You are on page 1of 10

1

মুক্তিযুদ্ধ

সাদিয়া আনজাম
১৮১০১৪১০০
সি.এস.ই
2
বিষয়বস্তু
 সূচনা
 পুর্বের ইতিহাস
 স্বাধীনতা যুদ্ধ
 ফলাফল
 তাৎপর্য
 উপসংহার
সূচনা 3

 পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম


 ২৫ মার্চে র কালো রাত
 মুক্তিবাহিনী গঠন
 বিভিন্ন দেশের স্বীকৃ তি ও সাহায্য
 স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ 
পূর্বের ইতিহাস
4

• ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ


• ১৯৫২ এর ভাষা আন্দোলন
• ছয় দফা দাবি
• ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
• ১৯৭০ এর নির্বাচন
• ৭ মার্চ রেসকোর্স ময়দানের ভাষন
5
স্বাধীনতা যুদ্ধ
 ২৫ শে মার্চে র গনহত্যা
 মুক্তিযুদ্ধের ঘোষনা
 অস্থায়ী সরকার গঠন
 বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ
 মুক্তিবাহিনীর সাথে ভারতের সামরিক বাহীনী
 ১৪ ডিসেম্বর বুদ্ধিজিবী হত্যা
ফলাফল
6

 জর্জ এইচ ডব্লিউ বুশ এর যুদ্ধ বিরতির অনুরোধ


 ৬ ডিসেম্বর ভারত ও ভু টান কতৃ ক স্বাধীন রাষ্ট্রের স্বীকৃ তি
 ১৬ ই ডিসেম্বর আমেরিকান সপ্তম নৌবহর এর আগমন
 ১৬ ই ডিসেম্বর পাকিস্থানী বাহিনীর আত্মসমর্পন
 স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুত্থান
তাৎপর্য
7

 ২৬শে মার্চে যার সূচনা, ১৬ই ডিসেম্বরে তারই পরিপূর্ণতা


 বিশ্বের স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের মর্যাদা
 সংস্কৃ তি ও ঐতিহ্যে প্রভাব
 স্বাধীনতা দিবস ও বিজয় দিবস পালন
 মুক্তিযোদ্ধাদের ত্যাগের শিক্ষা
উপসংহার
8

মুক্তিবাহিনী যেন চিৎকার করে বলে উঠেছিল :


    সরে দাঁড়াও। পিছু হটো। আমাদের যুদ্ধ আমাদেরই করতে দাও।
    তোমরা আমাদের বিজয় ছিনিয়ে নেবে না।
    আমরা মুক্ত হবই। আমরা স্বাধীন হব।
    সৃষ্টিকর্তা এবং ন্যায়নীতি আমাদের প্রতীক ও পতাকা।
একাত্তরের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যময় প্রকৃ তি এটিই। এটি ছিল এক জনযুদ্ধ। সত্যি বটে
কিছুসংখ্যক বিপথগামী এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। কিন্তু শক্তি বলতে যা বোঝায়,
মুক্তিযুদ্ধের বিরোধীদের তেমন শক্তি তখনো ছিল না। পরবর্তী পর্যায়ে সুসংহত হয়ে
শক্তির পর্যায়ে কোনো দিন তারা আবির্ভূ ত হতে পারেনি। বরাবরই জনগণের তীব্র ঘৃণার
কু য়াশায় তারা আচ্ছন্ন থেকেছে।
9
তথ্যসূত্র

i. https://bn.wikipedia.org/wiki/বাংলাদেশের_স্বাধীনতা_যুদ্ধ
ii. http://bn.banglapedia.org/index.php?title=মুক্তিযুদ্ধ
iii. http://www.dhakadiv.gov.bd/site/page/69ecdad7-2013-11e7-8f57-286ed
488c766/
মুক্তিযুদ্ধ%20ও%20মুক্তিযোদ্ধা
iv. https://www.prothomalo.com/bangladesh-liberation-war
10

ধন্যবাদ

You might also like