Untitled

You might also like

You are on page 1of 8

TENSE-কাল / সময়

(01) Present Indefinite Tense

বর্ত মানে কোন কাজ সাধারণ ভাবে সংঘটিত হলে তাকে present indefinite tense

বলে।

*চিনার উপায় ঃ- বাংলা ক্রিয়ার শেষে 'অ', 'আ', 'এ', 'ই', 'য়', 'ও' ইত্যাদি থাকবে।

যেমনঃ

আমি বইটি পড়ি - ই

সে স্কু লে যায় -য়

তু মি ভাত খাও -ও

সুর্য পূর্ব দিকে উঠে -এ

সততা সর্বোকৃ ষ্ট পন্থা -আ

Structure:- (গঠন)

1) Subject + verb (vi) + extension. - ( হ্যাঁ বোধক) ।

2) Subject + do / dose not + verb (vi) + extension. ( না বোধক)। -

3) Do/Dose+ subject + verb (vi) + extension ? - প্রশ্ন বোধক) । 4) Do / Dose + subject + not + verb (vi) +
extension ? - (প্রশ্ন না বোধক)।

5) Don't/Doesn't+ subject + verb (vi) + extension ? - ( প্ৰশ্ন না বোধক)। lif subject noun]

(02) present continuous tense

বর্ত মানে কোন কাজ চলছে/ চলিতেছে বোঝাবে এরুপ বাক্য কে present continues

tense বলে।

* চিনার উপায়ঃ- বাংলা ক্রিয়া শেষে 'তেছি', 'তেছ', 'তেছে', 'তেছেন', বা 'ছি', 'ছ', 'ছে', 'ছেন' ইত্যাদি থাকবে।

যেমনঃ

সে বইটি পড়ছে/পড়িতেছে - ছে/তেছে

তু মি গল্পটি লিখছ/লিখিতেছ -ছ/তেছ

আমি শিশুটিকে আদও করছি/করিতেছি - ছি/তেছি

মা ভাত রান্না করছে/করছেন/করিতেছেন - ছে/ছেন/তেছেন

Structure:- (গঠন)
1) Subject + am/is/are+ verb + ing + extension. ( হ্যাঁ বোধক) । -

2) Subject + am/is/are + not + verb + ing + extension. ( না বোধক)

3) Am / Is / Are + Subject + verb + ing + extension ? ( প্রশ্ন বোধক)।

4) Am / Is / Are + Subject + not + verb + ing + extension ? - ( প্রশ্ন না বোধক)।

5) Am't / Isn't / Aren't + Subject + verb + ing + extension ? - ( প্রশ্ন না বোধক)। lif subject noun]

(03) Present Perfect Tense

কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল পাওয়া যাইনি এরূপ বাক্যকে present perfect tense বলে ।

*চিনার উপায়ঃ- বাংলা ক্রিয়া শেষে 'এছি', 'এছ', 'এছে', 'এছেন', বা 'য়াছি', 'য়াছ', 'য়াছেন' ইত্যাদি থাকবে।

যেমনঃ-

আমি স্কু লে গিয়েছি -য়ছি/এছি

সে ভাত খেয়েছে -য়ছে এছে

তু মি সেখানে গিয়াছ -য়াছ

তাহারা মাঠে খেলছে - এছে

তিনি বইটি পড়েছেন - এছেন

Structure:- (গঠন)

1) Subject + have / has + verb (va) + extension. ( হ্যাঁ বোধক) । 2) Subject + have / has not + verb ( v3 ) +
extension. (না বোধক)

3 ) Have / Has + subject + verb ( v3 ) + extension ? ( প্রশ্ন বোধক) । 4 ) Have / Has + subject + not + verb
( v3 ) + extension ? (প্রশ্ন না -

বোধক)।

5) Haven't / Hasn't+ subject + verb ( v3 ) + extension ? ( প্রশ্ন না - বোধক)। [if subject is noun]

(04) Present Perfect Continuous Tense

বর্ত মানকালে কোনো কাজ অনবরত চলছে যা অতীতে কোনো নির্দি ষ্ট/অনির্দি ষ্ট সময়ে আরাম্ভ হয়ে কাজটি এখনো চলছে এমন বুঝালে
তাকে present perfect continuous tense বলে ।
*চিনার উপায়ঃ- সময়+ 'তেছি', 'তেছ', 'তেছে', 'তেছেন', বা 'ছি', 'ছ', 'ছে', 'ছেন' ইত্যাদি থাকবে।

যেমনঃ-

আমি সকাল থেকে বইটি পড়ছি/পড়িতেছি সে চারদিন ধরে জরে ভু গছে/ভু গতেছে। সে দুই ঘণ্টা ধড়ে পড়ছে/পড়িতেছে। রহিম বিকাল
থেকে খেলছে/ খেলিতেছে। করিম এক ঘণ্টা ধরে কাজটি করছে/করিতেছে।

Structure:- (গঠন)

1) Subject+ have been/had been+ verb+ ing+ extension+

sins/for+ time. - (হ্যাঁ বোধক) । (2) Subject+ have not been / had not been+ verb + ing+

extension+ sins / for + time. (না বোধক)।

3) Have/Has+ subject+ been+ verb+ ing+ extension+ sins / for+ time? ( প্রশ্ন বোধক) |

4) Have/Had+ subject+ not+ been+ verb+ ing+ extension+

sins/for+ time? (প্রশ্ন না বোধক)।

5) Haven't/Hasn't+ subject+ been+ verb+ ing+ extension+ sins / for+ time? ( প্রশ্ন না বোধক)। ( if subject is
noun )

(05) Past Indefinite Tense

অতিতে কোনো কাজ শেষ হয়েছে এবং বর্ত মানে কোনো ফলাফল নেই এরুপ বুঝালে

তাকে past indefinite tense বলে ।

*চিনার উপায়ঃ-বাংলা ক্রিয়া শেষে 'ল', 'লে', 'লাম', 'লেন', 'লি' ইত্যাদি

থাকবে।

যেমনঃ-

আমি বইটি কিনলাম- লাম।

সে স্কু লে গেল-ল।

তু মি হাসলে- লে।

তিনি বাজার গেলেন- লেন।

তু ই পতু লটি ভাংলি- লি ।

Structure:- (গঠন)
1) Subject+ verb(v2) + extension. (হ্যাঁ বোধক) ।

2) Subject+ did not + verb + extension. - ( না বোধক) ।

3) Did + subject + verb + extension ? (প্রশ্ন বোধক) ।

4) Did+ subject+ not + verb + extension? - ( প্রশ্ন না বোধক) ।

5) Didn't+ subject + verb + extension ? - ( প্রশ্ন না বোধক)। [if subject is noun]

(06) Past Continuous Tense

অতীতে কোনো কাজ অনবরত চলছিল এরূপ বুঝালে তাকে present continuous

tense বলে।

*চিনার উপায়ঃ- বাংলা ক্রিয়া শেষে 'তেছিলাম', 'তেছিলেন', 'তেছিল', 'তেছিলে' বা 'ছিলাম', 'ছিলেন', 'ছিল', 'ছিলে', ইত্যাদি
থাকবে।

* যেমনঃ-

সে বইটি পড়ছিল/পড়িতেছিলে- ছিল/তেছিলে তিনি বাজার করছিলেন/করিতেছিলেন- ছিলেন/তেছিলেন তু মি ভাত


খাচ্ছিলে/খাইতেছিলে- ছিলে/তেছিলে আমি পত্রিকাটি পড়ছিলাম / পড়িতেছিলাম- ছিলাম/তেছিলাম

Structure:- (গঠন)

1) Subject + was / were + verb + ing + extension. ( হ্যাঁ বোধক) । -

2) Subject + was / were not + verb + ing + extension - ( না বোধক)।

3) Was / Were+ subject + verb + ing + extension ? ( প্রশ্ন বোধক)।

4) Was/were subject + not + verb + ing + extension ? - ( প্রশ্ন না বোধক) । 5) wasn't / Weren't subject +
verb + ing + extension ? - (প্রশ্ন না বোধক) । [if subject is noun]

(07) Past Perfect Tense

অতীতে দুটি কাজ হয়েছিল একটি আগে এবং অপরটা পরে সংঘটিত হয়েছিল এমন বোঝালে তেকে past perfect tense বলে ।

*চিনার উপায়ঃ-পুর্বে/পরে+ 'ল', 'লে', 'লাম', 'লেন', 'লি', ইত্যাদি হবে।

* যেমনঃ-
ডাক্তার আসার পর রোগীটি মারা গেল- ল। তু মি আসার পূর্বে আমি ভাত খেলাম- লাম। ঝড় থামার পর বৃষ্টি হয়েছিল- ল। সে স্কু লে
যাবার পূর্বে ঘন্টা পড়ল ল। আমি বলার পর তু মি গল্পটি বললে-লে। # যে কাজটি আগে হবে উহা past perfect tense এ হবে।

#যে কাজ পরে হবে উহা past indefinite tense হবে।

[Past perfect+ before+ past indefinite]

[Past indefinite+ after+ past perfect]

1) Subject+ had+ verb (v.) + extension - ( হ্যাঁ বোধক)।

3) Had+ subject+ verb ( vs ) + extension ? - ( প্রশ্ন বোধক)।

2) Subject+ had not + verb (v) + extension. ( না বোধক)। 5) Hadn't+ subject + verb ( vs ) + extension ? -
(প্রশ্ন না বোধক)।[if subject is noun]

4) Had+ subject+ not + verb ( v3 ) + extension ? - ( প্রশ্ন না বোধক)।

(08) Past Perfect continuous Tense

অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি অপেক্ষাকৃ ত পুর্বে দীর্ঘ সময় ধরে চলছিল এরূপ বুঝালে তাকে past perfect
continuous tense বলে।

*চিনার উপায়ঃ-সময়/অতীত দুটি কাজ + 'তেছিল', 'তেছিলে', 'তেছিলাম, 'তেছিলেন', বা 'ছিল', 'ছিলে', 'ছিলাম', 'ছিলেন'
ইত্যাদি থাকবে।

* যেমনঃ-

আমি দুই ঘন্টা ধরে বইটি পড়ছিলাম/পড়তেছিলাম- ছিলাম/তেছিলাম।

সে আসার পূর্বে/পরে আমি স্কু লে যাইতেছিলাম/ যাচ্ছিলাম- তেছিলাম/ছিলাম।

সে সকাল থেকে গল্পটি বলছিল/বলতেছিল - ছিল/তেছিল।

Structure: - (গঠন)

1) Subject+ had been + verb + ing + extension - ( হ্যাঁ বোধক)।

2) Subject + had not been + verb + ing + extension. ( না বোধক)। -

3) Had+ subject+ been + verb + ing + extension ? ( প্রশ্ন বোধক)। - 4) Had+ subject+ not been + verb + ing
+ extension ? - (প্রশ্ন না বোধক)।

(09) Future Indefinite Tense

ভবিষ্যতে কোন কাজ করা হবে এরূপ বুঝালে তাকে future indefinite tense বলে। *চিনার উপায়ঃ- বাংলা ক্রিয়া শেষে 'ব', 'বে',
'বা', 'বেন', 'বি', ইত্যাদি

থাকবে।
* যেমন,

তু মি বইটি কিনে থাকবে বে। -

সে বাড়ি আসবে বে।

আমি সেখানে যাব ব৷

তিনি ঢাকা যাবেন - বেন।

আমি স্কু লে যাব - ব

Structure:-(গঠন)

1) Subject+ shall/will + verb + extension. (হ্যাঁ বোধক)।

2) Subject+ shall/will not + verb + extension. ( না বোধক)।

3) Shall/will + subject + verb + extension ? ( প্রশ্ন বোধক)। 4) Shall/will + subject + not + verb + extension ?
(প্রশ্ন না বোধক)।

5) Shan't / won't + subject + verb + extension ? ( প্রশ্ন না বোধক)।[if subject is noun]

(10) Future continuous Tense

ভবিষ্যতে কোনো কাজ অনবরত চলতে থাকবে এরূপ বুঝালে তাকে future continuous tense বলে।

*চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে 'তে থাকব', 'তে থাকবা', 'তে থাকবে', থাকবেন', 'তে থাকবি', ইত্যাদি থাকবে। 'তে

* যেমনঃ-

আমি একটি গান গাইতে থাকব তে থাকব। সূর্য পৃথিবীতে আলো দিতে থাকবে – তে থাকবে। - মা ভাত রান্না করতে থাকবেন - তে
থাকবেন । তু মি বইটি পড়তে থাকবা তে থাকবা। - আমি মাঠে ফু টবল খেলতে থাকব তে থাকব। -

Structure:- (গঠন)

1) Subject + shall be/ will be verb + ing + extension. ( হ্যাঁ বোধক)।

2) Subject + shall not be / will not be + verb + ing + extension. ( नা ব ধো ক )।

3) Shall/will + subject + be+ verb + ing + extension ? ( প্রশ্ন বোধক) ।

4) Shall/will + Subject + not be + verb + ing + extension ? ( প্রশ্ন না বোধক)।


(11) Future perfect tense

ভবিষ্যতে কোন কাজ হয়ে থাকবে এরূপ বোঝালে তাকে future perfect tense

বলে।

* চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে 'এ থাকব', 'এ থাকবে', 'এ থাকবা', 'এ থাকবেন', ইত্যাদি থাকবে।

*যেমনঃ-

সে বইটি পড়ে থাকবে – এ থাকবে।

তু মি ভাত খেতে থাকবা - এ থাকবা ।

তিনি বাজার গিয়ে থাকবেন এ থাকবেন। আমি কাজটি করে থাকব এ থাকব।

Structure (গঠন)

1) Subject+ Shall have/will have+ verb (v) + extension. ( হ্যাঁ বোধক)। 2) Subject+ Shall not have / will not
have verb ( vs ) + extension. (না বোধক)।

3) Shall/will + Subject have verb (v) + extension ? ( প্রশ্ন বোধক) ।

4) Shall/will + Subject + not have verb (v 3 ) + extension ? ( প্রশ্ন না বোধক)।

5) Shan't / Won't + Subject have verb ( vs ) + extension ? ( প্রশ্ন না বোধক)।[if subject is noun]

(12) Future Perfect Continous Tense

ভবিষ্যতে কোনো কাজ আরাম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে এরূপ বোঝালে তাকে future
continuous tense বলে।

*চিনার উপায়ঃ- সময়/ভবিষ্যত দুটি কাজ + বাংলা ক্রিয়ার শেষে 'তে থাকব', 'তে

থাকবে', 'তে থাকবা', 'তে থাকবেন, ইত্যাদি থাকবে।

*যেমনঃ-

আমি এক ঘন্টা ধরে বইটি পড়তে থাকব- তে থাকব। সে আসার পর আমি বেড়াতে থাকব- তে থাকব। সুর্য উঠা পর্যন্ত সে নামাজ পড়তে
থাকবে- তে থাকবে। সে সকাল থেকে লিখতে থাকবে- তে থাকবে।

Structure (গঠন)

1) Subject + shall/will have been + verb + ing + extension. ( হ্যাঁ বোধক)।

2) Subject+ shall/will+ not+ have been+ verb+ ing+ extension. ( বোধক)।

3) Shall/will + subject + have been + verb + ing + extension ? ( প্রশ্ন


বোধক)।

4) Shall/will + subject + not have been + verb + ing + extension ? ( প্রশ্ন না বোধক)।

5) Shan't/won't+ subject + have been + verb + ing + extension ? ( প্রশ্ন না বোধক)।[if subject is noun]

You might also like