You are on page 1of 2

Engineering Admission Program 2022


Engineering Advance Course
HSC Daily CQ And MCQ Live Exam C-02
Written Master Set: 1 (Question & Solution)

Question 1

দৃশ্যকল্প-(i): 85°C   তাপমাত্রায় নির্দিষ্ট ভরের NaCl  কে 250 g পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ
প্রস্তুত করা হল। উক্ত দ্রবণকে 20°C   এ শীতল করা হল। [20°C ও 85°C   তাপমাত্রায় পানিতে
NaCl এর দ্রাব্যতা 34.0 ও 53.5 ]

দৃশ্যকল্প-(ii): 20 C তাপমাত্রার 0.1M NaCl দ্রবণে AgCl যোগ করে AgCl এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত

করা হল। 20°C  তাপমাত্রায় AgCl এর দ্রাব্যতা গুণফল 4 × 10  mol L . −10 2 −2

(ক)দ্রাব্যতা গুণফল কী? ১


(খ) সমআয়ন প্রভাব বলতে কী বুঝ? ২
(গ) দৃশ্যকল্প-(i) অনুযায়ী অধঃক্ষিপ্ত NaCl এর পরিমাণ নির্ণয় কর। ৩
(ঘ) দৃশ্যকল্প-(ii)
অনুযায়ী বিশুদ্ধ পানিতে ও 0.1M NaCl দ্রবণে AgCl  এর দ্রাব্যতা হিসাব কর এবং দ্রাব্যতা
পরিবর্ত নের কারণসমূহ বিশ্লেষণ কর।   ৪
( ক) নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত উপাদান আয়নসমূহের যথোপযুক্ত ঘাতে
উন্নীত ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে।
 
নম্বর বণ্টনঃ
সংজ্ঞা লেখার জন্য ০১ নম্বর।
 
( খ) কোনো অধিক দ্রবণীয় লবণের দ্রবণে একই অ্যানায়ন বা ক্যাটায়নবিশিষ্ট কোনো স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা
হ্রাস পাওয়ার ঘটনাকে সমআয়ন প্রভাব বলে। যেমনঃ- NaCl  এর দ্রবণে
AgCl  এর দ্রাব্যতা হ্রাস পায়। 
 
নম্বর বণ্টনঃ
সমআয়ন প্রভাব বুঝিয়ে লেখার জন্য ০২ নম্বর।
 
( গ) 85°C  তাপমাত্রায় দ্রবীভূত
NaCl  এর ভর
=
53.5×250

100
= 133.75g

20°C  তাপমাত্রায় দ্রবীভূত


NaCl  এর ভর
=
34×250

100
= 85g  
∴ অধঃক্ষিপ্ত
NaCl  এর পরিমাণ = (133.75 − 85) g = 48.75g

 
নম্বর বণ্টনঃ
85°C  তাপমাত্রায় দ্রবীভূত
NaCl  এর ভর 
= 133.75g নির্ণয়ের জন্য ০১ নম্বর।
20°C  তাপমাত্রায় দ্রবীভূত
NaCl  এর ভর
= 85g নির্ণয়ের জন্য ০১ নম্বর।
অধঃক্ষিপ্ত
NaCl  এর পরিমাণ= 48.75g নির্ণয়ের জন্য ০১ নম্বর।
[বি.দ্রঃ একক না লিখলে বা ভুল লিখলে ০১ নম্বর কাটা যাবে।]
 


( ঘ) −10 2 −2
KSP (AgCl) = 4 × 10  mol L

বিশুদ্ধ পানিতে  এর দ্রাব্যতা,
−−−−−− −−
−−− −10 −1 −5 −1
AgCl S = √KSP = √4 × 10  molL = 2 × 10  molL

ধরি, 0.1 M NaCl   দ্রবণে AgCl এর দ্রাব্যতা = S1

+ −
AgCl  ⇋ Ag + Cl

+ − −10 2 −10
KSP = [Ag ] × [Cl ] ⇒ 4 × 10 = S1 × (S1 + 0.1) ⇒ S + 0.1S1 − 4 × 10 = 0
1

∴ S1 = 4 × 10
−9
     অথবা,    
 mol L
−1
S1 = −1 × 10 [গ্রহণযোগ্য নয়]
−1
 mol
−1
 L
−2

দেখা যাচ্ছে যে, 0.1M NaClদ্রবণে  এর দ্রাব্যতা


AgCl গুণ কমেছে। এর কারণ
2×10

4×10
−5

−9
= 5000  এর NaCl

সমআয়ন Cl

এর প্রভাবে  এর বিয়োজন মাত্রা কমে গিয়েছে যাতে
AgCl অপরিবর্তিত থাকে।   KSP

 
নম্বর বণ্টনঃ
বিশুদ্ধ পানিতে  এর দ্রাব্যতা,
AgCl = 2 × 10 নির্ণয়ের জন্য ০১ নম্বর।
−5
 molL
−1

NaCl  দ্রবণে  এর দ্রাব্যতা


AgCl = 4 × 10   নির্ণয়ের জন্য ০১ নম্বর।
−9
 mol L
−1

NaCl  দ্রবণে  এর দ্রাব্যতা


AgCl  গুণ কমেছে অথবা শুধুমাত্র কমেছে লেখার জন্য ০১ নম্বর।
5000

NaCl  এর সমআয়ন এর প্রভাবে


Cl

 এর বিয়োজন মাত্রা কমে গিয়েছে যাতে
AgCl অপরিবর্তিত থাকে KSP

লখোর জন্য ০১ নম্বর।


 

Back

Help Explore Get in Touch


About Us Udvash Address: Malek Tower (6th Floor), Opposite
Farmgate
FAQs Unmesh Police Box, Farmgate Dhaka 1215.
Privacy Policy Uttoron Helpline : 09666775566
Terms & Conditions Udvash-Unmesh Email: info@udvash.com
Contact Us

Copyright © 2000-2023 Udvash-Unmesh. | P-10112 | V-16.144.6 | Privacy Policy | Terms & Conditions

You might also like