You are on page 1of 4

A.S.

ITH
HSC(চূ ড়ান্ত মডেল টেস্ট)
বিষয় : পরিসংখ্যান (১ম পত্র)
সময় : ২ ঘন্টা পূর্ণমান : ৪৫

[ নিচের যেকোন ১৫ টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দাও।প্রতিটি প্রশ্নের মান ১। ]


১. পরিমাপন স্কেলকে কয় ভাগে ভাগ করা হয়?
ক) ২ খ) ৩ গ)৪ ঘ)১
২.তথ্যের পরিবর্ত নশীল বৈশিষ্ট্যকে কি বলে?
ক)চলক খ) ধ্রুবক গ)নমুনা ঘ)সমগ্রক
৩. কোনটি অবিচ্ছিন্ন চলক?
ক)ফু টবল খেলার গোলের সংখ্যা খ)পরিবারের সদস্য সংখ্যা
গ)ছাত্রদের বয়স ঘ)ক্লাসে ছাত্র সংখ্যা
৪. কোনটি পরিসংখ্যান?
ক)একটি গাছের দৈর্ঘ্য ৭০ ফু ট৷ খ)৩০,৪০,৫০,৬০
গ)সুমনের দৈনিক গড় ইনকাম ১০০০ টাকা ঘ) রাজুর বয়স ২০ বছর
৫."মেসির জার্সি নাম্বার ১০" এটি কোন ধরণের স্কেল?
ক)ক্রমিকসূচক খ) নামসূচকম
গ)শ্রেণিসূচক ঘ) আনুপাতিক
৬.নিচের কোনটি থেকে মধ্যমা নির্ণয় করা যায়?
ক)অজিভ রেখা খ)আয়তলেখ গ)গণসংখ্যা রেখা ঘ) কালীন রেখা
৭.কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপ কোনটি?
ক)মধ্যমা খ)প্রচু রক গ) জ্যামিতিক গড় ঘ) গাণিতিক গড়
৮. নিচের কোন তথ্যসেটের জন্য জ্যামিতিক গড় উপযোগী?
ক)-১,০,২,৩,৪,৫ খ)১,২,৪,৮,১৬
গ)১,১,১,৩,৪ ঘ)০,১,২,৩,৪,৫
৯.গাণিতিক গড় হতে সংখ্যাগুলোর ব্যবধানের সমষ্টি কত?
ক) ১ খ)-১ গ)২ ঘ) ০
১০.দুটি সংখ্যার AM = ৮, HM = ২ হলে GM কত?
ক)৭ খ)৪ গ) ১৬ ঘ)১০
১১. লেখচিত্রের মাধ্যমে নিচের কোনটি নির্ণয় করা সম্ভব না?
ক)তরঙ্গ গড় খ)চতু র্থক গ)মধ্যমা ঘ) প্রচু রক
১২.একটি তথ্যসারিতে কয়টি চতু র্থক থাকে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ)৪
১৩.কোন নিবেশনে যে মানটি সর্বাধিক বার পরিলক্ষিত হয়, তাকে কী বলে?
ক)মধ্যমা খ) প্রচু রক গ)গড় ঘ)উল্টন গড়
*নিচের তথ্য হতে ১৪-১৫ নং প্রশ্নের উত্তর দাও।
৪৮,৫২,৫৫,৫০,৪৫,৫৮,৫৬,৬০,৪৭,১১০.
১৪. মধ্যমা কত?
ক)৫২ খ)৫৩.৫ গ)৫৫ ঘ)৫৬.৩
১৫.উক্ত তথ্যসারির মধ্যক মান নির্ণয়ের জন্য নিচের কোনটি উপযোগী?
ক)গাণিতিক গড় খ)তরঙ্গ গড় গ) মধ্যমা ঘ)প্রচু রক
১৬.শীতকালে গরম কাপড়ের চাহিদা বৃদ্ধি পায়। এটি কালীন সারির কোন ধরণের উপাদান নির্দে শ করে?
ক)সাধারণ ধারা খ)অনিয়মিত ভেদ
গ)চক্রক্রমিক ভেদ ঘ) ঋতু গত ভেদ
১৭. বঙ্কিমতা কত প্রকার?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
১৮.সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি কয়টি?
ক)২ খ)৩ গ)৪ ঘ)৫
১৯. বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান এর সবচেয়ে বড় উৎস কি?
ক)বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো খ)বাংলাদেশ ব্যাংক
গ)অর্থ মন্ত্রনালয় ঘ)কৃ ষি মন্ত্রণালয়
২০.কালীন সারির যে পরিবর্ত ন আকস্মিক , তাকে কি বলে?
ক)সাধারণ ধারা খ)ঋতু গত ভেদ
গ)চক্রক্রমিক ভেদ ঘ)অনিয়মিত ভেদ
২১.কমপক্ষে কত সময় ব্যাপ্তি কোন ঘটনার গতি দেখে সাধারণ ধারা ধরে নেওয়া যায়?
ক)৩ বছর খ)৬ বছর গ) ১২ বছর ঘ)২ বছর
২২.দেশে জনশুমারী হয় কত বছর পর পর?
ক)৫ খ)১০ গ)১৫ ঘ)২০
২৩.ঋতু গত ভেদের উদাহরণ হলো -
i.ফু টবল বিশ্বকাপের সময় ফু টবলের মূল্য
ii.প্রতি রমজান মাসে পেয়াজের মূল্য
iii.প্রতি জানুয়ারি মাসে শিক্ষা সামগ্রীর মূল্য
নিচের কোনটি সঠিক?
ক)i, ii খ) i, iii গ)ii, iii ঘ) i,ii ও iii
২৪)কোনটি তথ্য সারির সম্পর্কে একসাথে সঠিক ধারণা দিতে পারে?
ক)বিস্তার খ) কেন্দ্রীয় প্রবণতা
গ)পাঁচ সংখ্যার সার ঘ)বঙ্কিমতা ও সূচ ঁ লতা
২৫.প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান কত?
ক)০ খ)-১ গ) ১ ঘ)৩

[যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও]

১। A.S.ITH এর ৬ জন ছাত্রের উচ্চতা যথাক্রমে ৫৪,৫৭,৬২,৫১,৫৮,৫৬ ইঞ্চি।


ক) চলক কী?
খ) "একজন ছাত্রের বয়স ২০ বছর। " এটি কি পরিসংখ্যান?ব্যাখ্যা কর।
গ)উদ্দীপকের প্রতিটি মানের ৩ গুণের সাথে ২ যোগ করে যোগফলের বর্গের সমষ্টি নির্ণয় কর।
ঘ) ছাত্রদের উচ্চতার বর্গের সমষ্টি ও উচ্চতার সমষ্টির বর্গ নির্ণয় কর এবং এদের মধ্যাকার সম্পর্ক দেখাও।

২। একটি ক্লাসের ৪৬ জন ছাত্র ছাত্রীর প্রাপ্ত নম্বর নিম্নরুপ-


প্রাপ্ত নম্বর ছাত্র সংখ্যা
১০-২০ ৭
২০-৩০ ১০
৩০-৪০ ১৮
৪০-৫০ ৬
৫০-৬০ ৫

ক)কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে?


খ)"গাণিতিক গড় কেন্দ্রীয় প্রবণতার শ্রেষ্ঠ পরিমাপক" ব্যাখ্যা কর।
গ)মধ্যমা ও প্রচু রক নির্ণয় কর।
ঘ)AM,GM,HM নির্ণয় কর এবং তাদের মধ্যে সম্পর্ক দেখাও।

৩। i) ২৫ জন বালকের গড় ওজন হিসাব করা হলো 60 কেজি। পরে দেখা যায়, একজন বালকের ওজন ভু লক্রমে
59 কেজির স্থলে 79 কেজি লেখা হয়োছে।
ii)কোন কারখানায় 420 জন কর্মচারী মাসিক গড় বেতন 1600 টাকা। পরে দেখা গেলো, ২ জনের বেতন ভু লক্রমে
1200 ও 1240 ধরা হয়েছে, যেখানে তাদের সঠিক বেতন 2100 ও 2140 টাকা।
ক) গাণিতিক গড় কি?
খ)জনসংখ্যা বৃদ্ধি হার নির্ণয়ে কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি উত্তম? ব্যাখ্যা কর।
গ) i) হতে সঠিক গড় ওজন নির্ণয় কর।
ঘ)ii)হতে সঠিক গড় বেতন বের কর।

৪। সাকিবের ২০ টি ইনিংসের রানসংখ্যার গণসংখ্যা নিম্নরুপ-


রান সংখ্যা ইনিংসের সংখ্যা
40-45................... 6
45-50...........,..... . 4
50-55............. .. 4
55-60................... 3
60-65................... 2
65-70.................. 1

ক) প্রচু রক কি?
খ)"মধ্যমা তথ্যসারীর সকল মানের উপর নির্ভ র করে না" ব্যাখ্যা কর
গ) গনসংখ্যা রেখা অংকন কর।
ঘ) অজিভরেখা অংকন কর এবং পঞ্চাশোর্ধ ইনিংসের পরিমান বের কর।

৫। পরিসংখ্যান বিষয়ে একজন শিক্ষক শ্রেণিকক্ষে ছাত্রদেরকে ৩ এর সাপেক্ষে নির্ণীত ১ম চারটি পরিঘাত দিলেন যাহা
নিম্নরুপঃ
-১,৫,২০,৯০
ক)পরিঘাত কি?
খ)দ্বিতীয় শোধিত পরিঘাত সর্বদাই ধনাত্মক - ব্যাখ্যা কর।
গ)উদ্দীপক হতে ৩য় শোধিত পরিঘাত নির্ণয় কর
ঘ)প্রয়োজনীয় পরিমাপ নির্ণয়পূর্বক নিবেশনটির সূঁচলতা সম্পর্কে মতামত দাও।

৬। জলবায়ু পরিবর্ত ন বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা । এ সমস্যা সমাধানের জন্য সরকারি,বেসরকারি, আধা
সরকারি প্রতিষ্ঠানসমূহ কাজ করছে এবং তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করছে। বাংলাদেশের একজন পরিসংখ্যানবিদ
বলেন যে, "সংগৃহীত তথ্য যথা্যথ হলে সিদ্ধান্ত নেওয়া সহজ হতো।" তার সংগৃহীত তথ্য ত্রুটিযুক্ত
ক)বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান কি?
খ)বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর ভূ মিকা ব্যাখ্যা কর।
গ)উদ্দীপকে পরিসংখ্যানবিদ কি ধরণের ভু লের কথা বলেছেন? বর্ণনা কর।
ঘ)উদ্দীপকের আলোকে সরকারি,বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম তু লনা কর।

৭।
বছর বিক্রয়( হাজার)
1985.......... 20
1986......... 24
1987.......... 22
1988........ 30
1989........... 28
1990....... 32

ক)কালীন সারি কি?


খ) বাংলাদেশের জলবায়ু পরিবর্ত নে কালীন সারির কোন ধরণের ধারা লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর
গ) তিন বৎসর চলিঞ্চু গড় নির্ণয় কর।
ঘ)যদি 1991 সালে বিক্রয়ের পরিমাণ 35000 হয়, তবে মূল তথ্যমান ও নিরুপিত মানের মধ্যে কোন পরিবর্ত ন কি
পরিলক্ষিত হয়?মতামত দাও।

৮। রোনালদো বর্ত মানে বিশ্বে ১ নম্বর ফু টবলার। পর্তু গালের হয়ে তিনি শেষ পাঁচ ম্যাচে গোল করেছেন যথাক্রমে
3,0,3,2,2
ক)সমগ্রক কি?
খ)ব্যবসায়ে লাভের পরিমাণ কোন ধরণের চলক? ব্যাখ্যা কর।
গ)প্রতীকের সাহায্যে প্রতিটি ম্যাচের গোলের সংখ্যার দ্বুিগুণের সাথে 4 যোগ করে তার সমষ্টি নির্ণয় কর।
ঘ)"উদ্দীপকে শুধু নামসূচক পরিমাপন স্কেল ব্যবহৃত হয়েছে" তু মি কি একমত? যুক্তিসহ উত্তর দাও।

You might also like