You are on page 1of 6

6/28/23, 6:16 PM Bangladesh land port authority (BSBK)।। Sub-Assistant engineer (09-06-2023)

Download Pdf  Back

Bangladesh land port authority (BSBK)।। Sub-Assistant engineer (09-06-


2023)
বিষয়: সব বিষয় একত্রে
সময় : 60 তারিখ : 09-06-2023 পূর্ণমান : 60

1. ২৫ গ্রাম ও ৩০ গ্রাম - এর দুইটি বালুর FM যথাক্রমে ১.৫ ও ২.০ হলে মিশ্রিত বালুর FM কত?

২.১৬ ১.৭৭ ১.৮ ২.৫

2. অষ্টভু জের অন্তঃকোণ (interior angle) এর পরিমাণ-

1080° 720° 900° 540°

3. একটি সমকোণী ত্রিভু জের অতিভু জের দৈর্ঘ্য ১৩ মিটার হলে ত্রিভু জটির ক্ষেত্রফল কত?

৪২ বর্গমিটার ৩০ বর্গমিটার ৫৬ বর্গমিটার ৬৪ বর্গমিটার

4. প্রচলিত একটি ইটের ওজন কত কেজি?

৩.৭০ ৩.৮০ ৩.৭৫ ৩.৮৫

5. রডে কার্বনের পরিমাণ বেশি হলে-

রড heard হবে Ductibility কমে যাবে সহজে ভেঙ্গে যাবে A, B, C

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

6. শতকরা কত ভাগের অধিক লবণে যুক্ত পানি কংক্রিট ব্যবহারে উপযোগী নয়?

৫% ১০% ১৫% ২০%

7. কংক্রিটের প্রাথমিক সেটকে ত্বরান্বিত করতে ব্যবহৃত সবচেয়ে সাধারণ মিশ্রণ হলো-

Gypsum Calcium chloride Calcium carbonate None of the above

8. Changing point হলো-

যে স্থান হতে প্রথম সেটিং এর FS ও পরের সেটিং এর BS নেয়া হয়


যে স্থান হতে প্রথম সেটিং এর FS ও পরের সেটিং এর FS নেয়া হয়
যে স্থান হতে প্রথম সেটিং এর BS ও পরের সেটিং এর BS নেয়া হয় সবগুলো

9. কনট্যুরিং (contouring) - এর কোন পদ্ধতিটি পাহাড়ি অঞ্চলের জন্য সবচেয়ে উপযুক্ত?

ক্রস-সেকশন পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি ট্যাকোমেট্রিক পদ্ধতি বর্গাকার পদ্ধতি

10. ১ ঘনমিটার এম. এস. রডের ওজন কত কেজি?

https://sattacademy.com/pdf-generator/sub_cat=5734/subject=all 1/6
6/28/23, 6:16 PM Bangladesh land port authority (BSBK)।। Sub-Assistant engineer (09-06-2023)

৭৭৫০ ৭৮৫০ ৭৯৫০ ৮৮৫০

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

11. 'শকু নি মামা'- বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়?

কু ৎসিত মামা সৎ মামা কু চক্রী লোক পাতানো মামা

12. যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতু ন নতু ন অর্থের সৃষ্টি করে তাদেরকে কী বলে?

বিভক্তি অনুসর্গ প্রত্যয় উপসর্গ

13. 'বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা'- এখানে 'বিনে' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

প্রয়োজনে আবশ্যিকতা ব্যতিরেকে সঙ্গে

14. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

রবীন্দ্রনাথ ঠাকু র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্যারিচাদ মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

15. 'মহান আশয় যার'- এক কথায় কী বলে? 

অগত্যা অনুজ মহাশয় পত্রপুট

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

16. ‘পুণ্যে মতি হোক' বাক্যে 'পুণ্যে' কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?

সর্বনামরূপে বিশেষ্যরূপে বিশেষ্যের বিশেষণরূপে বিশেষণরূপে

17. 'পাপাচার' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?

পাপা + চার পাপা + আচার পাপ + আচার পাপ + চার

18. নিচের কোন বানানটি সঠিক নয়?

লবণ সুসম পুরস্কার নষ্ট

19.  ‘অবনত' শব্দটির বিপরীত শব্দ কোনটি?

সংশয় ছায়ালোক উন্নত ঊষা

20. 'অপয়া' শব্দে 'অ' উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

নিন্দা অর্থে অস্পষ্টতা অর্থে কু ৎসিত অর্থে অভাব অর্থে

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

21.  ‘ঘর' শব্দের বহুবচন কী?

ঘরে ঘরে ঘরগুলো ঘর ঘর ঘরসব

22. ‘আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি কার লেখা?

https://sattacademy.com/pdf-generator/sub_cat=5734/subject=all 2/6
6/28/23, 6:16 PM Bangladesh land port authority (BSBK)।। Sub-Assistant engineer (09-06-2023)

সিকান্দার আবু জাফর আবুল কালাম শামসুদ্দীন আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর শামসুদ্দীন

23. ভিখারীকে ভিক্ষা দাও- কোন কারকে কোন বিভক্তি?

কর্মে ৪র্থী করণে ৪র্থী অপাদানে ৪র্থী সম্প্রদানে ৪র্থী

24. ‘দুনিয়া’- কোন ভাষার শব্দ?

ফারসি শব্দ আরবি শব্দ উর্দু শব্দ হিন্দি শব্দ

25. 'পাণি' শব্দটির অর্থ কী?

পা মাথা হাত কান

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

26. 'প্রিয়দর্শী' ছদ্মনামে কে লিখতেন?

রাজশেখর বসু অনুরূপা দেবী কামিনী রায় সৈয়দ মুজতবা আলী

27. BM এর RL=10, BM এর staff reading 1.12, ফু টবল মাঠের staff reading 2.55 হলে ফু টবল
মাঠের RL কত?

8.88 7.45 8.57 11.12

28. Cantilever Beam এর ন্যূনতম গভীরতা-

L/12 L/10 L/8 L/4

29. International Roughness Index (IRI) -

কম হলে রাস্তার অবস্থা ভালো বুঝায় বেশি হলে রাস্তার অবস্থা ভালো বুঝায়
কম বা বেশি যাই হোক না কেন, রাস্তার অবস্থা ভালো বুঝায় সবগুলো

30. কোন ধরনের এগ্রিগেট উচ্চ শক্তি প্রদান করে?

অসম আকৃ তি গোলাকার কোণাকৃ তি ফ্লাকি

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

31. একটি ভূ মিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ কী ধরনের তরঙ্গ?

আড় ও লম্বিকের মিশ্রণ আড় তরঙ্গ স্থির তরঙ্গ লম্বিক তরঙ্গ

32. ১০০ ঘনফু ট ইটের খোয়া প্রস্তুতিতে ইটের প্রয়োজন-

৮৫০ টি ৮০০ টি ৭০০ টি ৭৫০ টি

33. If I have money, I _____ it tomorrow. 

would purchase have purchase have purchased will purchase

34. ‘Expressely’ - শব্দের সমার্থক হলো--

explicitly distinctly obviously all of the above

https://sattacademy.com/pdf-generator/sub_cat=5734/subject=all 3/6
6/28/23, 6:16 PM Bangladesh land port authority (BSBK)।। Sub-Assistant engineer (09-06-2023)

35. 'Pass away'- শব্দের অর্থ কী?

cross fall down faint die

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

36. Can you guess ___ her age? 

at on with of

37. 'Optimistic'- শব্দের বিপরীতার্থক শব্দ কী?

hopeful pessimistic confident positive

38. She is going to quit her job ___ they give her a pay rise.

until or unless providing

39.  Please look into the matter. বাক্যের নিম্নরেখাঙ্কিত শব্দের অর্থ কী ? 

take care of observe praise investigate

40. Please hold on and a representative will answer your call. –  বাক্যের নিম্নরেখাঙ্কিত
শব্দের অর্থ কী?

wait enjoy come catch

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

41.  Usually, I ----- school dances.

not enjoy enjoy am not enjoying have not enjoyed

42. 'অতি লোভে তাঁতি নষ্ট' প্রবাদটির ইংরেজি কী?

Grasp all, lose all. Greed brings downfall. All covet, all lost. All of the above

43.  'Add’- ক্রিয়াপদটির Noun কোনটি? 

adding addition additive added

44. He is claiming that he is superior----me.

than from with to

45. What is the plural form of 'phenomenon'?

phenomenal phenomenas phenomenons phenomena

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

46. নিচের কোন বাক্যটি সঠিক?

With a view to doing it, he went there. With a view to do it, he went there.

https://sattacademy.com/pdf-generator/sub_cat=5734/subject=all 4/6
6/28/23, 6:16 PM Bangladesh land port authority (BSBK)।। Sub-Assistant engineer (09-06-2023)
In order to doing it, he went there. (b)+(c)

47. He got too tired- ---------over work.

because off because of on for

48. 'Impartial' শব্দের বিপরীতার্থক শব্দ কী?

objective neutral biased fair

49. ২০০ এর ১/২% এর সাথে ১০০ যোগ করলে সংখ্যাটি কত হবে?

২০১ ১০৫ ২০০ ১০১

50. একটি সংখ্যা ৭৫৭ থেকে যত ছোট ৫৫৫ থেকে তত বড়। সংখ্যাটি কত ? 

৬৫৬ ৬৫৩ ৬৫২ ৭৩৫

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

51. একটি কাজের ১/২৩ অংশ শেষ হয় ৩ দিনে। ঐ কাজের ৩ গুণ কাজ করতে কতদিন সময় লাগবে?

৬৯ ২০৭ ১৩৮ ২৩

52. কোন সংখ্যাটি ক্ষু দ্রতম?

১/৭ ৩/২৮ ৩/১৪ ৭/৪২

53. যদি n একটি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না ? 

n² 5(n+2) 2n+2 7n+3

54. পর পর দুটি পূর্ণ জোড় সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৩৬।

১০, ১২ ১২, ১৪ ৮, ১০ ১৪, ১৬

55. 3 log2+ log5= ?

log 40 log 30 log 15 log 18

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

56. একটি শহরের জনসংখ্যা ৮০০০ জন। প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় শতকরা ১০ জন এবং দ্বিতীয়
বছরে শতকরা ২০ জন। ২ বছর পরে জনসংখ্যা কত হবে ? 

৮,৯৭৬ জন ১০,৫৬০ জন ১০,৬০০ জন ১০,৫০০ জন

57. ১৮টি ছাগলের দাম ৪টি গরুর মূল্যের সমান হলে, ৪৫টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

৭টি ৮টি ১০টি ৯ টি

58. ৫০০০ ইট তৈরি করতে ৪২ জন শ্রমিকের ৩০ দিন লাগে। ঐ ইট তৈরি করতে ১৮ জন শ্রমিকের
কতদিন লাগবে?

https://sattacademy.com/pdf-generator/sub_cat=5734/subject=all 5/6
6/28/23, 6:16 PM Bangladesh land port authority (BSBK)।। Sub-Assistant engineer (09-06-2023)

৫০ ৬০ ৭০ ৫৫

59. 3x-5y = -9; 5x - 3y = 1; x এবং y এর মান নির্ণয় করো।

২, ৩ ২, ৫ ২, ২ ৫, ২

60. ১১ জন বালকের গড় ওজন ৫০ কেজি। ৪০ কেজি ওজনের একজন বালক চলে গেলে, বাকিদের গড়
ওজন কত হবে?

৫০ কেজি ৫১ কেজি ৪৯ কেজি ৬০ কেজি

 বিস্তারিত দেখতে ভিজিট করুন -


 Sattacademy.com  Satt.zyz  Sattacademy.org

61. ১+৪+৭+১০+ ---+৭৩ সমান্তর ধারাটির যোগফল কত হবে?

১০২৫ ১১২৫ ১২২৫ ৯২৫

62. যদি P= ৫+√2 হয়, তাহলে P2 =?

২৫+১০√২ ২০+৫√২ ২৭+১০√২ ২৭

63.  উৎপত্তি থেকে বিন্দুর দূরত্ব (-৬, ৮) নির্ণয় করো। 

৮ ১১ ৯ ১০

64. √√64
3
 

4 8 2 √2

শিক্ষা হোউক "বাণিজ্য" মুক্ত poweredBy : Satt Academy

https://sattacademy.com/pdf-generator/sub_cat=5734/subject=all 6/6

You might also like