You are on page 1of 3

QuillBot

Scanned on: 19:56 February 13, 2024 UTC

0.0% 0 191

Overall similarity score Results found Total words in text

Word count
Identical 0
Minor Changes 0
Paraphrased 0
Omitted 0

Powered by
QuillBot Scanned on: 19:56 February 13, 2024 UTC

Results
The results include any sources we have found in your submitted document that includes the
following: identical text, minor changed text, paraphrased text.

No results found. The content is free of plagiarism. IDENTICAL

Text that is exactly the


same.

MINOR CHANGES

Text that is nearly


identical, yet a
different form of the
word is used. (i.e 'slow'
becomes 'slowly')

PARAPHRASED

Text that has similar


meaning, yet different
words are used to
convey the same
message.

Unsure about your report?

The results have been found after


comparing your submitted text to
online sources, open databases
and the Copyleaks internal
database. If you have any
questions or concerns, please feel
free to contact us
atsupport@copyleaks.com

Click here to learn more about


different types of plagiarism

Powered by
QuillBot Scanned on: 19:56 February 13, 2024
UTC

Scanned Text
Your text is highlighted according to the plagiarism types that where
found, as shown above.

IDENTICAL MINOR CHANGES PARAPHRASED

এই যে নির্জন বিজন বিরহী ফাগুন রজনী, মেঘে চাঁদ; তারা সবই কি ভয়ানক ভীষণ বৈচিত্র সৌন্দর্যে ভরা ।
আচ্ছা এখানে কোনো মায়াবী হাত জড়ানো লেখা প্রযত্নে 'আমি' চিঠি লুকিয়ে থাকে অথবা, অথবা না দিতে পারা কিছু ফু লকুঁ ড়ি?
কালো কেনো তবে এত এ সকাল? ফু ল দেখিনা কোনো গাছে ?

তু মি মালা হবে বুঝি আমার?


যদি সুতো হই?
ওহে ফু ল বাগানের মালি কোন সাজি ভরে ফু ল নিয়ে দিয়েছ আড়ি?

আমার বুকের পাজরে কতযুগ গান গেয়ে ফেরে যে অহরহ স্মৃতিরাশি , বুঝি তারাও আসেনি আজ। ফাগুনের বড় তেজ বলে?
নাকি ডেকে গেছে কেউ খোলা চিঠি দিয়ে??
ভোর যে হল তবু কোন ঘুমে জড়িয়ে এখনও?
বলে যাও কানে কানে, কেউ যদি জানে।

ঘুম ফেলে উঠে বসি। হৃদয়কু হরে কত শোক এসে বসে। দেখি বাতাসের রং দেখা দিল আজ জানালার কাছে বসে, ধূসর!

সুরেলা সুরে নুপুরের ছন্দের মত ভেসে আসে গান।


দূরে, নাগালের বাইরে।
তবু কেটে যায় কান,
চেষ্টায় আপ্রাণ,
যেন উঠে বসি তাড়াতাড়ি ।

একটু কু করে কঠিন বাতাসে উড়ে যায়


দহনে পোড়া মনের ছাই।
ভেসে যাই।
ভেসে আসে বিরহের মর্সিয়াও।

কল্পনায়,
হাত ধরাধরি করে ফেলি,
বসে পড়ি কঠিন ফাগুনে,

অশ্রুশ্রাবণ মুছি আঁচলে।


যেন গান বলে চলে ;
"বিদায় করেছ যারে নয়ন-জলে
এখন ফিরাবে তারে কিসের ছলে?"

You might also like