You are on page 1of 2

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

(পেট্রোবাংলার একটি কোম্পানি)


প্রধান কার্যালয়, নলকা, সিরাজগঞ্জ


আইসিটি শাখা

ফোনঃ ০২৫৮৮৮৩১৪৪২, তথ্য বাতায়নঃ


পিজিসিএল.বাংলা

১৪ চৈত্র ১৪২৮
স্মারক নম্বর: ২৮.১৮.০০০০.০৫৪.৯৯.০০২.২১.৩৩ তারিখ:

২৮ মার্চ ২০২২
বিষয়: "সেবা পদ্ধতি সহজিকরণ” বিষয়ক সভার বিজ্ঞপ্তি।
সূত্র: স্মারক নম্বর: ২৮.১৮.০০০০.০৫৪.৯৯.০০২.২১.৩০; তারিখঃ ১৫ মার্চ ২০২২
সেবা সহজিকরণ কার্যক্রমে গতিশীলতা সঞ্চারের লক্ষ্যে এটুআই প্রোগ্রাম কর্তৃক বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধিদের নিয়ে
সেবা পদ্ধতি সহজিকরণ বিষয়ক তিন দিনব্যপী একটি কর্মশালা গত ১২-১৪ মার্চ, ২০২২ তারিখ সকার ৯ঃ০০ টা থেকে
বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত পর্যটন মোটেল রাজশাহীতে অনুষ্ঠিত হয়। পিজিসিএল অফিস আদেশ নম্বরঃ
২৮.১৮.০০০০.০৪৫.২৫.০১৩.২০.১১; তারিখঃ ১১ মার্চ ২০২২ মাধ্যমে পিজিসিএল হতে ৩ (তিন) জন প্রতিনিধিকে
বর্ণিত কর্মশালায় অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রদান করা হয়।
উক্ত কর্মশালায় সম্পাদিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাগনকে অবহিতকরণ ও নির্বাচিত সেবাটি
সহজিকরণের জন্য প্রস্তাবনা চূড়ান্তকরণ ও নির্ধারিত সময়ের মধ্যে এটুআই বরাবর প্রেরণের লক্ষ্যে স্মারক নম্বর:
২৮.১৮.০০০০.০৫৪.৯৯.০০২.২১.৩০; তারিখঃ ১৫ মার্চ ২০২২ অনুযায়ী একটি সভা গত ১৬/০৩/২০২২ তারিখ সকাল
১০ঃ০০ ঘটিকায় পিজিসিএল কনফারেন্স কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নির্বাচিত সেবাটি সহজিকরন সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে প্রাপ্ত দিকনির্দেশনার প্রেক্ষিতে বর্ণিত সেবাটি
সহজিকরণের জন্য প্রস্তাবনা চূড়ান্তকরণ করে হয়েছে। চুড়ান্তকৃত প্রস্তাবনাটি প্রদর্শনের জন্য আগামী ২৯/০৩/২০২২ তারিখ
সকাল ১১ঃ০০ ঘটিকায় পিজিসিএল কনফারেন্স কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। সেবা সহজিকরণ প্রস্তাবনা সভায়
সর্বসম্মতি ক্রমে গৃহীত হলে এটি এটুআই বরাবর প্রেরণ করা হবে।

উল্লেখিত সভায় আপনাকে যথাসময়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা
হলো। 

২৮-৩-২০২২
শৈলজা নন্দ বসাক
মহাব্যবস্থাপক (অপারেশন), চলতি দায়িত্ব ও
বিতরণ : ফোকাল পয়েন্ট কর্মকর্তা, পিজিসিএল ইনোভেশন
১) মহাব্যবস্থাপক, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড টিম।

২) সকল সদস্য, পিজিসিএল APA বিষয়ক কমিটি ফোন: ০৭৫১-৬৩৮২১


৩) সকল সদস্য, পিজিসিএল e-Governance & ইমেইল: gm.opt@pgcl.org.bd
Innovation বিষয়ক কমিটি

৪) উপ-মহাব্যবস্থাপক, বগুড়া সেলস ডিপার্টমেন্ট,


পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড
৫) উপ-মহাব্যবস্থাপক, রিজিওনাল রেভিনিউ ডিপার্টমেন্ট,
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

৬) ব্যবস্থাপক, আইসিটি শাখা, পশ্চিমাঞ্চল গ্যাস


কোম্পানী লিমিটেড
৭) ব্যবস্থাপক, কমন সার্ভিস অ্যান্ড ট্রান্সপোর্ট কন্ট্রোল
শাখা, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

৮) সহকারী প্রকৌশলী, রাজশাহী রিজিওনাল অফিস,


পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড
৯) সহকারী প্রকৌশলী, সেন্ট্রাল রেভিনিউ ডিপার্টমেন্ট,
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড

১০) সহকারী প্রকৌশলী, আইসিটি শাখা, পশ্চিমাঞ্চল


গ্যাস কোম্পানী লিমিটেড

১৪ চৈত্র ১৪২৮
স্মারক নম্বর:
২৮.১৮.০০০০.০৫৪.৯৯.০০২.২১.৩৩/১ তারিখ:
২৮ মার্চ ২০২২

সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হল:


১) উপ-ব্যবস্থাপক (সমন্বয়), ব্যবস্থাপনা পরিচালক এর দপ্তর, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড


২৮-৩-২০২২
শৈলজা নন্দ বসাক

মহাব্যবস্থাপক (অপারেশন), চলতি দায়িত্ব ও


ফোকাল পয়েন্ট কর্মকর্তা, পিজিসিএল
ইনোভেশন টিম।

You might also like