You are on page 1of 5

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সাভার, ঢাকা।

গবেষণা প্রকল্প প্রস্তাবের আবেদন পত্র


(বিস্তারিত তথ্য সরবরাহ প্রবন্ধের গুণাগুণ মূল্যায়নে সাহায্য করবে)

১। প্রকল্প পরিচালকের নাম (বাংলায় ও ইংরেজিতে) :

২। বিভাগের নাম :

৩। অনুষদের/ইনস্টিটিউটের নাম :

৪। প্রকল্পের নাম (বাংলায় ও ইংরেজিতে) :

(প্রকল্পের বিস্তারিত বিবরণ A-4 সাইজের কাগজে আলাদাভাবে সংযুক্ত করতে হবে)
৫। প্রকল্প পরিচালকের বিশেষজ্ঞতার ক্ষেত্র :

৬। প্রকল্প পরিচালকের সাম্প্রতিক প্রকাশনা (বাংলায় অথবা ইংরেজিতে) :

৭। প্রকল্পটি কোন শাখার অন্তর্ভু ক্ত :

সমাজবিজ্ঞান বিষয়ক
গাণিতিক ও পদার্থ বিষয়ক
কলা ও মানবিকী বিষয়ক
জীববিজ্ঞান বিষয়ক
বিজনেস স্টাডিজ বিষয়ক
আইন বিষয়ক

(অপর পৃষ্ঠা দ্রষ্টব্য)


পৃষ্ঠা নং- ২

৮। গবেষণার প্রকৃ তি :

মৌলিক (fundamental)
পরীক্ষামূলক (empirical)
ফলিত (applied)

৯। গবেষণার পদ্ধতি (পাশে  চিহ্ন দিন) :


লাইব্রেরি, পুস্তক, সাময়িকী, কম্পিউটার অথবা অন্যান্য মাধ্যম ব্যবহার করে গবেষণা পরিচালনা।
গবেষণাগারে রাসায়নিক দ্রব্যাদি ও অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার করে গবেষণা পরিচালনা।
মাঠ পর্যায়ে উপাত্ত অথবা নমুন সংগ্রহ করে গবেষণা পরিচালনা।

১০। গবেষণা প্রকল্পের সময়সীমা :

১১। সহযোগী গবেষক থাকলে তাঁর/তাঁদের নাম ও ঠিকানা :

১২। গবেষণা প্রকল্পের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার বিবরণ :

১৩। গবেষণায় অনুসৃতব্য কৌশল ও পদ্ধতির বিস্তারিত বিবরণ :


(অপর পৃষ্ঠা দ্রষ্টব্য)
পৃষ্ঠা নং- ৩

১৪। তথ্য/নমুনা সংগ্রহের প্রধান অবলম্বনের বিবরণ :

১৫। গবেষণা প্রকল্পের কাজের স্থান :

১৬। প্রকল্পের খাতওয়ারী বাজেটের বিবরণ :


(অপর পৃষ্ঠা দ্রষ্টব্য)

পৃষ্ঠা নং- ৪

১৭। দেশের অথবা বিদেশের অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে আর্থিক সাহায্য চাওয়া হয়ে থাকলে অথবা এই বিষয়ে কোনো
গবেষণা প্রকল্পে নিয়োজিত থাকলে তার বিবরণ :

১৮। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতোপূর্বে কোনো গবেষণা প্রকল্প নেয়া হয়েছে কি না।

হ্যাঁ না

ক) নেয়া হলে সেই প্রকল্পের রিপোর্ট ও হিসাব জমা দেয়া হয়েছে কি না।

হ্যাঁ না

খ) জমা দেয়া হলে তার স্থান ও তারিখ :

১৯। অন্যান্য তথ্যাদি (যদি থাকে) :


---------------------- --------------------------
তারিখ প্রকল্প পরিচালকের স্বাক্ষর

You might also like