You are on page 1of 1

লেখক পরিচিতি

প্রফেসর ড. মু হম্মদ আবদুল মান্নান চৌধু রী চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই থানার দক্ষিণ হাইতকান্দি গ্রামের চৌধু রী পাড়ায় জন্মগ্রহণ করেন । তাঁর পিতার
নাম মরহুম মাহবু ব আলী চৌধু রী এবং মাতার নাম মরহুম বেগম রওশন আক্তার সামছু ন নাহার । ড. চৌধু রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে
কৃতিত্বের সাথে ১৯৭৩ সনে বি.এ. (অনার্স) এবং ১৯৭৪ সনে এম.এ. ডিগ্রী লাভ করেন । তিনি ব্যাংকক এর থামাসাত বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সনে
অর্থনীতিতে এম. এস. ডিগ্রী লাভ করেন । ১৯৮২-৮৩ সনে তিনি কানাডার University of Manitoba বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে Ph.D.
Coursework করেন । ১৯৯৩ সনে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার মাধ্যমে অর্থনীতিতে Ph.D. ডিগ্রী লাভ করেন । ২০০২-০৩
সনে তিনি আমেরিকার New Orleans বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে “Post-Doctoral” পর্যায়ে গবেষণা করেন ।
প্রফেসর ড. আবদুল মান্নান চৌধু রী অনেক বৃ ত্তি লাভ করেছেন । তন্মধ্যে D.P.I. মেধা বৃ ত্তি, I.R.C. Scholarship, Rockefeller Foundation
Scholarship, Manitoba University (Canada) Teaching Assistantship, Saskatchewan University (Canada)
Scholarship, North Eastern University (USA) Tuition Fellowship, I.C.S.S.R Doctoral Fellowship, Senior
Fulbright Scholarship (Post-Doctoral) প্রভৃতি উল্লেখযোগ্য । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক পদে যোগ দিয়ে
কর্মজীবনের সূ চনা করেন ১৯৭৪ সনে । অত:পর সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সর্বশেষে প্রফেসর পদে উত্তীর্ণ হন। বর্ত মানে তিনি সিলেকশন গ্রেড
প্রাপ্ত প্রফেসর এবং বিভাগের অন্যতম বরিষ্ঠ শিক্ষক ।
তিনি অনেক গবেষণাধর্মী বই-পু স্তক লিখেছেন এবং অনু বাদ ও সম্পাদনা করেছেন । তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল: উন্নয়ন অর্থনীতি ও পরিকল্পনা,
উচ্চতর কৃষি অর্থনীতি, বাংলাদেশ অর্থনীতি, আন্তর্জ াতিক অর্থনীতি ও বাণিজ্য, ইসলামী অর্থনীতি, শ্রম অর্থনীতি পরিচিতি, আধু নিক অর্থনীতি পরিচিতি,
বিশ্ববাণিজ্য ও আন্তর্জ াতিক লেন-দেনের অর্থনীতি, Rural Landlessness and Institutional Reforms, Environmental Marketing
Strategies in the USA, Impact of Foreign Exchange Constraint on Asian Rice Import, The Unchained
Divine Relations, The Miracles of Khatun-e-Zannat, Light Upon Light, মাইজভান্ডারী দর্শন, উৎপত্তি, বিকাশ ও বিশেষত্ব;
হযরত শেখ নিজামউদ্দিন আওলিয়া (র:)'র জীবন ও কর্ম: আধ্যাত্মিকতার আলোকে, জবল-এ-নু র বা আলোর পাহাড়, কাওকাবু দ দুররী বা জীবনের ধ্রুবতারা
প্রভৃতি । তিনি যে সকল জার্নাল সম্পাদনা করেছেন, সেগুলোর মধ্যে অর্থনীতি জার্নাল, Special Issue of Managerial Finance, UK
উল্লেখযোগ্য ।
প্রকাশনা ও গবেষণার পাশাপাশি তিনি চ.বি. অর্থনীতি বিভাগের সভাপতি, সিন্ডিকেট সদস্য, ফিনান্স কমিটির সদস্য, নিজামপু র কলেজ পরিচালনা পরিষদের
শিক্ষাবিদ সদস্য, বাংলাদেশ অর্থনীতি সমিতি (চট্টগ্রাম চ্যাপ্টার) এর সহ-সভাপতি, বাংলাদেশ অর্থনতি সমিতির নির্বাহী সদস্য, মাইজভান্ডারী একাডেমির
সভাপতিসহ বিভিন্ন দায়িত্বপূ র্ণ পদে কর্ত ব্য পালন করেছেন । বর্ত মানেও তিনি বিভিন্ন একাডেমিক ও গবেষণামূ লক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত
আছেন।
তাঁর স্ত্রীর নাম লু ৎফুন্নেছা চৌধু রী। ব্যক্তিগত জীবনে তিনি দুই পু ত্র ও এক কন্যা সন্তানের জনক । তিনি মাসিক জীবনবাতি , আলোকধারা, তরজু মান, আল-
মোবিন, মীরাছ, মু ক্তির দর্শন প্রভৃতি ম্যগাজিনে ইসলামী অর্থনীতি, সু ফীতত্ত্ব ও মাইজভান্ডারী দর্শনের উপর নিয়মিত লিখে যাচ্ছেন । ইসলামী অর্থনীতি,
সু ফীবাদ ও মাইজভান্ডারী দর্শনের উপর তিনি স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় বহু প্রবন্ধ লিখেছেন । সু ফীবাদ, ইসলাম ও মাইজভান্ডারী দর্শনের উপর তাঁর প্রায়
তিন শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে । অর্থনীতি বিষয়ের উপর দেশী ও বিদেশী জার্নালে তাঁর প্রায় শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে । তিনি বিভিন্ন সেমিনারে
ও টিভিতে নিরলসভাবে বিভিন্ন বিষয়ে মূ ল্যবান বক্তব্য রেখে চলেছেন । তার মন প্রাণ ইসলাম সু ফীবাদ ও সু ন্নিয়াতের প্রচার, প্রসার ও সেবায় চির উৎসর্গীকৃত
এবং নিবেদিত। তিনি একজন আশেকে রাসু ল (দ:) ও ওলী ভক্ত মানু ষ ।
তিনি বিভিন্ন সংগঠন ও সংস্থা কর্তৃ ক বিশেষ সম্মাননা/পদক/সংবর্ধনা পেয়েছেন । তন্মধ্যে আদর্শ লিখক ফোরাম (আলিফ)কর্তৃ ক গুণীজন সংবর্ধনা, মাসিক
তরজু মান লেখক সম্মাননা, মাসিক জীবনবাতি লেখক সম্মাননা, American Biographical Institute কর্তৃ ক Man of the Year হিসেবে
স্বীকৃতি, আশেকানে মদীনা কমপ্লেক্স কর্তৃ ক গুণীজন সংবর্ধনা, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কর্তৃ ক সম্মাননা, মাইজভান্ডারী একাডেমী কর্তৃ ক
সম্মাননা, 'আলোড়ন' পত্রিকা সম্মাননা, রাহেভান্ডার সম্মাননা, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সু ন্নিয়া সম্মাননা, রেজা ইসলামী একাডেমী সম্মাননা, আলোকিত
সমাজ' সম্মাননা, মীরসরাই সমিতি সম্মাননা ও চ.বি. একুশে পু রষ্কার উল্লেখযোগ্য ।

You might also like