You are on page 1of 37

Training Program by BFTI on

“Rules and Procedures for Import,


Export and Customs”

Subject

Policies Relating to Import and Export


Guest Speaker
Pranesh Ranjan Sutradhar
Chief Controller of Imports & Exports

On 09 March 2020
Introduction
History of Trade Control
• Controls on imports & exports was first introduced in the
Indo-Pakistan sub-continent in May, 1940 as a war-time
measure under Defence of India Rules.
• Objects :- To conserve shipping space.
• Import Trade Control was limited only to a few commodities.
• With the increase of exchange difficulties and in the interest of
economic development it became necessary to extend its
scope.
Introduction (Continued)
• The lapse of Defence of India Rules in September, 1946,
Import Trade Control was continued by Emergency
Provision (Continuance) Ordinance, 1946.
• Later replaced by the Imports and Exports (Control) Act,
1947 and then by the Imports and Exports (Control)
Ordinance,1950.
Introduction (Continued)
• Orders :-
Under provision of section 3(1) of the Imports and Exports
(Control) Act, 1950, by issuing Orders, Govt. has the powers to
prohibit, restrict or regulate practices of imports and exports.
• Ministry of Commerce have issued Orders on
a) registration of importers and exporters;
b) review, appeal and revision; and
c) payment of fees on licenses and permits;
d) Import policy Order;
e) Export Policy.
Present Policies on Imports &
Exports in Bangladesh

• Import Policy Order, 2015-18


• Export Policy, 2018-21.
Export Policy 2018-21
• 8 chapters & two annexures.
• Chapter-1:- Title, Objectives, Implementation Strategy,
Application and Scope.
• Chapter-2:- Definitions,
• Chapter-3:- General Provision for Export,
• Chapter-4:- Export Diversification,
• Chapter-5:- General Export Facilities,
• Chapter-6:- Product-Specific Export Facilities,
• Chapter-7:- Export of Services,
• Chapter-8:- Various Measures for the Promotion of Export
• Appendix-1:- List of Export-Prohibited Products,
• Appendix-2:- List of Products under Conditional Export.
Export Policy contn.
Chapter-1
• Objectives:- 8 objectives.
• Implementation Strategy:- 31 strategies
• Application and Scope-
৬টি অনুচ্ছেদ সন্নিবেশিত হয়েছে।
Chapter-2
• Definitions:- ১৯টি সংজ্ঞা দেয়া হয়েছে।
Export Policy contn.
Chapter-3
General Provision for Export (রপ্তানির সাধারণ বিধানাবলী)
• বাংলাদেশ হতে পণ্য রপ্তানির ক্ষেত্রে
নীতিতে বর্ণিত বা অন্য কোন আইনে বর্ণিত শর্তাবলি,
বাংলাদেশ ব্যাংক এর বৈদ্দেশিক মুদ্রা বিনিময় সংক্রান্ত বিধি-বিধান
• পণ্য রপ্তানি নিয়ন্ত্রণে
রপ্তানি নিষিদ্ধ পণ্য,
শর্ত সাপেক্ষে রপ্তানি,
রপ্তানিযোগ্য পণ্য সংক্রান্ত তথ্য,
নমুনা রপ্তানির বিধান,
অন্ট্রাপো ও পুনঃরপ্তানি বিধান
এলসি রপ্তানির সুযোগ দেয়া
ঋণপত্র ছাড়া রপ্তানির সুযোগ
পুণঃ আমদানির জন্য সাময়িক রপ্তানি
ফ্রাস্ট্রেটেড কার্গো পুণঃরপ্তানি ও
মান নিয়ন্ত্রণ সনদপত্র দাখিলের বিষয়ে বলা হয়েছে।
Export Policy contn.
Chapter-4

Export Diversification (রপ্তানি বহুমুখীকরণ)


• পণ্য ও সেবাখাত ভিত্তিক বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন,
• পণ্য ও সেবা খাতসমূহের শ্রেনীবিন্যাস,
• সর্বোচ্চ অগ্রাধিকার খ্যাত,
• বিশেষ উন্নয়ন খাত
• সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়নমূলক খ্যাতসমূহকে প্রদেয়
সুযোগ-সুবিধা, বিশেষ উন্নয়ন সেবা খাত
• পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে আন্তঃখাত প্রকল্প করা হবে
• অঞ্চলভিত্তিক দেশজ কাঁচামাল নির্ভ র প্রতিযোগী মূল্যে পণ্য উপাদনের
ৎপা দনে

লক্ষ্য ‘এক জেলা এক পণ্য’ কর্মসূচী জোরদার করা।
Export Policy contn.
Chapter-5
General Export Facilities (রপ্তানির সাধারণ সুযোগ-সুবিধা)
• রপ্তানি আয় হতে অর্জি ত বৈদেশিক মুদ্রার ব্যবহার।
• এক্সপোর্ট প্রমোশন ফান্ড (রপ্তানি উৎসাহিতকরণ তহবিল) গঠনসহ অন্যান্য আর্থিক
সুবিধা প্রদান,
• রপ্তানির অর্থ সংস্থান, রপ্তানি ঋণ, রেয়াতী বীমা প্রিমিয়াম,
• নতু ন শিল্পজাত পণ্য রপ্তানিতে উৎসাহব্যঞ্জক সুবিধা প্রদান,
• রপ্তানি শিল্পের ক্ষেত্রে বন্ড সুবিধা,
• রপ্তানি সহায়ক সার্ভি সের ওপর ভ্যাট প্রত্যর্পণ সহজীকরণ,
• রপ্তানি শিল্পের জন্যে সাধারণ সুযোগ-সুবিধা, রপ্তানিমুখী ছোট ও মাঝারী খামারকে
ভেঞ্চার ক্যাপিটাল সুবিধা প্রদান,
• গবেষণা এবং উন্নয়ন, সাব-কন্ট্রাক্টিং ভিত্তিক রপ্তানিতে উৎসাহ ও সুবিধা প্রদান,
• মাল্টিপল-এন্ট্রি ভিসা ও প্রাসংগিক সহায়তা প্রদান,
• বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রশিক্ষণ,
Export Policy contn.
• বিদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও একক প্রদর্শনী আয়োজন
• অন্যান্য বাজার উন্নয়ন কর্মসূচীতে অংশগ্রহণ,
• রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ জোরদার,
• স্থায়ী মেলা কমপ্লেক্স ও বিশ্ব বাণিজ্য কেন্দ্র নির্মাণ, সাধারণ ও পণ্যভিত্তিক
মেলা,
• পণ্য জাহাজীকরণ, সরাসরি বিমান-বুকিং ব্যবস্থা,
• অধিক হারে দেশীয় কাচাঁমাল ব্যবহারে উৎসাহ প্রদান,
• ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) স্থাপন,
• প্রচ্ছন্ন রপ্তানি-সুবিধা ও বিবিধ কিছু বিষয়ে নীতিমালা,
• বাণিজ্য মন্ত্রণালয়ের তত্বাবধান ও উদ্যোগে সরকারী/বেসরকারী
প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং জাতীয় ট্রেড পোর্টালের আওতায় একটি
ডাটাব্যাংক প্রতিষ্ঠা ও পরিচালনা।
Export Policy contn.
Chapter-6
Product-Specific Export Facilities
(রপ্তানির পণ্যভিত্তিক সুবিধাদি)

• তৈরী পোষাক শিল্প, চামড়া শিল্প,


• পাট শিল্প, কৃ ষি খ্যাত,
• হিমায়িত মস্য ৎও ম স্যপণ্যৎশিল্প , চা শিল্প, তথ্য,
• ঔষধ, প্লাস্টিক,
• জাহাজ নির্মাণ শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য,
• এগ্রো-প্রডাক্টস, ভেষজ সামগ্রী,
• হস্তশিল্প, মৃৎশিল্প স্বর্ণ ও রোপ্য, অমসৃণ হীরা,
• খেলনা ও ইমিটেশনের গহনা সিরামিক শিল্প,
• অর্গানিক উদ্ভিদজাত পণ্য ও সুনীল অর্থনীতি হতে আহরিত সম্পদ
Export Policy contn.
Chapter-7
Export of Services (সেবাখাত)
• WTO এর General Agreement on Trade in Services (GATS) এর
আলোকে ১৭টি সেবাকে এ নীতিমালায় অন্তর্ভু ক্ত করা হয়েছে।
• EPB বিভিন্ন সংস্থার সাথে আলোচনা করে সমন্বিত প্ল্যান অব এয়াকশন
তৈরী করবে।
• বিদেশস্থ মিশনগুলোর দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।
• বিএফটিআই ও ট্যারিফ কমিশন সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা পরিচালনা
করবে।
Servces (সেবাসমূহ)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক কার্যক্রম; কনস্ট্রাকশন বিজনেস;
স্বাস্থ্য সেবা, হাসপাতাল, ক্লিনিক, নার্সিং সেবা; হোটেল ও পর্যটন সেবা;
কনসাল্টিং সার্ভি সেস; ল্যাবরেটরী টেস্টিং;
ফটোগ্রাফি কার্যক্রম; টেলিকমিউনিকেশনস্;
পরিবহন ও যোগাযোগ; ওয়্যারহাউস ও
কনটেইনার সার্ভি স;
ব্যাংকিং কার্যক্রম; লিগ্যাল ও প্রফেশনাল
সার্ভি স;
শিক্ষাসেবা; সিকিউরিটি সার্ভি স;
প্রি-শিপমেন্ট ইনস্পেকশন (পিএসআই); আউটসোর্সিং এবং
ইন্ডে ন্টিং সার্ভি সে স ।
Export Policy contn.
Chapter-8
Various Measures for the Promotion of Export
(রপ্তানি উন্নয়নের বিবিধ পদক্ষেপসমূহ)
• ফ্রেইট ফরওয়ার্ডিং নিয়ন্ত্রণ,
• বাংলাদেশ ব্যাংক, কাষ্টমস ও বন্দরসমূহ আধুনিকীকরণ,
• স্থল বন্দর কার্যক্রমে গতিশীলতা আনা,
• নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ নিশ্চিত করার জন্য Express Line
নির্মাণ,
• বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃ ক ইউরোপের সাথে নিয়মিত Cargo Freighter
Service প্রবর্ত নের উদ্যোগ,
• সরকারের ১১০টি বিশেষ অর্থনৈতিক জোনে রপ্তানিমুখী শিল্প স্থাপনে অবকাঠামোগত
উন্নয়ন ও কমপ্লায়েন্স প্রতিপালনে অগ্রাধিকার প্রদানে সুপারিশ করা,
• পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করার জন্য প্রতিবছর একটি পণ্যকে Product of the
Year ঘোষণা অব্যাহত রাখা।
Export Policy contn.

Appendix-1
রপ্তানি নিষিদ্ধ পণ্য তালিকা
১৫টি অনুচ্ছেদে রপ্তানি নিষিদ্ধ পণ্যের তালিকা

Appendix-2
শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্য তালিকা
১৫টি অনুচ্ছেদে রপ্তানি নিয়ন্ত্রিত পণ্যের তালিকা
রপ্তানি নিষিদ্ধ পণ্য তালিকা
১ প্রাকৃ তিক গ্যাস উদ্ভূ ত পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য ।
২ পাটবীজ ও শনবীজ।
৩ চাল (সরকার হতে সরকার পর্যায়ে চাল এবং সুগন্ধি চাল ব্যতীত)।
৪ ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী কোন বন্যপ্রাণী বা
তার অংশ, অথবা তফসিল ৪ এ উল্লিখিত উদ্ভিদ বা তার অংশ বা তা হতে উৎপন্ন দ্রব্য।
৫ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট উপকরণ।
৬ তেজস্ক্রিয় পদার্থ।
৭ পুরাতাত্ত্বিক দুর্লভ বস্তু।
৮ মনুষ্য কঙ্কাল অথবা মনুষ্য অথবা মনুষ্য রক্ত দ্বারা উপাদিত
ৎঅ ন্য কোন সামগ্রী।
রপ্তানি নিষিদ্ধ পণ্য তালিকা
৯ সকল প্রকার ডাল (প্রক্রিয়াজাত ডাল ব্যতীত)।
১০ চিল্ড, হিমায়িত ও প্রক্রিয়াজাত ব্যতীত অন্যান্য চিংড়ি।
১১ পেঁয়াজ, রসুন ও আদা।
১২ (ক ) সকল প্রকার প্রক্রিয়াকৃ ত ৬১/৭০ কাউন্ট/পাউন্ড এর চেয়ে ছোট আকারের
গলদা চিংড়ি
(খ) ৭১/৯০ কাউন্ট/পাউন্ড এর চেয়ে ছোট আকারের বাগদা চিংড়ি
(গ) ১০০/২০০ কাউন্ট/পাউন্ড এর চেয়ে ছোট আকারের হরিণা বা খড়খড়ে বা ব্রাউন
সাগা বা ইয়োলো চাকা বা হোয়াইট বাগতারা বা ক্যাট টাইগার বা রেইনবো।
১৩ বেত, কাঠ ও কাঠের গুড়ি/স্থূল কাষ্ঠ খন্ড (এই সব দ্বারা প্রস্ত্ততকৃ ত হস্তশিল্প সামগ্রী
ব্যতীত)। তবে বনশিল্প কর্পোরেশন এর রাবার কাঠ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত
ফার্নিচার শিল্পের উপাদান হিসেবে রপ্তানি করা যাবে যা প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে বিবেচিত হবে।
১৪ সকল প্রজাতির ব্যাঙ (জীবিত অথবা মৃত) ও ব্যাঙের পা।
১৫ কাঁচা, ওয়েট-ব্লু চামড়া। তবে, ওয়েট-ব্লু চামড়া হতে প্রাপ্ত উপজাত যথা: ওয়েট-ব্লু স্প্লীট
লেদার রপ্তানিযোগ্য হইবে।
শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্য তালিকা
১ সয়াবিন তেল, পাম অয়েল।
২ ইউরিয়া ফার্টি লাইজার-কাফকো ব্যতীত অন্যান্য ফ্যাক্টরীগুলিতে প্রস্তুতকৃ ত ইউরিয়া ফার্টি লাইজার
শিল্প মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে রপ্তানি করা যাবে।
৩ বিনোদনমূলক অনুষ্ঠান, গান, নাটক, ছায়াছবি, প্রামাণ্য চিত্র ইত্যাদি অডিও ক্যাসেট, ভিডিও
ক্যাসেট, সিডি, ডি ইত্যাদি ফর্মে তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে রপ্তানি করা যাবে।
৪ প্রাকৃ তিক গ্যাস উদ্ভূ ত পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য (যথাঃ- ন্যাপথা, ফারনেস অয়েল,
বিটু মিন, কনডেনসেট, এমটিটি ও এমএস) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অনাপত্তি সাপেক্ষে
রপ্তানি করা যাবে। তবে কোন প্রকার শর্ত ব্যতিরেকে লুব্রিকেটিং ওয়েল রপ্তানি করা যাবে এবং এ ক্ষেত্রে
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে রপ্তানির পরিমাণ বিষয়ক তথ্য অবগত করতে হবে।
৫ রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬ এর তফসিল ১, ২ ও ৩ এ বর্ণিত রাসায়নিক দ্রব্যাদি
উক্ত আইনের ৯ ধারার বিধান মোতাবেক রপ্তানি নিষিদ্ধ বা রপ্তানিযোগ্য হবে।
6 চিনি।
৭ ইলিশ মাছ।
৮ সুগন্ধি চাল।
শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্য তালিকা

৯ বাংলাদেশে চাহিদা নাই এমন মোটা দানার মুগ ডাল।


১০ গবেষণার উদ্দেশ্যে রক্তের প্লাজমা।
১১ বাণিজ্যিক ভিত্তিতে ব্যক্তিগত বা যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত খামারে উৎপাদিত
কু মিরের কাঁচা চামড়া ও মাংস পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্মতি/ অনাপত্তির ভিত্তিতে
বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির অনুমতি প্রদান করবে।
১২ ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় পরিবেশ অধিদপ্তর কর্তৃ ক স্বীকৃ ত ব্যাটারি রি-সাইক্লিং
প্লান্ট হতে উৎপাদিত Re-melted Lead রপ্তানিযোগ্য হবে।
১৩ ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রন) বিধিমালা, ২০০৪ ও পরবর্তী সংশোধনসমূহ
অনুসরণ ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে রিকভারী, রিক্লেইমিং বা
রিসাইক্লিংকৃ ত ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য রপ্তানিযোগ্য হবে।
১৪ বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় আমদানিকৃ ত চামড়া ইটিপির মাধ্যমে তরল
ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আওতায় পরিবেশবান্ধব উপায়ে প্রক্রিয়াকরণকরত:
পুন:রপ্তানি করা যাবে।
১৫ বালু
Import Policy Order
2015-18

Imports and Exports (Control) Act, 1950 (Act. XXXIX of 1950) এর


section 3(1) এ প্রদত্ত ক্ষমতাবলে জারীকৃ ত
(তারিখ: ২৮ মাঘ ১৪২২ বঙ্গাব্দ/ ১০ ফেব্রুয়ারি ২০১৬ খ্রিস্টাব্দ এস,আর,ও নং- ২৮-
আইন/২০১৬)
Import Policy Order contn.
Sl. Chapter Subject
No.
1. Chapter One Prelude
2. Chapter Two General Provisions for Import
3. Chapter Three Provisions Regarding Import fees
4. Chapter Four Miscellaneous Provisions
General Provisions for Industrial Imports
5. Chapter Five
Provisions for Import by Commercial
6. Chapter Six
Importers
7. Chapter Seven Import by Public Sector Importers
8. Chapter Eight Import Trade Control (ITC) Committee
Compulsory Membership of recognised
9. Chapter Nine
Chamber of Commerce and Industry and
Trade Association.
Import Policy Order contn.
CHAPTER ONE
Prelude
• Short Title, Application, Duration, etc.-
• Definitions.
o Entre-port Trade,
o Importer, Import Control Authority, Indentors,
o Import value, H.S.Code, L/C, LCA form, C&F agent,
o Registered Importers, Sponsor, Goods, Permit,
o Re-export, Actual user, Expatriate Bangladeshi,
o Commercial importer
o Importer for lease financing, Industrial consumer,
o Public sector importer, Ad-hoc Industrial IRC,
o Currency, etc.
Import Policy Order contn.
CHAPTER TWO
General Provisions for Import
আমদানি সংক্রান্ত সাধারণ বিধানাবলী
• পণ্য আমদানি নিয়ন্ত্রণ
• আমদানি নিয়ন্ত্রণের শর্তাবলী
• General Conditions of Import of goods-
পণ্য আমদানির সাধারণ শর্তাবলী
• Right of Refusal based NOC
• Pre-shipment inspection---
• Import at competitive rate---
• Import on CFR, CPT, FOB, CIF, CIP, DAT, and DAP basis-
• Import by mentioning “Country of Origin”---
• Inscription of Name, Address and TIN of Importer-
• Source of finance—
• Fund provision for financing import-
Import Policy Order contn.
• Import procedure-(আমদানি পদ্ধতি)
o Import License not required-
o Import against LCA Form-
o Import through L/C-
o Import against LCA Form but without opening of
L/C-
o Import against Import Permits and in special cases
against Clearance Permit-
o Import on Deferred Payment Basis or
Against Supplier’s Credit-
o Import against direct payment abroad-
o Time limit for opening of L/C-
Import Policy Order contn.
Import procedure -
o Validity of shipment for goods-
o Restriction on L/C after imposition of ban/restriction-
o Document required to be submitted along with LCA
Form-
o Additional documents to be furnished by public sector
importers-
o Additional documents to be furnished by private sector
importers-
o Violation of the requirement of LCA/LC-
o Import against indent and pro-forma Invoice-
o Procedure to be followed by banks for
acceptance/issuance of LCA Forms.
Import Policy Order contn.
CHAPTER THREE
FEES REGARDING IMPORTS
আমদানি সংক্রান্ত ফিস
• Registration Certificate:----
• Registered importers of all categories, (for renewal of their
registration certificate) shall submit application, main copy
of IRC and copy of treasury chalan of renewal fees paid to
Bangladesh Bank or Sonali Bank, under the Head of
Account “1/1731/0001/1801” to the Import Control
Authority indicating the category which they intend to be
classified.
Import Policy Order contn.
FEES REGARDING IMPORTS
Ceiling Value of Initial Annual renewal
Category annual import Registration fees fees
 
First Tk. 5, 00,000 Tk. 5,000 Tk. 3,000

Tk. 25,00,000 Tk. 10,000 Tk. 6,000


Second
Third Tk. 50,00,000 Tk. 18,000 Tk. 10,000

Fourth Tk. 1,00,00,000 Tk. 30,000 Tk. 15,000

Fifth Tk. 5,00,00,000 Tk. 45,000 Tk. 22,000

Sixth Above Tk.5,00,00,000 Tk. 60,000 Tk. 30,000


Import Policy Order contn.
• Importers shall pay renewal fees for the concerned financial
year within 30th September of that year without any surcharge.

Time Limit Amount of Surcharge


 
Surcharge for delay for a period one year or less Tk. 500

Surcharge for delay for a period exceeding one Tk. 1,000


year but not exceeding two years

Surcharge for delay for a period exceeding two Tk. 2,000


years but not exceeding three years

Surcharge for each next year after third year At a double rate of the
  previous year
Import Policy Order contn.

• Indentors and exporters shall pay registration and renewal fees at


the following rates:-
  Initial registration fees Renewal fees

Indentor Tk. 40,000 Tk. 20,000

Exporter Tk. 7,000 Tk. 5,000

• Indentors & Exporters shall pay renewal fees in cash to the


Bangladesh Bank or Sonali Bank, under the Head of Accounts
“1/1731/0001/1801” and send the original copies of the Treasury
Chalan along with original copy of IRC with renewal book to the
concerned Regional Import Control Office for record and
verification.
Import Policy Order contn.
Indentors and Exporter shall pay renewal fees for the concerned
financial year within 30th September of that year without any
surcharge.
Time Limit Indentor Exporter

Surcharge for delay for a Tk. 1,000 Tk. 500


period of one year or less

Surcharge for delay for a Tk. 2,000 Tk. 1,000


period exceeding one year but
not exceeding two years.

Surcharge for delay for a Tk. 3,000 Tk. 1,000


period exceeding two years,
but not exceeding three years.
 

Surcharge for each year after At a double rate of the previous At a double rate of the
third year year previous year
Import Policy Order contn.
CHAPTER FOUR
Miscellaneous Provisions
• Import on Joint Basis---
• Import by Actual User.---
• Import by Bangladeshi professional’s abroad. ---
• Import of Samples, Advertising Materials and Gifts. ---
• Temporary importation with conditions for re-exports.
---
• Import into and Export from the EPZ---
• Applicable conditions for import of food for human
consumption-
• Additional terms and conditions to be applicable for the
import of fish feed, poultry feed and animal feed items --
Import Policy Order contn.

Miscellaneous Provisions
• Release of Goods detained by the Customs.---
• Claim for import facility in cases accepted in Review,
Appeal and Revision
• Import in contravention of this Order.
• Amendment or alteration of this Order. ----
• Provisions regarding export.
Import Policy Order contn.
CHAPTER FIVE
General Provisions for Industrial Import
General rules for Import in the Industrial sector-
Prescribed condition for import of industrial items.

CHAPTER SIX
THE RULES OF IMPORT BY COMMERCIAL IMPORTERS
Provisions applicable for import of following items-
Import of Explosives.

CHAPTER SEVEN
IMPORT BY PUBLIC SECTOR IMPORTERS
Public Sector Import:
Import Policy Order contn.

CHAPTER EIGHT
IMPORT TRADE CONTROL (ITC)
COMMITTEE

CHAPTER NINE
Compulsory Membership of Recognized
Chamber of Commerce & Industry and
Trade Association.
Import Policy Order contn.
• Annexure-1
1- List of Controlled Items
2- Foot note of the prohibited lists
• Annexure-2
Procedure for Import on Joint Basis
• Annexure-3
List of Chemicals [Rules 26(59)]
• Abreviations used in the IPO 2012-2015
• List of Chief of Member bodies of Chambers and
Associations.
Thanks to You All

You might also like