You are on page 1of 2

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

(পেট্রোবাংলার একটি কোম্পানি)

প্রধান কার্যালয়, নলকা, সিরাজগঞ্জ

জেনারেল এ্যাডমিন শাখা

ফোনঃ ০৭৫১-৬৩৮৩৩, তথ্য বাতায়নঃ


পিজিসিএল.বাংলা
২ চৈত্র ১৪২৮
নম্বর
২৮.১৮.০০০০.০৩৪.৯৯.০০১.১৯.১৬১ তারিখ:

১৬ মার্চ ২০২২

বিজ্ঞপ্তি/নোটিশ

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি
প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে গত ১৫-০২-২০২২ তারিখে
অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত/পেট্রোবাংলা/কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী
লিমিটেড (পিজিসিএল) এ নিম্নবর্ণিত কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/কর্মচারীকে নির্দেশক্রমে অনুরোধ করা
হলো :

ক্রম তারিখ কর্মসূচি ও সময়


১। ২৫ মার্চ, ২০২২ সারাদেশের ন্যায় পিজিসিএল এ প্রতীকি ব্ল্যাক-আউট ০১ (এক) মিনিটের জন্য
গণহত্যা দিবস
(রাত ০৯.০০ থেকে ০৯.০১ মিনিট পর্যন্ত। কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত)।

২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ মোনাজাত/প্রার্থনা।


সময়: বাদ যোহর, নামাজ ঘর, পিজিসিএল প্রধান কার্যালয়, নলকা, সিরাজগঞ্জ।

বাস্তবায়নে : সার্ভিসেস ডিপার্টমেন্ট। 

২। ২৬ মার্চ, ২০২২ পিজিসিএল এ জাতীয় পতাকা উত্তোলন (ঐ দিন সূর্যোদয়ের সাথে সাথে)।
মহান স্বাধীনতা ও

জাতীয় দিবস কোম্পানির প্রধান কার্যালয়ের সম্মুখভাগে রাস্তা সংলগ্ন এলাকায় আলোকসজ্জা
(কোনক্রমেই ২৫-০৩-২০২২ তারিখ আলোকসজ্জা করা যাবে না। ২৬-০৩-২০২২
সন্ধ্যা থেকে
আলোকসজ্জা করা যাবে।)

মেন্ট। 
বাস্তবায়নে : সার্ভিসেস ডিপার্ট

এছাড়া কোম্পানির অন্যান্য আঞ্চলিক কার্যালয়সমূহ স্ব স্ব জেলা/উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে স্বল্প পরিসরে
স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

১৬-৩-২০২২
মোঃ আবুল কাসেম প্রধানীয়া
মহাব্যবস্থাপক
ফোন:
০৭৫১-৬৩৮২৮
ইমেইল:
gm.admin@pgcl.org.bd

সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হল:

১) সকল মহাব্যবস্থাপক, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


২) সকল উপ-মহাব্যবস্থাপক, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


৩) সকল ব্যবস্থাপক, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

৪) সকল উপ-ব্যবস্থাপক, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


৫) উপ-ব্যবস্থাপক (সমন্বয়), ব্যবস্থাপনা পরিচালক এর দপ্তর, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


৬) সকল সহকারী ব্যবস্থাপক ও সমমানের কর্মকর্তা, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


৭) সকল সহকারী কর্মকর্তা ও সমমানের কর্মকর্তা, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

৮) সকল পদের কর্মচারী, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

You might also like