You are on page 1of 2

কিশোরিগঞ্জ সরকারি কলেজ

একাদশ শ্রেণি
বিষয় t কৃ্ ষি শিক্ষা প্রথম পত্র বিষয় কোডঃ
সময় – ২.৩৫ মিনিট

দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্নমান ।প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।যে কোনো
পাঁচটি ।
১.বশির উদ্দীন একজন দরিদ্র কৃ্ ষক ।তার জমিতে ফসলের ভালো ফলন হয় না কৃ্ ষি কর্মকর্ত া তার
জমির মাটি পরিক্ষা করেন এবং বশির উদ্দিন কে বলেন , তার জমিতে অম্লতা বেশী ।তাই ফসল
উৎপাদন ভাল হয় না|

(ক)অম্লমান কি ?
(L) অম্লমান অনুসারে মাটির শ্রেনীবিভাগ কর ।
(M) কৃ্ ষি কর্মকর্ত ার বক্তব্য অনুযায়ী ফসল ভাল না হবার কারন ব্যাখ্যা কর ।
(N) বশির উদ্দীনের সমস্যা সমাধানে কি কি করা যেতে পারে –তা আলোচনা কর ।
2.বর্ত মানে বিজ্ঞানীরা কিছু অনুজীব সার আবিস্কার করেছেন এসব সারের কোন পার্শপ্রতিক্রিয়া নাই ।এসব
সারের মধ্যে অ্যাজোলা অন্যতম ।অণুজীব সার মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূ মিকা পালন করে ।এ সার
বায়ুমন্ডলীয় নাইট্রোজেন মাটিতে যুক্ত করে বলে আলাদা ভাবে জমিতে ইউরিয়া প্রয়োগ করতে হয় না ।
(ক) বীজ কি ?
(L) রোগিং এর ধাপ গুলো আলোচনা কর |
(M) উদ্দীপকের আলোকে অ্যাজোলা অণূজীব সারের উ r পাদন কৌশল আলোচনা কর ।
(N) অ্যাজোলা সারের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষন কর ।
3.কৃ ষি শিক্ষক খুব গুরুত্ব দিয়ে একাদশ শ্রেণিতে কৃ্ ষি জলবায়ু পরাচ্ছেন ।তিনি কৃ্ ষি আবহাওয়া ও ফসল
সম্পর্কে আলোচনা প্রসঙ্গে মাঠ ফসল ও উদ্যান ফসলের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করলেন ।
(ক) আবহাওয়া কাকে বলে ?
(L) আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখ?
(M) উদ্যান ফসলের উপর জলবায়ুর প্রভাব আলোচনা কর ।
(N) কৃ ষি জলবায়ুর উপাদানগুলোর প্রাথমিক ধারনা দাও ।
4.সজল জমিতে ভাল ফসল না পাওায় স্থানীয় মৃত্তিকা গবেষণা অফিসে মাটি পরিক্ষা করলো ।সেখানকার
বৈজ্ঞানিক কর্মকর্ত া তাকে জানালো তার জমিতে জৈব পদার্থের পরিমাণ ১ ভাগের কম ।তিনি এ ধরনের
মাটির জন্য সার ব্যবাস্থাপনা ও সংগ্রহের জন্য সেচ ও কৃ্ ষি উপকরন সরবরাহকারী একটি স্ব্ নামধন্য
প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বললেন ।
(K) মাটি কি ?
(L) ফসলের নিবিরতা বলতে কি বুঝ?
(M)সজল তার জমির সমস্যা দূর করার জন্য কি পদ্ধতি অবলম্বন করবে ব্যাখ্যা কর ।
(N)কর্মকর্ত ার বর্ণিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের কৃ ষিতে কীভাবে ভূ মিকা রাখতে পারে – বিশ্লেষণ কর ।

৫.
চিত্র – ক চিত্র – খ

(K) উদ্যান ফসল কাকে বলে ?


(L) কৃ ষিই মানুষের মৌলিক চাহিদা পুরন করে – ব্যাখ্যা কর ।
(M) চিত্র ক এর ফসল টি কোন ধরনের ? ব্যাখ্যা কর |
(N) অর্থনৈতিক বিবেচেনায় চিত্রের কোন ফসল টি অধিকতর গুরুত্বপূর্ণ ? বিশ্লেষণ কর |

৬.মাজহার সাহেব ফসল বীজ উৎপাদন করে সেগুলো বাজারে বিক্রয় করেন ।তিনি সঠিক উপায়ে জমি তৈরি করে
বীজ বপন ও পরিচর্যা করেন।তার এ লাভজনক ব্যাবসা কৃ ষিতে অনেক গুরুত্বপুর্ণ অবদান রাখে ।তাই তিনি এলাকার
সকল কৃ্ ষকে ফসল বীজ উ r পাদন করার পরামর্শ দেন ।

(K) বীজের বিশুদ্ধতা কাকে বলে ?


(L) রোগিং কেন করা হয় ?
(M) মাজহার সাহেব উক্ত উদ্দশ্যে কীরুপ জমি নির্বাচন করবেন ? ব্যাখ্যা কর |
(N) এলাকার অন্য কৃ্ ষকদের কি মাজাহার সাহেবের পরামর্শ গ্রহন করা উচিত – মতামত দাও ।

৭. রাদিয়াহ তার নানিকে নিয়ে একদিন রাজধানীর একটি অভিজাত হোটেলে চাইনিজ খাবার খেতে গেল ।স্যুপ খাবার
সময় নানি বললেন , স্যুপের মধ্যে তো ব্যাজ্ঞের ছাতা এটা খাওয়া যাবে না ।রাদিয়াহ তখন তার নানি কে বুঝিয়ে
বলল, এটা ব্যাজ্ঞের ছাতা নয়, এটি অত্যান্ত উপকারী একটি সবজি ।

(K) মাশরুম কি ?
(L) মোম পোকা বলতে কি বুঝ ?
(M) উদ্দীপকে উল্লিখিত সবজির চাষঘর কীভাবে প্রস্তুত করতে হয় ? ব্যাখ্যা কর |
(N) উদ্দীপকের শেষ লাইনের যথার্থতা মূল্যায়ন করে অর্থনৈতিক ভাবে এর গুরুত্ব বিশ্লেষণ কর ।

৮.
? সার খামারজাত সার কম্পোস্ট সার কেঁ চো সার

বেলে মাটি

দো-আঁশ মাটি

(ক)মাটির বুনট কি ?
(খ)মাটির PH জানা প্রয়োজন কেন ? ব্যাখ্যা কর ।
(গ)উদ্দীপকে (?)চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
(ঘ)মাটির উর্বরতা বৃ্দ্ধিতে (?)চিহ্নিত পদ্ধতিটির ভু মিকা মুল্যায়ন কর ।

You might also like