You are on page 1of 2

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

(পেট্রোবাংলার একটি কোম্পানি)

প্রধান কার্যালয়, নলকা, সিরাজগঞ্জ

এমআইএস অ্যান্ড এইচইএস শাখা

ফোনঃ ০২৫৮৮৮৩১৪৪২, তথ্য বাতায়নঃ


পিজিসিএল.বাংলা
১৩ চৈত্র ১৪২৮
নম্বর
২৮.১৮.০০০০.১০৭.০৬.০০১.২২.৫৯ তারিখ:

২৭ মার্চ ২০২২

কোম্পানির মর্নিং সভার বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সভাপতিত্বে  অত্র
কোম্পানির  মর্নিং  সভা আগামী  ২৮ মার্চ ২০২২ তারিখ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় কোম্পানির কনফারেন্স
রুমে  অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কোম্পানির সকল  মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপকগণকে  নির্ধারিত
সময়ে কনফারেন্স রুম-এ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক উপস্থিত থাকার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। 

সভার আলোচ্যসূচীঃ
১। কোম্পানির সকল শ্রেণির গ্রাহকের বকেয়া গ্যাস বিল আদায়ের অগ্রগতি।
২। সকল ডিভিশনের গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পাদনের বিষয়ে টাইম বাউন্ড ওয়ার্ক প্ল্যান (Time Bound Work
Plan) প্রণয়নপূর্বক তা যথাসময়ে বাস্তবায়ন নিশ্চিতকরণ।
৩। কোম্পানির ২০২১-২০২২ অর্থ বছরের APA এবং Five Tools (NIS, e-Governance &
Innovation, RTI, GRS, Citizen Charter) এ নির্ধারিত কার্যক্রম/লক্ষ্যমাত্রা যথাসময়ে
বাস্তবায়ন। 
৪। বিবিধ।

২৭-৩-২০২২
মোঃ ফজলে আলম
মহাব্যবস্থাপক
ফোন:
০২৫৮৮৮৩১৪৩৮
ইমেইল:
gm.pnd@pgcl.org.bd

সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হল:

১) মহাব্যবস্থাপক, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


২) উপ-মহাব্যবস্থাপক, পরিকল্পনা ডিপার্টমেন্ট, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


৩) উপ-মহাব্যবস্থাপক, বগুড়া সেলস ডিপার্টমেন্ট ও ফোকাল পয়েন্ট, প্রি-পেইড মিটার স্থাপন, পশ্চিমাঞ্চল গ্যাস
কোম্পানী লিমিটেড

৪) উপ-মহাব্যবস্থাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


৫) উপ-মহাব্যবস্থাপক, সার্ভিসেস ডিপার্টমেন্ট, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (কমপক্ষে ২০জনের আপ্যায়নের
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো)।

৬) প্রকল্প পরিচালক, রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক
নির্মাণ প্রকল্প, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড
৭) উপ-মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব), সেন্ট্রাল রেভিনিউ ডিপার্টমেন্ট, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

৮) উপ-মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


৯) উপ-ব্যবস্থাপক (সমন্বয়), ব্যবস্থাপনা পরিচালক এর দপ্তর, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

You might also like