You are on page 1of 10

একু শে ফেব্রুয়ারি

সাদিয়া আনজাম
১৮১০১৪১০০
সি.এস.ই
2

বিষয়বস্তু
 সূচনা
 পুর্বের ইতিহাস
 ভাষা আন্দোলন
 ফলাফল
 তাৎপর্য
 উপসংহার
3 সূচনা
 শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস।
 মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন।
 রাষ্ট্রভাষা করার দাবি।
 ৮ ফাল্গুন, ১৩৫৯।
 ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণ।
 আন্দোলনরত তরুণরা শহীদ হন।
4
পূর্বের ইতিহাস

• ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ।


• ১৯৪৭ সালের ডিসেম্বরে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন।
• ১৯৪৮ সালে ঊর্দু কে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষনা।
• গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের রাষ্ট্রভাষার দাবি।
• ভাষা সমস্যার প্রস্তাবিত সমাধান।
5 ভাষা আন্দোলন
 ২৭ জানুয়ারি পল্টন ময়দানে খাজা নাজিমুদ্দিনের ভাষণ।
 ২৯ জানুয়ারি প্রতিবাদ সভা এবং ৩০ জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালন।
 ১ ফেব্রুয়ারি হরতাল, সমাবেশ ও মিছিলের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ।
 ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় এক মাসের জন্য ১৪৪ ধারা জারি।
 ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত।
 পূর্ব নির্ধারিত কর্মসূচী।
 পুলিশের গুলিবর্ষন ও হতাহতের ঘটনা।
6 ফলাফল
 ২৩ ফেব্রুয়ারি শহীদমিনার গঠনের কাজ শুরু।
 একু শের গান ও শহীদ দিবস পালনের সিদ্ধান্ত।
 ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন।
 বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃ তি।
 অন্যান্য আন্দোলনের পথ প্রদর্শক।
 আন্তর্জাতিক মাতৃ ভাষা হিসেবে স্বীকৃ তি।
7
তাৎপর্য
 আন্তর্জাতিক মাতৃ ভাষা হিসেবে সারা বিশ্বে পালন।
 সংস্কৃ তি ও ঐতিহ্যে প্রভাব।
 জাতীয়তাবাদ ও ঐক্যবদ্ধতা।
 মাতৃ ভাষার চর্চা।
8
উপসংহার
একু শে ফেব্রুয়ারি এখন ‘আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস’ হিসেবে বিশ্বে পালিত হচ্ছে।
একু শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের ইতিহাস কিন্তু দীর্ঘ। এর গুরুত্ব ও তাৎপর্যের
পরিধিও ব্যাপক।
রক্তের বিনিময়ে যে ভাষা পেলাম, সেই ৫২ থেকে আজ অবধি ৬৫ বছর। কিন্তু আমরা
কি বাংলাকে সর্বস্তরে ব্যবহার করতে পারছি? বাংলা ভাষাকে এখন আর কেউ
উচ্চস্তরে ব্যবহার করতে চান না। সবার মাঝে কেমন যেন ইংরেজির প্রভাব লক্ষ করা
যায়। ইংরেজি ব্যবহার করলেই যেন তারা নিজেদের উচ্চস্তরের লোক ভাবেন।
তথ্যসূত্র
9

i. https://bn.wikipedia.org/wiki/আন্তর্জাতিক_মাতৃ ভাষা_দিবস
ii. http://bn.banglapedia.org/index.php?title=একু শে_ফেব্রুয়ারি
iii. https://www.prothomalo.com/kishoralo/article/1345711/
একু শে-ফেব্রুয়ারি-কী-করে-আন্তর্জাতিক-মাতৃ ভাষা-দিব
10

ধন্যবাদ

You might also like