You are on page 1of 2

kixdvev` ¯‹zj GÛ K‡jR

দ্বাদশ †kÖwY, নিবার্চ নি পরিক্ষা ২০১৮


welq t K…wl wkÿv wØZxq cÎ বিষয় কোডঃ
সময় – ২.৩৫ মিনিট
দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্নমান ।প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।যে
কোনো পাঁচটি ।

1. হিরার পুকুরে হঠাৎ রাজপুঁটি মাছ ভেসে উঠেছে ।একটি মাছ পুকুর থেকে উঠিয়ে দেখে দেহে লাল
দাগ ও ক্ষত হয়েছে ।মৎস্য কর্মকর্ত াকে জানালে তিনি হিরাকে এ রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য
জৈবিক ও রাসায়নিক ব্যবস্থা বলে দেন ।রোগ জাতে আর না ছড়ায় এজন্য ব্যবস্থা নেয়াতে অন্য
পুকুরে ছরায়নি ।
(K) মাছের সম্পুরক খাদ্য কি ? 1
(L) মাছ শুটকিকরনের প্রয়োজনিয়তা ব্যাখ্যা করো ? 2
(M)হিরার পুকুরের মাছের রোগ সরানো এবং বিস্তার রোধে কি পদক্ষেপ গ্রহন করেছে বিশ্লেষণ করো ।3
(N) মৎস্য কর্মকর্ত ার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো । 4
2. কৃ্ ষক আলিমের বাড়ি বাগেরহাটে ।মাটি লবনাক্ততার জন্য ধান ভাল হয় না ।তাই সে এক কৃ্ ষি
বিশেষজ্ঞে্র পরামর্শে ধান ক্ষেতে সঠিক পরিমানে বকচর দিয়ে ঘের তৈরি করে বাগদা চিংড়ির চাষ
করে ।ঘেরের পাড়ে শাকসবজি চাষ করে ।এতে সে আগের চেয়ে লাভবান হয়েছে ।আলিমের দেখাদেখি
আশে পাশের লোকেরাও ধান ক্ষেতে ঘের তৈ্রি করে বাগদা চাষ করে লাভবান হয়েছে ।
(K) রোগ কি ? 1
(L)গলদা ও বাগদা চিংড়ির মধ্যে পার্থক্য লিখ | 2
(M) আলিম কিভাবে ঘের তৈ্রি করেছিল বিশ্লেষণ করো । 3
(N) আলিমের ও অন্য কৃ ষকদের কার্যক্রম সঠিক কিনা বিশ্লেষণ করো । 4
3. বারই বরিশালের প্রত্যন্ত আঞ্চলের একটি বিদ্যুৎ বিহীন গ্রাম ।এই গ্রাম শহর থেকে অনেক দূরে ।
যাতায়েত ব্যবাস্থা ভাল না থাকায় রুপম মুরগির খামার করে বিভিন্ন সমস্যায় পরেন ।সে অনেক
কষ্টে সমস্যার সমাধান করে কিছু লাভ করে ।এখানে জনসংখ্যা অনেক ও মুরগির খামার কম ।ডিম
ও মাংসের চাহিদা অনেক বেশী ।
(K) জাত কাকে বলে ? 1
(L) পোল্ট্রির প্রয়োজনিয়তা কেন ব্যাখ্যা করো । 2
(গ) রুপম কেমন সমস্যায় পরেছিলেন বিশ্লেষণ করো । 3
(ঘ) বারই গ্রামে পোল্ট্রি শিল্পের উন্নয়নের জন্য করনীয় বিশ্লেষণ করো । 4
4. গনি মিয়া গরু পালন করেন ।সে গরু কে খাদ্য উপকরণ আলাদা করে খাওয়ায় ।এতে গনি
মিয়ার কষ্ট ও ঝামেলা হয় ।তাই সে খাদ্যের ব্যপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ার শরণাপন্ন হলেন
।কর্মকর্ত া তাকে সকল খাদ্য উপাদান দিয়ে সুষম খাদ্য তৈ্রি করে খাওয়ানোর পরার্মশ দিলেন ।
কর্মকর্ত ার পরামর্শমত খাদ্য খাওয়ানোতে গনি মিয়ার গরুর স্বাস্থ্য ভালো হয় ।
(K) সাইলেজ কি ? 1
(L)ফ্রিজিয়ান গরু কেন পালন করা হয় ব্যাখ্যা করো । 2
(M) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত া গনি মিয়া কে যে খাদ্য তৈরির নিয়ম বলেছিলেন তা বিশ্লেষণ করো
। 3
(N) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ার পরামর্শের যথার্থতা যাচাই করো । 4

৫.জ়ামাল, কামাল ,আবুল জালাল একত্রে শাকসবজি ও মাছের খামার করার সিদ্ধান্ত গ্রহন করেন ।
খামারের কাজ শুরু করার আগেই জামাল পৃথক হয়ে একাই মাছের খামার করেন ।কিন্তু তিনি খামার
বড় করতে না পারলেও লাভবান হয়েছেন ।অপরদিকে কালাম ,আবুল ও জামাল খামার বড় করেছে
ও লাভবান হয়েছে ।
(K) খামার কি ? 1
(L) ফসল পরিচর্যার প্রয়োজন কেন ব্যাখ্যা করো । 2
(M) জ়ামাল ও উদ্দীপকের তিনজনের খামারের মধ্যে তু লুনামুলক বিশ্লেষণ করো ।
3
(N) বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে জামাল ও অপর তিনজনের খামারের মধ্যে কোনটি
উপযোগী বিশ্লেষণ করো ।
4

৬. হামিদ সাহেব বানিজ্যিক উদ্দেশ্যে আঙ্গুর চাষ করলেন | কিন্তু গাছ ছাটাই করে সুন্দর কাঠামো না দেওয়ার কারনে
ক্ষতিগ্রস্ত হলেন |তার বন্ধু লতানো উদ্ভিদে করা হয় এমন ধরনের ট্রেনিং পদ্ধতি সম্পর্কে জানালেন |
(ক)প্রুনিং কি ? 1
(L) মালচিং করার প্রয়োজনিয়তা লিখ। 2
(M) হামিদ সাহেব চাষ করা ফসলে ট্রেনিং এর যে পদ্ধতিটি অনুসরন করতে হবে তার ব্যাখ্যা করো । 3
(N) উক্ত পদ্ধতি অনুসরন করে হামিদ সাহেব কিভাবে লাভবান হবেন বিশ্লেষণ করো । 4
৭।রাগিব তার আবাদি জমিতে পর পর চার বছর ধান চাষ করেছিল ।গত বছর পূর্বের তু লুনায়
ফসল কম হওয়ায় সে কৃ ষি কর্মকর্ত ার শরণাপন্ন হল ।কৃ ষি কর্মকর্ত া তাকে একই জমিতে একই ফসল
বার বার চাষ না করে নির্বাচিত কিছু ফসল বছর ভিত্তিতে ধারাবাহিকভাবে চাষের পরামর্শ দেয়।
(ক)শস্য পর্যায় কাকে বলে ? 1
(L) শস্য পঞ্জিকা হলো শস্য চাষের যাবতীয় কা্জের ক্রমসূচি-ব্যাখ্যা করো । 2
(M) কৃ্ ষি কর্মকর্তার পরামর্শকৃ ত পদ্ধতিটির নীতিমালা ব্যাখ্যা করো । 3
(N) কৃ্ ষি কর্মকর্তার পরামর্শ অনুসরন করে রাগিব কিভাবে লাভবান হবে তা বিশ্লেষণ করো । 4
৮. সংক্ষিপ্ত প্রশ্ন (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)
ক) প্লাঙ্কটন কি খ) মাছ কি গ) পল্ট্রি কি ঘ) FCR কি ঙ) বন কি চ) BCR কি ছ) সংকর জাতের গরুর বৈশিষ্ট্য লিখ

You might also like