You are on page 1of 5

Probashi Kallyan Bank – Executive Officer (General)

Question and solution

বাংলাঃ
১. কোনটি বিভূ তিভু ষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস-আরণ্যক
২. ‘এক পয়সার বাশি’ এর রচয়িতা কে? জসীম উদ্দিন
৩. মুসাফির কোন ধরণের শব্দ-ফারসি
৪. লালসালু কোন ধরণের উপন্যাস – সামাজিক উপন্যাস
৫. কবি শামসুর রাহমানের জন্ম কত সালে- ১৯২৯ সালে
৬. বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্ত ক- প্রমথ চৌধুরী
৭. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন- চর্যাপদ
৮. কোন জাতীয় শব্দে ষ ব্যবহৃত হয় না- বিদেশী
৯. শব্দের আগে কোনটি বসে- উপসর্গ
১০. কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কবিতার নাম কি -মুক্তি
১১. শিক্ষক+ কন মিলে কি হয়- শিক্ষণ
১২. ‘তু লসি বনের বাঘ’ এর অর্থ- ভন্ড
১৩. সমজাতীয় একাধিক পদ একসাথে থাকলে কোন চিহ্ন হয়- কমা
১৪. যে ধরণের বাক্যে অনুরোধ, আদেশ থাকে তাদেরকে বলে- অনুজ্ঞা
১৫. নিচের কোন বানানটি শুদ্ধ- পরিষ্কার
১৬. বৈদগ্ধ শব্দের অর্থ-পান্ডিত্য
১৭. ন্যায়পাল এর ইংরেজী প্রতিশব্দ-Ombudsman
১৮. অধ্যাদেশ এর ইংরেজী প্রতিশব্দ – Ordinance
১৯. Excise duty এর বাংলা – আবগারী শুল্ক
২০. বিশ্বজনের হিতকর-বিশ্বজনীন
Math:
১. একজন বিনোয়োগকারী ১০০০ টাকার কিছু অংশ ৫% ও বাঁ কি অংশ ৬% লাভে বিনিয়োগ করেছেন। তিনি বছর শেষে
৫৪ টাকা আয় করেন। তাহলে ৫% হারে বিনিয়োগের পরিমাণ কত?
উত্তরঃ ৬০০
২. 2/x=4, 2/y=8 then x-y=?
Ans: 1/4
৩. ১,১,২,৩,৫,৮,১৩…?
উত্তরঃ ২১
৪. যদি একটি সংখ্যার ৫/১৫ এর সাথে ১০ যোগ করলে ২৮ হয় তাহলে সংখ্যাটি কত?
উত্তরঃ ৫৪
৫. a+b=√5, a-b=√3 then a2+b2=?
Ans: 4
৬. ৮ জন ছাত্রছাত্রী গড় বয়স ৮ বছর। যদি এদের সাথে একজন শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে তাদের বয়সের গড়
৭ বছর বাড়বে। শিক্ষকের বয়স কত?
উত্তরঃ ৭১
৭. নিচের কোনটি সবচেয়ে বড়?
উত্তরঃ ৫/৬
৮. ২% এর ভগ্নাংশ কত?
উত্তরঃ ১/৫০
৯. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x, তাহলে x এর বিচারে এর অতিভু জের দৈর্ঘ্য কত?
Ans: √2x
১০. বার্ষিক শতকরা ৭% হারে ১৮ মাস পরে ১০০০ টাকা হবে?
উত্তরঃ ১১০৫
১১. 4,10,22,46,94….?
Ans: ১৯০
১২. একটি মেশিনে একটি পন্য উৎপাদনে ২-৩ মিনিট লাগে। ২ ঘণ্টায় কয়টি পণ্য উৎপাদন করবে?
উত্তরঃ ১৮০
১৩. ৩ জন জেলে ৮৮০ টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত ২ঃ৪ঃ৫ হলে কে কত মাছ ধরেছে?
উত্তরঃ ১৬০,৩২০,৪০০
১৪. একটি বইয়ের মূল্য ২৫ টাকা। যা প্রকৃ ত মূল্যের ৮০%। বাঁ কি মূল্য সরকারকে ভর্তু কি দিলে এর পরিমাণ কত?
উত্তরঃ ৬ টাকা।
১৫. একটি বাস্কের দৈর্ঘ্য ৩, প্রস্থ ২ ও উচ্চতা ১ মিটার হলে এর আয়তন কত?
উত্তরঃ ৬ ঘনমিটার
১৬. বার্ষিক ১২% হারে মুনাফায় কত বছরে ১০০০০ টাকায় মুনাফা ৪৮০০ হবে?
উত্তরঃ ৪ বছর।
১৭. যদি কিউব ক ও খ এর সাইজের অনুপাত ২ঃ১ তাহলে তলের অনুপাত কত?
১৮. একটি বর্গের কৌনিক দৈর্ঘ্য √১০ হলে এর ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৫
১৯. (x-7) ও (x+8) এর গুণফল?
Ans: x2+x-56
২০. যদি ১০০০ টাকার উপর ৬ মাসে লাভ হয় ৬৫ তবে লাভের শতকরা হার কত?
উত্তরঃ ১৩%

GK and Computer:
১. পায়রা বন্দর কোথায়- পটু য়াখালী
২. জাতিসংঘের বর্ত মান সদস্য – ১৯৩
৩. দারিদ্র্য বর্ত মান হার- ২৪.৩%
৪. ক্ষু দ্র গ্রহ- মঙ্গল (প্রশ্ন অনুসারে)
৫. আসামের অধিন জেলা- সিলেট
৬. কাতালুনিয়া যে দেশে- স্পেন
৭. প্যারিস চু ক্তি থেকে সরিয়ে নেয়- যুক্তরাষ্ট্র
৮. সাহিত্য নোবেল ২০১৭- জাপান
৯. বিশ্ব সুনামি সতর্ক দিবস- ৫ নভেম্বর
১০. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি- বঙ্গবন্ধু
১১. URL পূর্ণ রূপ- Uniform Resource Locator
১২. বাংলা ফন্ট- Bensen
১৩. 8 bits= 1 byte
১৪. ৭ মার্চ ভাষণ- World documentary Heritage
১৫. CRT- Monitor
১৬. Trojan Horse- Virus
১৭. ROM- স্থায়ী মেমরি
১৮. “অসমাপ্ত আত্মজীবনী” প্রকাশ কাল- 2012
১৯. সর্বোচ্চ ভ্যালু- Tera-byte
২০. WTO সদর দপ্তর- জেনেভা

English:
1. Correct spelling: Renaissance
2. I prefer coffee—-tea. Ans: To
3. Antonym of Recollect Ans: c) forget
4. Synonym of Propel-Drive
5. Innovation-a) উদ্ভাবন
6. Antonym of acquaintance Ans: c) Indifferent
7. Correct sentence: I shall set out for Dhaka.
8. Opposite of Facilitate: Hinder
9. We should never cut —–relationship with our friends. Ans: Off
10. Herculean job means- Very difficult job
11. ‘Hit while the iron is hot’ means- ঝোপ বুঝে কোপ মারো
12. He is quick —–figures. Ans: at
13. Hard and fast means- b) ধরাবাঁ ধা
14. She availed herself—-the opportunity. Ans: of
15. Silver tongue means: a) মিষ্টভাষী
16. Correct sentence: I wish I were him.
17. Correct spelling: sanctimonious
18. Ans: Whoever objects to my going
19. Show allegiance to your master. Here allegiance means – Loyalty

You might also like