You are on page 1of 8

Training of

QUALITY
INSPECTOR

HKD OUTDOOR INNOVATIONS LTD.


দিনের শুরু তে করনীয়

০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬
গত কালের তার আওতাধীন
কোয়ালিটি ডেইলি সকল মেশিনে
প্রোডাক্টিভিটি লাইনের সকল
প্রতিদিন আইডি কার্ড পরিধান মিটিং এ অংশগ্রহন ও সকল অপারেটর অপারেশনাল
এচিভমেন্ট, অপারেটর / সহকারী
করে সময়মত জব কার্ড পাঞ্চ আলোচনা সমূ হ তাদের নিজ মোকআপ আছে কিনা
এফিসিয়েন্সি ও ত্রুটি এসেছে কিনা নিশ্চিত
করে কর্মস্থলে প্রবেশ করবে । মনোযোগ সহকারে অপারেশনে চেক করবে , কোন
সমূ হ এবং আজকের / করবে। লাইনে কোন
শুনবে । গত কালের এস-পি-আই ও মেশিনের অপারেটর
চলতি দিনের প্রসেসের অপারেটর /
টপ ৩ ডিফেক্ট ও টপ নিডেল সার্পনেস পরিবর্ত ন হইলে উক্ত
প্রোডাকশন টার্গেট সহকারী অনু পুস্থিত
৩ ডিফেক্টিভ চেক করছে অপারেটরকে কাজ ও
নিয়ে লাইনের থাকলে বা ছু টিতে
অপারেটর এর ত্রুটি কিনা তা নিশ্চিত উক্ত প্রসেস এর
অপারেটর / থাকলে উক্ত স্থানে
হ্রাস করার জন্য করবে । কোয়ালিটি
সহকারিদের সাথে পরিবর্তীত কাউকে সেট
প্রয়োজনীয় পদক্ষেপ রিকুয়ারমেন্টস সমূ হ
আলোচনা করবে । করবে ।
সমূ হ চিহ্নিত করবে । বু ঝিয়ে দিবেন ।

HKD OUTDOOR INNOVATIONS LTD.


ডেলি মিটিং রির্পোট ফরমেট
কোয়ালিটি ডেলি মিটিং এর আলোচ্য বিষয় সমূ হ

• গতদিনের টপ থ্রি ডিফেক্টস, গতদিনের টপ থ্রি ডিফেক্টিব অপারেটর ।


• গত দিনের ম্যাজরমেণ্ট ট্রেন্ড বিশ্লেষন করবে যে সব ম্যাজরমেন্ট পয়েন্টে ত্রুটি
ছিল সে সকল পয়েণ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবে ।
• লাইনের সকল কিঊ সি, কোয়ালিটি সু পারভাইজর , লাইন টেকনিশিয়ান,
প্রয়োজন সাপেক্ষে কোয়ালিটি এক্সিকিঊটিভ ও পি. এম.এর উপস্থিতিতে ডেলি
মিটিং অনু ষ্টিত হবে ।
• গতদিনের টপ থ্রি ডিফেক্টিব অপারেটরদের কে তাদের গত কালের ডিফেক্ট
সমূ হ সম্পর্কে অবহিত করবে ।
• গতদিনের টপ থ্রি ডিফেক্ট টোকেন আকারে সু ইং সু পারভাইজর ও
প্রয়োজনীয় ব্যাক্তিদের নিকট সরবরাহ করা হয় ।
• গতদিনের টপ থ্রি ডিফেক্টস, টপ থ্রি ডিফেক্টিব অপারেটর দের সম্ভাব্য রুট কস
ও ত্রুটি হ্রাস এর জন্য কারেক্টিভ এ্যকশন / গ্রহণীয় পদক্ষেপ সমূ হ আলোচনা
করবে ।

HKD OUTDOOR INNOVATIONS LTD.


বান্ডেলিং সিস্টেম নিশ্চিত করা বান্ডেল এর মধ্যে কোন সাইজ ,নাম্বার মিস্টেক, কোয়ান্টিটি কম বেশি হতে পারবে না ।

• প্রতি টি অপারেটর বান্ডেলিং সিস্টেম মেনে কাজ করছে কিনা ও লাইনে


ইনপু ট থেকে আউটপু ট পর্যন্ত যথাযত বান্ডেলিং সিস্টেম নিশ্চিত করার
জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ।
• প্রতিটি অপারেটর প্রসেস এর শুরুর আগে ও পরে বান্ডেলের সাইজ,
নাম্বার, ও কোয়ান্টিটি বান্ডেল কার্ড অনু যায়ী ঠিক রাখছে কিনা তা
তদারকি করতে হবে ।
• কোন বান্ডেলে ডিফেক্ট হলে উক্ত ডিফেক্ট সারানোর আগে ওই বান্ডেল টি
পরবর্তী প্রসেস এ দেওয়া যাবে না ।
• এন্ড লাইন কোয়ালিটি টেবিলে কোন বান্ডেলে কোন ডিফেক্ট পাওয়া গেলে
উক্ত বান্ডেল টির ত্রুটি পূ র্ণ গার্মেন্টস সমূ হ না সারানোর আগ পর্যন্ত উক্ত
বান্ডেল সেটি পাস হবেনা ।

Pls click the image to see video HKD OUTDOOR INNOVATIONS LTD.
নিডেল মেশিনের নিডেল শার্পনেস চেকিং পদ্ধতি

এস.পি.আই Pls click the image to see


এস.পি.আই চেকিং
চেকিং টেমপ্লেট
video

মেশিনের এস.পি.আই চেকিং পদ্ধতি

নিডেল Pls click the image to see


নিডেল শার্পনেস চেকিং ট্যামপ্লেট
video

মেশিনের নিডেল শার্পনেস চেকিং পদ্ধতি

HKD OUTDOOR INNOVATIONS LTD.


অপারেটর প্রসেস ভেলিডেশন Pls Click the Image to See Video►

• মেশিন পরিস্কার পরিচ্ছন্ন আছে কিনা দেখতে হবে ।


• অপারেটর এস.পি.আই চেক করতে পারে কিনা দেখতে
অপারেটর প্রসেস ভেলিডেশন
হবে ।
• অপারেটর নিডেল সার্পনেস চেক করতে পারে কিনা
দেখতে হবে ।
• এস.পি.আই, নিডেল সার্পনেস চেকিং টেমপ্লেট রয়েছে
কিনা দেখতে হবে ।
• সু তার গাথু নি সঠিক আছে কিনা দেখতে হবে ।
• সু তার স্ট্যান্ড সঠিক আছে কিনা দেখতে হবে ।
• শার্প টুলস সঠিক ভাবে বাঁধা আছে কিনা দেখতে হবে ।
• অপারেটর নিজের সেফটি গার্ড / গাইড ব্যাবহার করছে
কিনা ।
• অপারেটর প্রতি ৫ পিস পর ১ পিস গার্মেন্টস চেক করে
কিনা তা দেখতে হবে ।
• অপারেটর এর কমপ্লিট করা বান্ডেল থেকে ৫ পিস চেক
করে দেখতে হবে এবং প্রাপ্ত ত্রুটি সমূ হ অপারেটর প্রসেস
ভেলিডেশন ফরমেটে লিপিবদ্ধ করতে হবে ।

HKD OUTDOOR INNOVATIONS LTD.


সু ইং লাইনে করনীয়

টপ ৩ ডিফেক্ট হ্রাস করার জন্য ডেলি মিটিং এ নির্ধারিত কারেক্টিভ একশন সমূ হ বাস্তবায়ন করতে হবে ।
 টপ ৩ ডিফেক্টিভ অপরেটরগনের প্রসেস অগ্রাধিকার ভিত্তিতে ভেলিডেট করবে , তাদের ডিফেক্ট এর
হার হ্রাস করার জন্য ডেলি মিটিং এ নির্ধারিত রুট কস সমূ হ সমাধান করতে হবে ও কারেক্টিভ একশন
সমূ হ বাস্তবায়ন করতে হবে ।
 রিপিটেড ডিফেক্ট এর হার কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে ।
প্রতি টি অপারেটর প্রতি ৫ পিস পর ১ পিস গার্মেন্টস চেক করছে কিনা তা নিশ্চিত করতে হবে ।
একচুয়াল প্রোডাক্টিভিটি ক্যালকুলেশন করতে হবে
HKD OUTDOOR INNOVATIONS LTD.
Thank You
For Your Attention
HKD OUTDOOR INNOVATIONS LTD.

You might also like