You are on page 1of 3

সভাপতির কথায়

একটি অক্ষকারাচ্ছন জনপদকে আলোর সন্ধান দিতে ও বিকৃ তির তদ্রাসা থেকে মুক্তি দিতে পারে একমাত্র শিক্ষা। এই মাথা
সত্যকে উপলব্ধি করে যুগে ডু গে মহামানবগণ মানবজাতির মুক্তি ও মানবকল্যাণে শিক্ষাকে মানুষের দ্বারপ্রান্তে নিম্ন এস
সফলতা ও সহজসাধ্য করার প্রয়াস চালিয়েছে না আর তাদের এই সক্ষন প্রচেষ্টার ফসল হিসেবে গড়ে উঠেছে মানৰ আত্তির
যুক্তি ও উন্নতির আলোকবর্তি কা স্বরূণ অসংখ্য সংগঠন। ১৯৬৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত কু লাউড়া থানা সমিতি, তাম এখনই
একটি সংগঠন। যা পরবর্তীতে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা নামে পরিচিত হয়।

কোডিত ১৯ পরিস্থিতি সারা বিশ্বকে নাড়া দিয়েছো আমাদের জীবনের সর্বস্তরে আঘাত হেনেছে এই মহামারী। অনেক প্রিয়জন
হারানোর বেদনা সঙ্গী হয়েছে আমাদের। এই কোডিড- ১৯ পরিস্থিতির কারণে সৃষ্ট সাঙ্গাঠনিক স্থবিরতা অতিক্রম করে
আয়োজিত হচ্ছে আমাদের বার্ষিক সাধারণ সভা। আগামী ২০ শে মে ২০২৩ খ্রিষ্টাব্দে রাজধানীর সেগুনবা আন্তর্জাতিক
মাতৃ ভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকার বার্ষিক সাধারণ সভা। আমি প্রথমেই ধন্যবাদ
জানাই যাদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় এই বার্ষিক সাধারণ সভা আয়োজিত তে যাচ্ছে।

আমি কৃ তজ্ঞ চিত্তে স্মরণ করি আমাদের পূর্বসূরিদের, যাদের দূরদর্শী চিন্তা ভাবনা ও সুযোগ্য নেতৃ ত্বের ধারাবাহিকতায় কু লাউড়া
উপজেলা সমিতি, ঢাকা আকারের এই গৌরবময় অবস্থানে অধিষ্ঠিত হয়েছে। দীর্ঘ এই পথ পরিক্রমায় কু লাউড়া উপজেলা
সমিতি, ঢাকার নেতৃ ত্বে অধিষ্ঠিত ছিলেন সাবেক সাংসদ ও এন এম ইউসুফ, সাবেক সচিব এ এইচ মোফাজ্জল করিম, সাবেক
সচিব ইকবাল উদ্দিন চৌধুরীর মত প্রথিতযশা ব্যাক্তি বর্গ। যাদের নেতৃ ত্ব ঘন কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা অনেক ক্ষেত্রে
জাতীয় ভাবে সমাদৃত হয়েছে।

বর্ত মান সময়ে বিভিন্ন ক্ষেত্রে কম অগ্রসরমান কু লাউড়া উপজেলা একসময়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছিল অনেকাংশে পিছিয়ে।
তৎকালীন সময়ে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা এই অঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কু লাউড়ায় একটি উচ্চ
শিক্ষা প্রতিষ্ঠানের তাগিদ অনুভব করে। যার ফলস্রুতিতে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৯
খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় কু লাউড়া কলেজ। যা বর্ত মানে কু লাউড়া সরকারি কলেজ নামে সগৌরবে তার কার্যক্রম পরিচালনা
করে যাচ্ছে।

একই ধারাবাহিকতায় কু লাউড়া উপজেলা সমিতি প্রতিষ্ঠার মূলমন্ত্রকে ধারণ করে একু শ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায়
কু লাউড়ার তরুণ সমাজকে আধুনিক তথ্য প্রযুক্তির সাথে পরিচিত করে স্মার্ট ভাবে গড়ে তু লতে ২০১৮ সালের ৯ই আগস্ট
ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক ছিল (ITEBS) প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠানটি কু লাউড়া উপজেলায়
মানসম্মত কারিগরি শিক্ষা ফিল্যাক্সিং/আউটসোর্সিং প্রশিক্ষণ ও ভাষা দক্ষতার প্রশিক্ষণ দিয়ে আসছে।

বর্ত মানে ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক ছিল (ITEBS) বিভিন্ন খন্ড কালীন কোর্স পরিচালনা করলেও
আগামীতে ও প্রতিষ্ঠানের লক্ষ্য যুগোপযোগী, বিজ্ঞান সম্মত কারিগরি শিক্ষা ও ফিল্যান্ডিং বা আউটসোর্সিং ৪৫ পূর্ণাঙ্গ দীর্ঘ
মেয়াদি প্রশিক্ষণ। যা হবে ডিপ্লোমা সমলয়ায়ের এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। সে লক্ষে
কু লাউড়া মূল শহরে কু লাউড়া সরকারি কলেজের পাশে ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডু কেশন এন্ড বেসিক ছিল (TEBS)
এর জন্য নিজস্ব ভূ মিও কয় করা হয়েছে এবং প্রার্থী তরুণ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ধরনের কার্যক্রমে ধারাবাহিক সাহায্য এবং দ্বায়িত্বের জন্য কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা একটি শিক্ষা ফাউডে গঠনের
কাজ করে যাচ্ছে।

বিভিন্ন প্রাকৃ তিক বিপর্যয়ে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা সর্বদা কু লাউড়ার মানুষের পাশে থাকার আপ্রান প্রয়াস চালিয়ে
গিয়েছে। বন্যায় আমায় তারা মানুষের গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ সাহায্য দিয়ে গেছে, কোডিড - ১৯ কালীন সময়ে
লকডাউনে ঘরবন্দী মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা।

এছাড়াও স্থানীয় জনপ্রিয় সংগঠন গুলোর সাথে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা
অনেক সামাজিক ও শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। কু লাউড়া উপজেলার সকল স্কু ল কলেজের শিক্ষার্থীদের
মানসম্মত আধুনিক শিক্ষা, নেতৃ ত্বগুণের বিকাশ ও ক্যারিয়ার গঠনের লক্ষে আয়োজন করে আন্তঃভু বিতর্ক প্রতিযোগিতা ও
ক্যারিয়ার কাউনোলিং প্রোগ্রাম। এই কার্যক্রমে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকার সহযোগী প্লাটু ন টু য়েলভ, কু লাউড়া।
কু লাউড়া পৌর শহর পরিচ্ছন্ন রাখতে ও শহর সবুজায়নের লক্ষে স্থানীয় সংগঠন যুক্ত স্কাউট গ্রুপকে সাথে নিয়ে ধীন
কু লাউড়া, ক্লিন কু লাউড়া কার্যক্রম পরিচালনা করে থাকে।

কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা কু লাউড়ার ইতিহাস লালনের প্রয়াসে অনেক কাজ করে থাকে। রবীন্দ্রনাথ ঠাকু রের
কু লাউড়ায় রাত্রি যাপনের শতবর্ষ পৃতীর স্মৃতিকে রাগিয়ে রাখতে আয়োজন করে - -----------------এই অনুষ্ঠান ।অনষ্ঠু ানে প্রধান
অথিতির আসন অলংকৃ ত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রয়াত সাবেক অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত
এবং এই আয়োজনে সংগীত পরিবেশন করেন উপমহাদেশের বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী ড. রেজওয়ানা চৌধুরী বন্যা।

ঢাকা শহরে বসবাসরত কু লাউড়া বাসীর মেলবন্ধনে ও আন্তরিকতা বৃদ্ধিতে কাজ করে কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকা।
যার প্রয়াসে বিভিন্ন সময়ে বনভোজন ও সাংস্কৃ তিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

ম্যাগাজিন হল একটি সংগঠনের কার্যক্রমের দর্পণ। কু লাউড়া উপজেলা সমিতি, ঢাকার ম্যাগাজিন প্রতায় প্রকাশে যারা
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা ও নিরলস পরিশ্রম করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক
কৃ তজ্ঞতা। এছাড়া বার্ষিক সাধারণ সভা, কৃ তি শিক্ষার্থী সংবর্ধনা ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজনে যারা
সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদেরকে সকলকেও জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃ তজ্ঞতা।

You might also like