You are on page 1of 3

01. Will you continue it?

তু মি কি এটা চালিয়ে যাবে?


- Yes, I will continue it till the end.
হ্যাঁ, আমি এটা শেষ না হওয়া অব্দি চালিয়ে যাবো।
- No, I will quit, if I get a better opportunity.
না, আমি থামিয়ে দেব, যদি একটা ভালো সুযোগ পাই।
- I really don’t want to continue this as it’s nothing but a waste of time.
এটা সময় নষ্ট ছাড়া আর কিছু নয় বলে আমি সত্যি এটা চালিয়ে যেতে চাই না।

02. Will she bring the resume along with the certificates?
ওকে সার্টি ফিকেটের সাথে রিজুম (বায়ো ডাটা) নিয়ে আসবে।
- She should bring as she has been asked for that.
ওকে যেহেতু বলা হয়েছে ওর নিয়ে আসা উচিত।
- I think she will send a soft copy of the resume.
আমার মনে হয় ও একটা সফট কপি (ইন্টারনেট এর সাহায্যে ডিজিটাল কপি) পাঠাবে।

03. Will Deepak be agreed to rejoin?


দীপক কি আবার যোগদিতে রাজি হবে?
- Yeah, he will agree to rejoin.
হ্যাঁ, ও রাজি হবে।
- No, he left forever.
না ও একেবারেই (চিরকালের জন্য) ছেড়ে দিয়েছে।
- He told me that he needs some more time to rethink.
সে আমাকে বলেছে তার একটু সময় চাই আবার ভাবার জন্য।

04. Won’t it seem a little awkward?


এটা কি একটু বিশ্রী দেখাবেনা?
- It doesn't matter to me.
আমার তাতে কিছু যায় আসে না।
- No, it is perfectly suitable.
না এটা একদম ঠিক আছে।
- Yeah, I agree with you, I too feel that this combination will not work.
হ্যাঁ, আমি তোমার সাথে একমত, আমারও মনে হয় এই সমন্বয়টা ঠিক হবে না।

05. Why will you burn the copies?


তু মি খাতাগুলো জ্বালিয়ে দেবে কেন?
- There’s nothing important.
এর মধ্যে দরকারি কিছু নেই।
- Because these remind me of very bad memories.
কারন এগুলো আমাকে বাজে স্মৃতি মনে করিয়ে দেয়।
06. Will you promise me?
তু মি কি আমাকে কথা দেবে?
- No, sorry I won’t give any promises.
না, দুঃখিত আমি কোনো কথা দেব না।
- Yeah, I promise you.
হ্যাঁ, কথা দিচ্ছি।
- Sorry but I can only give you assurance, not promise.
দুঃখিত, আমি তোমাকে আশ্বাস দিতে পারি, কথা নয়।

07. How will they rescue the tourists?


তারা কিভাবে পর্যটকদের উদ্ধার করবে?
- They will inform the rescue team.
তারা উদ্ধারকারী দলকে খবর দেবে।
- They have called the local disaster management team.
ওরা স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলকে ডেকেছে।
- They informed the local Army Unit who responded immediately.
ওরা স্থানীয় আর্মি ইউনিটকে খবর দিয়েছে যারা সাথে সাথে সাড়া দিয়েছে।

08. Won’t you do any negotiation?


তু মি কি কোন দরদাম করবে না?
- Yeah, I will.
হ্যাঁ, করবো।
- Negotiation won’t be the correct way.
দরদাম করাটা ঠিক হবে না।

09. How will I come now, it’s too late?


আমি কি ভাবে আসবো এখন, অনেক দেরি হয়ে গেছে?
- Don’t worry, I will come to pick you up.
চিন্তা করোনা, আমি আসবো তোমাকে নিতে।
- Yeah I can understand, but you have to manage somehow.
হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে কোনোভাবে করতেই হবে।

10. It’s raining heavily, how will you go now?


খুব জোরে বৃষ্টি হচ্ছে, তু মি এখন কি ভাবে যাবে?
- I will book a cab.
আমি একটা গাড়ি করে নেবো।
- Yeah, I am thinking of staying.
হ্যাঁ, আমি থাকার কথা ভাবছি।
11. How will I consider him?
আমি ওকে কিভাবে গণ্য/বিবেচনা করব?
- It’s completely up to you.
এটা পুরোপুরি তোমার উপর।
- Give him a last chance.
ওকে একটা শেষ সুযোগ দাও।

12. Will he expect mercy?


সে কি ক্ষমা প্রত্যাশা করছে?
- I guess so.
আমার তাই মনে হয়।
- He will accept whatever the punishment he gets.
ও যা শাস্তি হবে তাই মেনে নেবে।

13. How many people will be interested?


কতজন মানুষ আগ্রহী থাকবে?
- I hope more than fifty percent of people will be interested.
আমি আশা করি পঞ্চাশ শতাংশের বেশি মানুষ আগ্রহী থাকবে।
- I think barely anyone will be interested in your proposal.
আমার মনে হয় তোমার প্রস্তাবে কেউ আগ্রহী হবে না।

14. When will we disclose the matter?


আমরা কবে বিষয়টা প্রকাশ করবো?
- Sorry I won’t, because I don’t want to disclose the matter.
দুঃখিত আমি করবো না, কারন আমি চাই না বিষয়টা প্রকাশ করতে।
- I will disclose it as soon as I get strong evidence.
আমি যেমুহূর্তে পাকাপোক্ত প্রমান পাবো সেই মুহূর্তে ই বিষয়টা প্রকাশ করবো।

15. When will you take me to that village?


তু মি আমাকে কবে ওই গ্রামে নিয়ে যাবে?
- I will take you some day for sure.
আমি তোমাকে একদিন নিশ্চই নিয়ে যাবো।
- I myself have no plan to go.
আমার নিজেরই যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
- I'll tell you once I finish this course.
আমি এই কোর্সটা শেষ করার পর তোমাকে জানাবো।

You might also like