You are on page 1of 4

CONTAI PUBLIC SCHOOL

Annual Examination
2021 - 22 Class - IX
F.M.-80
Subject - Bengali (2nd Language)
Time - 3 hrs.

Section - A 1.নিচের বিষয়গুলাের মধ্যে যে কোনাে একটি বিষয়ে


প্রবন্ধ রচনা করাে অনধিক 300 শব্দের।
মধ্যে।
ক) একটি ভ্রমণের অভিজ্ঞতা খা) বইমেলা গ) একটি
নদীর আত্মকাহিনী ঘ) আধুনিক যুগে যন্ত্রই
ঁ এই শিরােনামে একটি গল্প
শক্তি ঙ) 'সফলতার সিড়ি
রচনা করাে।
15

2. নিচের দুটি বিষয়ের মধ্যে যে কোনাে একটি বিষয়ে পত্র রচনা


করাে। ক) ডাকযােগে বই পাঠাবার আবেদন জানিয়ে প্রকাশককে একটি
চিঠি লেখ। খ) শীতের ছু টি তু মি কিভাবে কাটিয়েছাে তা জানিয়ে
বন্ধুকে চিঠি লেখ।
3. নিচে প্রদত্ত অংশটি মন দিয়ে পড়াে এবং নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও। | 5 * 2 =10 এগারাে
বছরের সেই মেয়েটি। বসে বসে করছিল বীজগণিতের অংক কিন্তু কিছু তেই ঠিক হচ্ছে না
অংকটি। বারবার চেষ্টা করেও যখন অংকটি ঠিক হল না তখন অংকের প্রতি মনটা কেমন যেন বিরূপ
হয়ে উঠল। ভাবলাে এর চেয়ে কবিতা লেখা অনেক সহজ। অংকের বদলে কবিতা লিখতে আরম্ভ
করল সে। দেখতে দেখতে লেখা হয়ে গেলাে একটি সুন্দর কবিতা। সেই থেকে শুরু হলাে তার কবিতা
লেখা।
| তিনি ছিলেন প্রাচ্য ভারতীয় সরােজিনী নাইডু । তাঁর জন্ম ১৮৬৮ সালে হায়দরাবাদ রাজ্যে।
সরােজিনী পিতা অঘােরনাথ চট্টোপাধ্যায় ছিলেন ঢাকার অধিবাসী। রসায়নশাস্ত্রে ছিল বিলেতে গিয়ে এই
রসায়নশাস্ত্রে গবেষণা করেই তিনি বি এসসি হন। পরে দেশে ফিরে এসে তিনি হায়দ্রাবাদ রাজ্য
কে নিজের কর্মক্ষেত্র বলে বেছে নেন। সেখানকার নিজাম কলেজের অধ্যাপক নিযুক্ত হন তিনি।
সরােজিনীর চরিত্রের পারিবারিক জীবনের প্রভাব পরিলক্ষিত হয়। পিতার পাণ্ডিত্য যেমন তাকে
প্রভাবিত করেছিল তেমনি মায়ের কবি প্রতিভাও সঞ্চারিত হয়েছিল তার মধ্যে। | এই দুইয়ের সমন্বয়ে
গড়ে উঠেছিল তার জীবন। একদিকে তিনি যেমন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে
মহীয়সী নারীর মর্যাদা লাভ করেছিলেন, তেমনি ইংরেজি ভাষায় কাব্যরচনা করে বিপুল খ্যাতি
অর্জ ন করেছিলেন। | প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল মাত্র ১৩ বছর বয়সে। তাকে বলা হয়
'এশিয়ার নাইটিঙ্গেল'। ষােল বছর বয়সে তাকে উচ্চশিক্ষা লাভের জন্য বিলেতে পাঠানাে হয়। সেখানে
গিয়ে তিনি প্রথম কিংস কলেজে ভর্তি হন। পরে কেমব্রিজের গৰ্ট ন কলেজ থেকে শিক্ষা সমাপ্ত
করে স্বদেশে ফিরে আসেন।
প্রশ্ন:
ক) কিভাবে মেয়েটি কবিতা লিখতে
আগ্রহী হয়? খ) তাঁর জন্ম সন ও
জন্মস্থানের নাম লিখ। গ) তাঁর পিতার
পরিচয় দাও। ঘ) তাঁকে কেন
এশিয়ার নাইটিঙ্গেল বলা হয়? ঙ)
তিনি কীভাবে শিক্ষা লাভ
করেছিলেন?
৪x1=8
4. নিচের ব্যাকরণ অংশের উত্তর দাও:
ক) কিন্তু কারাে উত্তর পাইলেন না। (ভাববাচ্যে পরিবর্ত ন করাে) খ) তু মি
কোথা হইতে আসিয়াছাে, জানি না। (সদর্থক বাক্যে) গ) ওর গাছটা
রেখে দাও। (জটিল বাক্যে পরিবর্ত ন করাে) ঘ) এ দেশে আর ফিরবে না।
(ভাববাচ্যে পরিবর্ত ন করুন) ৬) বাবু বলিলেন, " বুঝেছাে উপেন এ
জমি লইব কিনে।" (উক্তি পরিবর্ত ন করাে) চ) বিপরীত শব্দ লেখ:-
সন্দেহ, বিচ্ছেদ ছ) পদ পরিবর্ত ন করাে:- প্রয়ােজনীয়, ভু ল জ) লিঙ্গ পরিবর্ত ন
কর:- গোঁসাই, বিহঙ্গ

Section - B
তােমাদের পাঠ্য দুটি বই থেকে মােট চারটি
প্রশ্নের উত্তর দাও।
কবিতা 5.
"এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরি বশে।"
ক) কবি কে? তিনি কোথায় একথা বলেছেন? খ) 'তরণীর হাল'
বলতে কী বােঝানাে হয়েছে? গ)
কাদের হাতে তরণীর হাল
থাকবে বলে কবি মনে করেন? এবং কেন? ঘ) কবি
কাদের দেবতা ভেবেছেন এবং কেন?
WWNN

6. "জলাঙ্গীর ঢেউয়ে ভেজা


বাংলার
এ সবুজ করুণ ডাঙায়" ক) কবি ও কবিতার নাম কি?
খ) তিনি কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? গ) তিনি কি
কি রূপে ফিরে আসতে চান বাংলায়? ঘ) 'সবুজ
করুণ ডাঙা'য বলতে কী বােঝানাে হয়েছে?

7."চিরকাল আর পৃথিবীর কাছে


চাপা
[ছে চাপা থাকবে না " ক) কার,
কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খ) চিরকাল কি চাপা
থাকবে না? গ) কারা অত্যাচারের চিহ্নকে
কিভাবে ঢেকে রাখে? ঘ) তাদের পতন কিভাবে হবে
বলে কবি মনে করেন?
wwNNSW WNN

ছােটগল্প
৪. "আমি বৃদ্ধের কথায় ভারি সন্তুষ্ট
হলুম।"
ক) কে, কোন বৃদ্ধের কথায় সন্তুষ্ট হলেন? খ)
তিনি কোথায়, কি করতে যাচ্ছিলেন? গ) বৃদ্ধ
তাকে কিভাবে আপ্যায়ন করেছিলেন? ঘ) সে
যাত্রায় বক্তা কিভাবে রক্ষা পেয়েছিলেন?
wwwn

9. "আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন।


বুঝলেন?"
ক) কে, কাকে কথাগুলি বলেছিল? খ) কেন রসাতলে
দেওয়ার কথা বলা হয়েছে ? গ) তাদের মধ্যে কি
নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? ঘ) শেষ পর্যন্ত
তাদের মধ্যে কি ঘটেছিল ?
won n

10. মাঝে মাঝে কেমন যেন সে অন্যমনস্ক হয়ে পড়ে।" ক) কার


কথা বলা হয়েছে? সে কোথায় কাজ করতাে ? খ) কেন সে
অন্যমনস্ক হয়ে পড়তাে? গ) মাঝে মাঝে সে কোথায় যেতাে এবং
কেন? ঘ) শেষ পর্যন্ত তার সমস্যার সমাধান কে কিভাবে
করেছিল?
w WNN

You might also like