You are on page 1of 2

3/10/23, 9:22 AM চু ক্তিমূল্যেই সামিটকে বিদ্যুৎ বিক্রি করতে হবে

খবর
(https://bonikbarta.net/home/news_category/17/0)

আপিল বিভাগের রায়

চুক্তিমূল্যেই সামিটকে বিদ্যুৎ বিক্রি করতে হবে


নিজস্ব প্রতিবেদক

মার্চ ১০, ২০২৩ |

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে করা চুক্তিতে উল্লিখিত মূল্যেই সামিট
পাওয়ার লিমিটেডকে (এসপিএল) বিদ্যুৎ বিক্রি করতে হবে বলে রায় দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম
কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায়
দেন।| একই সঙ্গে সরকারের কাছে সামিটের পাওনা বাবদ দাবি করা ৭৫০ কোটি টাকা পরিশোধের
বিষয়ে দেয়া হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ|
গতকাল আদালতে বিআরইবির পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, মুরাদ রেজা,
মেহেদী হাসান চৌধুরী ও শেখ মোহাম্মদ জাকির হোসেন। অন্যদিকে সামিট পাওয়ারের পক্ষে
ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী, তানজীব-উল আলম ও মোস্তাফিজুর রহমান খান।
(https://electromart.com.bd)
https://bonikbarta.net/home/news_description/333629/চু ক্তিমূল্যেই-সামিটকে-বিদ্যুৎ-বিক্রি-করতে-হবে?fbclid=IwAR1-Y7WjU9Pz2ow0NcAfGvdycXJuUK74… 1/2
3/10/23, 9:22 AM চু ক্তিমূল্যেই সামিটকে বিদ্যুৎ বিক্রি করতে হবে

আদালত সূত্রে জানা যায়, উৎপাদন খরচ বেশি হওয়ার কারণ দেখিয়ে তিনটি কেন্দ্রের প্রতি
ইউনিটের বিদ্যুতের দাম বাড়ায় সামিট পাওয়ার। কিন্তু বিআরইবি সামিটের দাবি করা বাড়তি
দামের পরিবর্তে চুক্তিমূল্যে কোম্পানিটিকে বিদ্যুতের দাম পরিশোধ করা অব্যাহত রাখে।

বিষয়টি নিষ্পত্তির জন্য ও পাওনা টাকা আদায়ে বিআরইবির বিরুদ্ধে ২০১৩ সালে বাংলাদেশ
এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সালিশি আদালতে মামলা করে সামিট পাওয়ার। সেই
সময় বিআরইবির কাছে সামিটের দাবিকৃত অর্থের পরিমাণ ছিল ৩৫০ কোটি টাকা। এ মামলায়
২০১৫ সালে কোম্পানিটির পক্ষে রায় দেন সালিশি আদালত। পরে বিআরইবির আবেদনের
পরিপ্রেক্ষিতে এ রায় পুনর্বিবেচনা করে বিইআরসি। এ রায়ও সামিটের অনুকূলে আসে।

এ আদেশ চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্টে রিট করে বিআরইবি। হাইকোর্ট প্রাথমিক শুনানি
নিয়ে রুল জারি করেন। রুলে সালিশি আদালতের রায় ও সম্পূরক চুক্তির একটি ধারার বৈধতা
নিয়ে প্রশ্ন তোলেন আদালত। ২০১৭ সালের ১৭ আগস্ট হাইকোর্ট রুল খারিজ করে রায় দেন। ফলে
সালিশি আদালতের রায়ই বহাল থাকে। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে বিআরইবির
ঢাকা, কুমিল্লা ও নরসিংদী সমিতি।
বিআরইবির আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন বণিক বার্তাকে বলেন, ‘‌আদালত যে রায়
দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে রিভিউ করার একটা সুযোগ রয়েছে। তবে এ রায়ের মধ্য দিয়ে
সামিট যে বিআরইবির কাছে অর্থ দাবি করেছিল সেটি পাওয়ার সুযোগ নেই।’
এ বিষয়ে জানতে চাইলে সামিটের আইনজীবীরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বিআরইবির সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আমজাদ হোসেন বণিক বার্তাকে বলেন,
‘‌বিআরইবি ও এসপিএলের মধ্যকার মামলায় দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন আমরা
সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এর ফলে দীর্ঘদিনের একটি একটি চলমান সংকটের সমাধান হয়েছে।’

(https://electromart.com.bd)
https://bonikbarta.net/home/news_description/333629/চু ক্তিমূল্যেই-সামিটকে-বিদ্যুৎ-বিক্রি-করতে-হবে?fbclid=IwAR1-Y7WjU9Pz2ow0NcAfGvdycXJuUK74… 2/2

You might also like