You are on page 1of 2

Engineering Admission Program 2022


Engineering Advance Course
HSC Daily CQ And MCQ Live Exam C-02
Written Master Set: 2 (Question & Solution)

Question 1

[N কক্ষপথের ব্যাসার্ধ  8.46 × 10 −10


 m ] 
(ক)α-কণা কী?  ১
(খ)  57 La মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে কেন? ২
(গ) M শক্তিস্তরের জন্য l ও m এর মান হিসাব করে মোট অরবিটাল সংখ্যা ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা
নির্ণয় কর। ৩
(ঘ) M ও N কক্ষপথে আবর্ত নশীল ইলেকট্রনের গতিবেগের তুলনামূলক বিশ্লেষণ কর। ৪
( ক) হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাই
α -কণা।
 
নম্বর বণ্টনঃ
সংজ্ঞা লেখার জন্য ০১ নম্বর।
 
( খ)  
57
La মৌলের ইলেকট্রন বিন্যাস: 
2 2 6 2
1s 2s 2p 3s 3p 3d
6 10 2 6
4s 4p 4d
10
4f
0 2 6 1
 5s  5p   5d
2
 6s

কারণ উচ্চ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহের ক্ষেত্রে nf ও অরবিটালের শক্তির পার্থক্য খুব কম
(n + 1) d

হয়। ফলে এদের ক্ষেত্রে অর্থাৎ f অরবিটালের বদলে পরবর্তী d অরবিটালে ইলেকট্রন এর অবস্থানে ‘ক্রস-ওভার’
ঘটে। অর্থাৎ
4f
1
এর বদলে
5d
1
হয়।
 
নম্বর বণ্টনঃ
 
57
La মৌলের ইলেকট্রন বিন্যাস লেখার জন্য ০১ নম্বর।
প্রাসঙ্গিক ব্যাখ্যা লেখার জন্য ০১ নম্বর।
 
( গ) উদ্দীপকে বর্ণিত পরমাণু মডেল হতে, 
M অরবিটের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n=3
প্রধান শক্তিস্তর
n = 3 হলে, অর্থাৎ ৩য় শক্তিস্তরে উপশক্তিস্তর তিনটি, 
l = 0,  1,  2
 3s,  3p,  3d

3s উপশক্তিস্তরের জন্য,  উপশক্তিস্তরে একটি অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকে।


l = 0,  m = 0 ∴ 3s

3p উপশক্তিস্তরের জন্য, উপশক্তিস্তরে তিনটি অরবিটালের প্রতিটিতে দুইটি করে


l = 1 ; m = −1,  0, +1  ∴ 3p

সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকে।


3d উপশক্তিস্তরের জন্য,   উপশক্তিস্তরে পাঁচটি অরবিটালের
l = 2 ; m = −2,   − 1,  0,   + 1,   + 2  ∴ 3d

প্রতিটিতে দুইটি করে সর্বোচ্চ দশটি ইলেকট্রন থাকে।


∴ M অরবিটের মোট অরবিটাল সংখ্যা  টি = 9 টি
(1 + 3 + 5)

এবং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা টি = 18টি  


(2 + 6 + 10)

 
নম্বর বণ্টনঃ
l ও m এর মান হিসাব করে লেখার জন্য ০২ নম্বর।
মোট অরবিটাল সংখ্যা ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের জন্য ০১ নম্বর।
 
( ঘ) N কক্ষপথের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা  n = 4

কক্ষপথের ব্যাসার্ধ 
r = 8.46 × 10
−10
 m

প্লাঙ্কের ধ্রুবক, 
h = 6.626 × 10
−34
 Js

ইলেকট্রনের গতিবেগ,  ?v =

বোর পরমাণু মডেল অনুসারে,


কৌণিক ভরবেগ,  mvr =
nh


⇒ vN =
nh

2π×mr
=
4×6.626×10

2×22×9.11×10
−31
−34
×7

×8.46×10
−10
5
= 5.47 × 10  ms
−1

∴ ইলেকট্রনের গতিবেগ   5.47 × 10  ms    


5 −1

আবার, M কক্ষপথের জন্য,  n = 3

কক্ষপথের ব্যাসার্ধ, 
2
n 2
3 3 −10 −10
r3 = 2
× r4 ⇒ r3 = 2
× 8.46 × 10 ∴ r = 4.76 × 10  m
n 4
4

ইলেকট্রনের গতিবেগ, 
−34
3×6.626×10 ×7 5 −1
vM = −31 −10
= 7.29 × 10  ms
2×22×9.11×10 ×4.76×10

অর্থাৎ, M ও N কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ সমান নয় এবং M কক্ষপথে আবর্তনশীল এর e


বেগ N কক্ষপথের 7.29×10

5.47×10
5

5
গুণ।
= 1.33

 
নম্বর বণ্টনঃ
কৌণিক ভরবেগ, mvr = লেখার জন্য ০১ নম্বর।
nh

N কক্ষপথের জন্য ইলেকট্রনের গতিবেগ নির্ণয়ের জন্য ০১ নম্বর।


vN = 5.47 × 10  ms
5 −1

M কক্ষপথের জন্য ইলেকট্রনের গতিবেগ, নির্ণয়ের জন্য ০১ নম্বর।


VM = 7.29 × 10  ms
5 −1

M ও N কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ সমান নয় এবং M কক্ষপথে আবর্তনশীল এর বেগ N e


কক্ষপথের 1.33 গুণ লেখার জন্য ০১ নম্বর।


[বি.দ্রঃ একক না লিখলে বা ভুল লিখলে ০১ নম্বর কাটা যাবে।]
 

Back

Help Explore Get in Touch


About Us Udvash Address: Malek Tower (6th Floor), Opposite
Farmgate
FAQs Unmesh Police Box, Farmgate Dhaka 1215.
Privacy Policy Uttoron Helpline : 09666775566

You might also like