You are on page 1of 2

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ


হাইড্রোকার্বন ইউনিট

১৫৩, পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ ।

২৫ ফাল্গুন ১৪২৮
নম্বর: ২৮.০৬.০০০০.০০০.২৫.০০১.১৮.১৩৮ তারিখ:
১০ মার্চ ২০২২

অফিস আদেশ
হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব আবুল খায়ের মোঃ আমিনুর রহমান আগামী ১২ ও ১৩
মার্চ ২০২২ ইং তারিখে পিডিবি এর রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত APA বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ ও
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এর রাজশাহীস্থ অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় মিলিত
হবেন। 

তিনি উক্ত কাজে হাইড্রোকার্বন ইউনিটের গাড়ী নং- ঢাকা মেট্রো গ ৪২-৪৮৮৫ ব্যবহার করবেন।

তিনি ১১ মার্চ শুক্রবার ২০২২ খ্রি: তারিখ বিকালে ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ মার্চ রবিবার ২০২২ খ্রি: তারিখ দিবাগত
রাতে ঢাকা প্রত্যাবর্তন করবেন।  

২। জনাব মোঃ রিপন চৌধুরী, গাড়িচালক, হাইড্রোকার্বন ইউনিট উক্ত ভ্রমণে গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

৩। নির্দেশক্রমে এ আদেশ জারি করা হল।

১০-৩-২০২২
দেবব্রত দাস
সহকারী পরিচালক (প্রশাসন ও হিসাব)
ফোন: ৮৩৯১০৭৫
ফ্যাক্স: ৮৩৯১১১৩
ইমেইল: hcu@hcu.org.bd

২৫ ফাল্গুন ১৪২৮
নম্বর: ২৮.০৬.০০০০.০০০.২৫.০০১.১৮.১৩৮/১(৬) তারিখ:
১০ মার্চ ২০২২
অবগতি ও প্রয়োজনীয় (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হইল:(জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)

১) চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড


২) জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়,রাজশাহী।


৩) ব্যবস্থাপনা পরিচালক, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


৪) পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) (ভারপ্রাপ্ত), রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্র, বিউবো, বাগানপাড়া, রাজশাহী, বাংলাদেশ
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

৫) চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সেগুনবাগিচা,ঢাকা।

৬) অফিস কপি, হাইড্রোকার্বন ইউনিট।

১০-৩-২০২২
দেবব্রত দাস
সহকারী পরিচালক (প্রশাসন ও হিসাব)

You might also like