You are on page 1of 1

আহ্বান

হে পথ,
পৃথিবীর বুকে তুমি অনন্তের দিশারি, তোমার ক্ষয়, পায়ের চিহ্ন, মৃত্যুর যাত্রা,
সাদা শিউলি নিরুত্তর, তোমার সাথে দেব পাড়ি।
হে বৃক্ষ,
তোমার ছায়ায় শিশিরের ঘুম। ঝরা পাতা, শীতল স্পর্শ, পাখির ভেতর পাখি
তোমার শেকড়ে রাত, ডাল যেন বিকেল নিঝুম।

হে আকাশ,
তোমার বক্ষে চোখের নোনা পানি। অতৃপ্ত তৃষ্ণা, ধূসর মরু, ভাঙ্গা উঠান, শিবের জটা খুলে, সোনালি গঙ্গার
জল ঢালি।

হে নদী,
তোমার ঢেউয়ে নীল নৌকো
অনেক একাকীত্বতা, মাঝির গান, ভাঙ্গা মন,
স্বপ্নের দালান নাড়ায় উত্তরের হাওয়া।
হে অরণ্য,
তোমার বুকে কবিতার দাবানল।
ঝরা পাতা, সবুজ সূর্য, শাল সেগুন পলাশের কান্না,
পশুরা পিচ রাস্তায়, হায়নার চোখে জল।

You might also like