You are on page 1of 5

Father of Political Science

বি.দ্র:- এরিস্টটল / অ্যারিস্টটল (জন্ম খ্রিষ্টপূর্ব ৩৮৪ –মৃত্যু ৭ই মার্চ , খ্রিষ্টপূর্ব ৩২২)

এরিস্টটল এর বিখ্যাত কিছু বাণী:-


1. ”মানুষ, যদি সে খাঁটি হয়, প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু আইন ও ন্যায়বিচার থেকে বিচ্ছিন্ন হলে
সে হয় প্রাণীকুলের মধ্যে নিকৃ ষ্টতম, কারণ সশস্ত্র অন্যায় সবচেয়ে বেশি বিপজ্জনক।”
2. .”বেশী কথা বলা, তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন।”
3. “প্রত্যেক নতু ন জিনিসকেই উৎকৃ ষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয়, ততই উৎকৃ ষ্ট ও দৃঢ়
হয়।”
4. “সমস্ত জ্ঞানের সূত্রপাত হয় নিজেকে জানা থেকেই।”
5. “কারও কারও মতে স্বাধীনতা এবং সাম্যতা যদি প্রধানত গণতন্ত্রে পাওয়া যায়, তবে সমস্ত ব্যক্তি
যখন সর্বোচ্চভাবে সরকারে অংশ নেবে, তখনই তারা সর্বোতভাবে অর্জ ন করবে।”

INDIAN PARLIAMENT
ASHOK STAMBH
1. “আমি এমন ধর্মকে মানি যে স্বাধীনতা, সাম্যতা এবং ভাতৃ ত্ববোধ শেখায়।“
2. “আমরা ভারতীয়, এটাই প্রথম এবং শেষ কথা।“
3. গণতন্ত্র শুধুমাত্র সরকার গঠনের একটা হাতিয়ার নয়। এর প্রধান ভূ মিকা হল বিভিন্ন ভাবনার
এক সঙ্গে সহাবস্থান, একে অপরের প্রতি সম্মান ও সম্ভ্রম দেখানো।
4. একজন মহান ব্যক্তি একজন বিখ্যাত মানুষের চেয়ে সব সময় আলাদা হন। কারণ তিনি
সমাজের চাকরামি করতে তৈরি থাকেন।
5. সমাজে নারীদের অগ্রগতি কতটা হয়েছে তার বিচার করেই একটি জাতির অগ্রগতি বিচার করা
উচিত।
6. জীবন দীর্ঘ হওয়ার চেয়ে মহত হওয়া উচিত।

ভর্তি চলিতেছে......... ভর্তি চলিতেছে.........

S.R.EDUCATION CENTRE
এখানে,
B.A. ALL SEMESTERS
EDUCATION এবং POLITICAL
SCIENCE (HONS.)-এর প্রতি UNIT
থেকে সংক্ষিপ্ত সাজেশন এর ভিত্তিতে
পড়ানো এবং নোটস দেওয়া হয়।

পরিচালনায়ঃ Sambhu Ch. Roy (M.A. in Education, M.A. in


Political Science,B.ed,PGDTES)
ঠিকানাঃ Women’s College-এর বিপরীতে। (M)-7005448978/9862842474(W)

You might also like