You are on page 1of 2

তারিখঃ ০৩/০১/২০২২ ইং

বরাবর

প্রধান নির্বাহী কর্মকর্তা

সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড

ডাঙ্গার চর, জুলধা, কর্ণফু লী

চট্টগ্রাম।

বিষয়ঃ বিবাহের জন্য আর্থিক ঋণ সহায়তা চেয়ে আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি, মোঃ জাহাঙ্গীর আলম (আই ডি নং- ০৭০০০০৩৫৮০), ১০ সেপ্টেম্বর

২০১২ ইং তারিখে অত্র প্রতিষ্ঠানে জেনারেটর অপারেটর পদে যোগদান করি এবং বর্ত মানে সিনিয়র

জেনারেটর অপারেটর পদে ইলেক্ট্রিক্যাল বিভাগে কর্মরত আছি। উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারী ২০২২

ইং তারিখে আমার বিবাহের দিন ধার্য করা হয়েছে। পারিবারিক অসচ্ছলতার কারণে, আমার কোনো

সঞ্চিত অর্থ নেই বিধায় বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আমার বেশ কিছু টাকা প্রয়োজন। তাই

বিবাহের কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমি অত্র প্রতিষ্ঠান হতে বিনা সুদে দুই বছর মেয়াদে

২,০০,০০০/- (কথায়-দুই লক্ষ টাকা মাত্র) আর্থিক ঋণ পাওয়ার আশা করছি যা পরবর্তীতে বেতন

থেকে সমন্বয় করা যেতে পারে।

অতএব, মহোদয়, উল্লেখিত ঋণের অনুমোদন প্রদান করলে কৃ তজ্ঞ থাকব।


নিবেদক-

মোঃ জাহাঙ্গীর আলম

আই ডি নং- ০৭০০০০৩৫৮০

সিনিয়র জেনারেটর অপারেটর, ইলেক্ট্রিক্যাল বিভাগ

সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড

ডাঙ্গার চর, জুলধা, কর্ণফু লী, চট্টগ্রাম।

You might also like