঞ্জয় প্রতি কৃতজ্ঞ।’’

**শুধু গত ২৪ ঘণ্টার হিসেব


(সূত্র: জেলা তথ্য সংস্কৃতি
রেখেই দূষণের মাপ জানার জন্য ওই
যন্ত্র বসান�োর কথা ভাবা হয়েছে।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের
কল্যাণবাবু বলেন, ‘‘মনিটরের সঙ্গে
আমাদের মূল সার্ভারের য�োগ থাকছে।
তথ্য দেখে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা নিয়ে যায় ওই যুবকেরা।
মেমারি থানা সূত্রে জানা যায়,
অপহরণে ‘সাহায্য’, ধৃত দুই ‘হামলা’র প্রতিবাদ
বর্ধমান: মুর্শিদাবাদের রানিনগরে
দফতর) মেমারি বৃহস্পতিবার রাত পর্যন্ত স�ৌরভ
বাড়ি ফিরছেন না দেখে ওই চার
ভাতার: নাবালিকাকে অপহরণে
সহয�োগিতা করার অভিয�োগে
গ্রামের এক যুবক এই কাজ করেছে
বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে,
শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি
অধীররঞ্জন চ�ৌধুরীর উপরে ‘হামলা’র
কল সেন্টার: সেচখালে স্নান করতে গিয়ে এক বন্ধুর বাড়িতে খ�োঁজ নেন পরিজনেরা। দু’জনকে গ্রেফতার করেছে ভাতার অপহরণের সহয�োগী হিসেবে ওই প্রতিবাদে বর্ধমানে সভা করল
৯৮৮৩৬৬১১৯৯ তরুণের তলিয়ে যাওয়ার ঘটনায় তাঁরা জানান, স�ৌরভকে খুঁজে থানার পুলিশ। ধৃত শিবু দ�োলুই দুই ব্যক্তি-সহ চার জনের নাম কংগ্রেস। দলের পূর্ব বর্ধমান জেলা
ইন্টিগ্রেটেড ক�োভিড তার দুই ‘সঙ্গী’কে গ্রেফতার করল পাওয়া যাচ্ছে না। পুলিশে কেন ও গ�োবিন্দ দ�োলুই মঙ্গলক�োটের অভিয�োগে উল্লেখ করা হয়। পুলিশ কমিটির উদ্যোগে শনিবার কার্জন
ম্যানেজমেন্ট সেল পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার জানান�ো হল না, এ প্রশ্নের সদুত্তর ক্ষীরগ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার ওই দু’জনকে গ্রেফতার করে। গেটে আয়�োজিত ওই সভায় হাজির
দুপুরে চার জনের সঙ্গে মেমারির না পেয়ে পরিজনেরা মেমারি থানায় মাসখানেক আগে ভাতারের সুন্দর ধৃতদের শনিবার বর্ধমান আদালতে ছিলেন কাশীনাথ গঙ্গোপাধ্যায়,
৮৬৯৫০০৭৬১০ নুদিপুরে সেচখালে স্নান করতে যান য�োগায�োগ করেন। পুলিশ জানায়, গ্রামের এক ব্যক্তি তাঁর মেয়েকে ত�োলা হলে পাঁচ দিন পুলিশ অভিজিৎ ভট্টাচার্য, গ�ৌরব
মেমারির রাধাকান্তপুরের মল্লিকপুরের ওই বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে তারা অপহরণ করা হয়েছে বলে অভিয�োগ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। সমাদ্দার-সহ দলের নেতা-কর্মীরা।
৮০০১১৯৬১৩৭ স�ৌরভ অধিকারী (১৯)। ওই জানতে পারে, সেচখালের জলে করেন। মঙ্গলক�োটের কানাইডাঙা নিজস্ব সংবাদদাতা নিজস্ব সংবাদদাতা
এ বার আনন্দবাজার পত্রিকার চার জনের মধ্যে পুলিশ দু’জনকে স�ৌরভ তলিয়ে গিয়েছেন। শুক্রবার
সঙ্গে য�োগায�োগ আপনার শুক্রবার রাতে গ্রেফতার করে। ধৃত সকালে বিপর্যয় ম�োকাবিলা দলের
হাতের মুঠ�োয়। হ�োয়াটসঅ্যাপেই মেমারির চাপপুকুরের অর্ক ম�োহন্ত ডুবুরি আনার ব্যবস্থা করে এবং
সরাসরি জানাতে পারবেন ক�োনও n বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে বসেছে মনিটর। নিজস্ব চিত্র ও গাঙ্গুরের রঞ্জিত হাতিকে শনিবার পাণ্ডুয়া থানায় খবর দেয় মেমারি
খবর, সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বা বর্ধমান আদালতে ত�োলা হলে থানার পুলিশ। সে দিন দুপুরে ডুবুরি
এলাকার সমস্যা। পাঠাতে পারবেন চার দিন পুলিশ হেফাজতে পাঠান�ো নামিয়ে তল্লাশির সময়েই জানা
ছবিও। 8017731234 এই নম্বরে
ক�োনও ফ�োন করা যাবে না। গাড়িতে গাঁজা, গ্রেফতার হয়। ধৃতেরা অবশ্য অভিয�োগ
অস্বীকার করেছে।
পুলিশ জানায়, স�ৌরভ নুদিপুরের
যায়, বৈঁচির লকগেটে স�ৌরভের
দেহ মিলেছে। পরিজনেরা গিয়ে দেহ
শনাক্ত করেন। সে দিনই চুঁ চুড়ায় দেহ

সাত দিনে সাত কাহন


স�োমবার..................স্বাস্থ্য ও পরিবেশ
৩ মাদক সংক্রান্ত বিশেষ আদালতে
ত�োলা হয়। আলাউদ্দিনকে তিন দিন
পুলিশ হেফাজত ও বাকি দু’জনকে
কাছে ইলামপুরে এক আত্মীয়ের
বাড়িতে বেড়াতে এসেছিলেন।
শুক্রবার তাঁর দেহ মেলে হুগলির
ময়না-তদন্ত হয়। তার পরে, মেমারি
পৌঁছে স�ৌরভের বাবা অভিয�োগ
দায়ের করেন। তাঁর দাবি, স�ৌরভের
মঙ্গলবার.................................. কড়চা
মঙ্গলক�োট: গাড়িতে গাঁজা পাচার ১৪ দিন জেল হেফাজতে রাখার পাণ্ডুয়ার বৈঁচিগ্রামে সেচখালের দেহের অনেক জায়গায় আঘাতের চিহ্ন
করার অভিয�োগে গ্রেফতার করা নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের লকগেটে। তাঁর বাবা সুজয়বাবুর রয়েছে। তাঁর ধারণা, ছেলেকে ক�োনও
বুধবার..............................খেত খামার
হল তিন জনকে। শুক্রবার রাতে দাবি, নাকাবন্দির সময়ে পুলিশ অভিয�োগের ভিত্তিতে পুলিশ খুনের কিছু দিয়ে আঘাত করে খুনের মতলবে
বৃহস্পতিবার.........................ক্যাম্পাস
মঙ্গলক�োটের ল�োচনদাস সেতুর কাছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে মামলা দায়ের করেছেন। সুজয়বাবু জলে ফেলে দেওয়া হয়।
শুক্রবার...................... ছ�োটদের পাতা নাকাবন্দির সময়ে তাদের ধরা হয় পারে, তারা বীরভূম থেকে বর্ধমানের পুলিশের কাছে লিখিত অভিয�োগ পুলিশ জানায়, বাকি দুই
শনিবার............. আমার উদ্যোগ / গ্রাম বলে জানিয়েছে পুলিশ। ধৃত দিকে যাচ্ছে। গাড়িতে থাকা দু’টি বস্তা করেছেন, চার বন্ধুর সঙ্গে তাঁর ছেলে অভিযুক্তের খ�োঁজ চলছে। ধৃতদের
রবিবার...................... আমার বেড়ান�ো আলাউদ্দিন শেখ ও র�োহিত গ�োস্বামী দেখে পুলিশের সন্দেহ হয়। ধৃতেরা নুদিপুরে যান। সেখানে তাঁর ছেলেকে যদিও দাবি, স্নান করতে গিয়ে স�ৌরভ
কাট�োয়া ও রাহুল যাদব দুর্গাপুরের তখন পালান�োর চেষ্টা করলে তাদের সেচখালের উপরে লকগেটে নির্জন তলিয়ে যান। তাঁরা বাঁচান�োর চেষ্টা
পরিবর্তিত পরিস্থিতিতে সাত দিনে বাসিন্দা। শনিবার ধৃতদের বর্ধমানে আটক করা হয়। বস্তা থেকে প্রায় জায়গায় পিকনিক করার নাম করে করেছিলেন।
সাতকাহন বিভাগে পরিবর্তন জরুরি
হয়ে পড়েছে। ইতিমধ্যেই নতুন

প্রয়াত কালনার ‘গরিবের ডাক্তার’


বিন্যাস শুরু হয়েছে। আমাদের
আশা, পুরন�ো বিন্যাসে আবার
আমরা ফিরে আসব। আপনাদের
সহয�োগিতা কাম্য।
l চ�োখ রাখুন চারের পাতায় নিজস্ব সংবাদদাতা দেবপ্রসাদ বাগ বলেন, ‘‘এক জন
রাজনৈতিক নেতার থেকে তাঁকে বেশি
পূর্ব বর্ধমানের আবহাওয়া কালনা চিনতাম মানবদরদী এক চিকিৎসক
হিসেবে। এমন এক জন মানুষের
আংশিক মেঘলা আকাশ। ঝড়, বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। পাঁচ টাকা ফি-তে র�োগী দেখতেন। মৃত্যুতে বড় ক্ষতি হল। উনি যখন
সর্বোচ্চ তাপমাত্রা পরিচিত ছিলেন ‘গরিবের ডাক্তার’ পুরসভার চেয়ারম্যান ছিলেন, তখন

৩৫°
নামে। কর�োনায় আক্রান্ত হয়ে আমরা ছিলাম বির�োধী আসনে।
শনিবার সকালে কলকাতার একটি আমি যখন চেয়ারম্যান, উনি তখন
সেলসিয়াস বেসরকারি হাসপাতালে মৃত্যু হল ছিলেন বির�োধী দলনেতা। রাজনৈতিক
কালনার সেই চিকিৎসক তথা সিপিএম মতপার্থক্য থাকলেও উন্নয়ন নিয়ে
গত কাল
নেতা গ�ৌরাঙ্গ গ�োস্বামীর (৭১)। আমাদের মতভেদ হয়নি ক�োনও
সর্বোচ্চ ৩৫.৬° (+৩)
তাঁর মৃত্যুতে শ�োকপ্রকাশ করেছেন দিন।’’ দলীয় নেতাকে শেষ শ্রদ্ধা
সর্বনিম্ন ২৫° (-১)
আপেক্ষিক আর্দ্রতা ৭৩%
সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত জানাতে বিকেলে কালনা শহরে
গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
মিশ্র-সহ অনেকে। কালনা শহরে আসেন সিপিএমের পূর্ব বর্ধমান জেলা
ছিল শ�োকের আবহ। এ দিন সন্ধ্যায় n গ�ৌরাঙ্গ গ�োস্বামীর (ইনসেটে) দেহ পৌঁছন�োর পরে ভিড় কালনায়। নিজস্ব চিত্র সম্পাদক অচিন্ত্য মল্লিক। তিনি বলেন,
দেহ আনার পরে শহরের রাজবাড়ি ‘‘উনি ছিলেন এক দিকে সংগঠক, অন্য
চত্বরে একটি মাঠে রাখা হয়। সেখান পরীক্ষায় জানা যায়, তিনি কর�োনায় বাড়ি ফেরেন তাঁর ছেলে আনন্দরূপ দিকে জন-নেতা। এ ক্ষতি সহজে পূরণ
থেকে সৎকারে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত। শরীরে অক্সিজেনের মাত্রা গ�োস্বামী। তাঁদের পরিবারের কেউ হওয়ার নয়।’’
২০০০-২০১০ পর্যন্ত গ�ৌরাঙ্গবাবু কমে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশন-এ কথা বলার মত�ো অবস্থায় ছিলেন না। শহরের বাসিন্দা চিকিৎসক
কালনা পুরসভার চেয়ারম্যান ছিলেন। রাখা হয়েছিল। শুক্রবার রাতে কর�োনা-বিধি মেনেই রাতেই কালনা অমিয়কান্তি তাঁ বলেন, ‘‘রাত
পুরসভার ক্ষমতা বদলের পরে, তাঁকে গ�ৌরাঙ্গবাবুর অবস্থার অবনতি হয়। শ্মশানঘাটে গ�ৌরাঙ্গবাবুর দেহ সৎকার যতই হ�োক না কেন, উনি কাউকে
পুরসভার বির�োধী দলনেতা করে এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ মারা হওয়ার কথা। ফেরাতেন না। এমন চিকিৎসক
সিপিএম। দলীয় সূত্রে খবর, গত ২১ যান তিনি। গ�ৌরাঙ্গবাবুর মৃত্যুর খবর আসার আমরা আর হয়ত�ো ক�োনও দিন
অগস্ট দলের বৈঠকে হাজির ছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে, পরে, কার্যত শ�োকস্তব্ধ ছিল কালনা পাব না। গরিব মানুষের অপুরণীয়
গ�ৌরাঙ্গবাবু। সেখানেই তিনি অসুস্থ প্রয়াত চিকিৎসকের স্ত্রী মালবিকাও শহর। তাঁর দেহ কালনা শহরে ঢ�োকার ক্ষতি হল।’’ শহরের আর এক
হয়ে পড়েন। ২৬ অগস্ট শ্বাসকষ্ট হলে, কর�োনায় আক্রান্ত। গ�ৌরাঙ্গবাবুর পরে রাস্তার দু’ধারে বহু মানুষের বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক সঞ্জিৎ
তাঁকে ভর্তি করান�ো হয় মুকুন্দপুরের মেয়ে শ্রীরূপা থাকেন আমেরিকায়। ভিড় চ�োখে পড়ে। অনেককে কাঁদতে বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘হঠাৎ উনি এ
একটি বেসরকারি হাসপাতালে। সন্ধ্যায় গ�ৌরাঙ্গবাবুর দেহ নিয়ে দেখা যায়। কালনার তৃণমূল বিধায়ক ভাবে চলে যাবেন, তা কল্পনা করতে

You might also like